শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান: ৫ অক্টোবর টি-টোয়েন্টি শুরু
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
করাচি জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দানুস্কা গুনাথিলাকার সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৯৭ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ফখর জামান, আবিদ আলী ও হারিস সোহাইলের অর্ধশতকে সহজেই জয় তুলে নেয় সরফরাজ আহমেদের দল।
২৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার ফখর জামান ও আবিদ আলী। ১২৩ রান আসে তাদের ব্যাট থেকে। অর্ধশতক তুলে ৬৭ বলে ৭৪ রান করেন আউট হন আবিদ। এরপর অর্ধশতক তুলে নেন ফখর।
দ্বিতীয় উইকেটে বাবর আজমকে সঙ্গে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন তিনি। দলীয় ১৮১ রানের মাথায় ব্যক্তিগত ৭৬ রান করে প্যাভিলিয়নে ফেরত যান ফখর। এরপর ৩১ রান করা বাবরও দ্রুত বিদায় নেন। দলের রান তখন ১৮৯।
অধিনায়ক সরফরাজ আহমেদ ও হারিস সোহাইল চতুর্থ উইকেটে আরও ৫৫ রান যোগ করেন। সরফরাজ ২৩ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে হারিস ৫৬ রান করে সেই চাপ দূর করে দেন। ১০ বল হাতে রেখে ৫ উইকেটে ২৯৯ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
শ্রীলঙ্কার নুয়ান প্রদীপ দুটি এবং রাহিরু কুমারা, হাসারাঙ্গা ডি সিলভা ও সিহান জয়সুরিয়া একটি করে উইকেটে নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। তৃতীয় ওভারেই আবিষ্কা ফার্নেন্দোকে তুলে নেন মোহাম্মদ আমির। এরপর দানুস্কা গুনাথিলাকার ব্যাটিং দৃঢ়তায় বড় সংগ্রহের ভিত্তি পায় সফরকারীরা। ১৩৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে আমিরের বলে আউট হন গুনাথিলাকা।
শেষ দিকে অবশ্য বাকিটা পুষিয়ে দেন দাসুন শানাকা। ২৪ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে নিয়ে যান তিনশোর কাছে। এছাড়া, মিনোদ ভানুকা ও অধিনায়ক লাহিরু থিরিমান্নের ৩৬ রানের দায়িত্বশীল ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৭ রান করে শ্রীলঙ্কা।
পাকিস্তানের মোহাম্মদ আমির তিনটি এবং উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ, সাদাব খান ও মোহাম্মদ নাওয়াজ একটি করে উইকেট নেন। পাকিস্তানের আবিদ আলী ম্যাচ সেরা ও বাবর আজম সিরিজ সেরা হয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৫ অক্টোবর। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭ এবং ৯ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।