ফ্রান্সের প্যারিসে ছুরিকাঘাতে ৪ পুলিশ নিহত
ফ্রান্সের রাজধানী প্যারিসের পুলিশ সদরদপ্তরে ছুরিকাঘাতে চার পুলিশ নিহত হয়েছেন। পুলিশের গুলিতে হামলাকারী নিজেও নিহত হয়েছেন। প্যারিসের মেয়র অ্যানি হিদালগো জানিয়েছেন, হামলার ঘটনায় ‘বেশ কিছু মানুষ’ হতাহত হয়েছেন।
আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় দুপুরে প্যারিসের কেন্দ্রস্থলে নটর ডেম ক্যাথেড্রালের কাছে এই হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেন নি ফরাসি কর্তৃপক্ষ।
ঘটনার পর পুলিশ সদরদপ্তরের আশপাশের এলাকায় মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে নিকটবর্তী মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। পুলিশ সূত্রগুলো জানায়, হামলার ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান বলেছেন, হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে তারা অবগত নন। ফ্রান্সের পুলিশ কর্মঘণ্টা হ্রাস ও মজুরি বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ধর্মঘট শুরুর একদিন পরই এ হামলার ঘটনা ঘটল। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপ্পো ঘটনাস্থল পরিদর্শন করেছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।