উ.কোরিয়া পরমাণু ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে
https://parstoday.ir/bn/news/world-i73813-উ.কোরিয়া_পরমাণু_ক্ষেপণাস্ত্রবাহী_ডুবোজাহাজ_মোতায়েনের_প্রস্তুতি_নিচ্ছে
উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রবহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। জাপানের সম্প্রচার সংস্থা এনএইচকে এ খবর দিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০১৯ ১৫:২০ Asia/Dhaka
  • উ.কোরিয়া পরমাণু ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রবহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। জাপানের সম্প্রচার সংস্থা এনএইচকে এ খবর দিয়েছে।

মার্কিন স্বতন্ত্র গবেষকদের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর সিনপোতে যে তৎপরতা চলছে তার ভিত্তিতে মনে করা হচ্ছে যে পিয়ংইয়ং পরমাণু অস্ত্রবহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। খবরে মার্কিন মিডলবারি ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং উপগ্রহ পরিচালনাকারী সংস্থা প্ল্যানেট ল্যাবস ইনকর্পোরেটেডের গবেষকদের বরাত দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, উপগ্রহ থেকে নেয়া ছবিতে দেখা গেছে যে সিনপো বন্দরে নতুন ডুবোজাহাজের কাঠামো বানানোর  তৎপরতা চলছে। উত্তর কোরিয়ার প্রচলিত ডুবোজাহাজের কাঠামোর চেয়ে এটি আকারে অনেক বড়। ফলে এ কাঠামো হয়ত উত্তর কোরিয়ার ডুবোজাহাজভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জন্য ব্যবহার হবে বলে একজন প্রবীণ গবেষক ধারণা ব্যক্ত করেন।# 

পার্সটুডে/মূসা রেজা/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।