ট্ক্সোসে আবারো বন্দুকধারীর গুলিবর্ষণ: নিহত ৫
-
টেক্সাসে গুলিবর্ষণের পর নিরাপত্তা বাহিনীর তৎপরতা
আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ডে বন্দুকধারীর গুলিবর্ষণে অন্তত পাঁচজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। মিডল্যান্ডের পুলিশ জানায়, গতকাল (শনিবার) হঠাৎ এক ব্যক্তি গাড়ি নিয়ে এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় পাঁচজন নিহত ও ২১ জন আহত হন। হামলায় অংশ নিয়েছে তিন বন্দুকধারী।
ফেসবুক পোস্টের মাধ্যমে পুলিশ কর্তৃপক্ষ জানায়, সন্দেভাজন এক বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। তবে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশের বেশ কয়েকটি সংস্থা।

এর আগে, গত ৪ আগস্ট টেক্সাস অঙ্গরাজ্যের একটি শপিং মলে এক শ্বেতাঙ্গ সন্ত্রাসীর নির্বিচার গুলিবর্ষণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছিলেন। টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোর ওয়ালমার্ট স্টোরে এ দুঘর্টনা ঘটে। শহরটি মেক্সিকো সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে।
আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে এ ধরনের গুলিবর্ষণের ঘটনা অনেকটা নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে- বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক ও মনস্তাত্ত্বিক সংকট থেকে এ ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/১