আফগানিস্তান: ১০ বছরের মধ্যে ২০১৯-এ সবচেয়ে বেশি বোমা মেরেছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i77023-আফগানিস্তান_১০_বছরের_মধ্যে_২০১৯_এ_সবচেয়ে_বেশি_বোমা_মেরেছে_আমেরিকা
গত ১০ বছরের মধ্যে মার্কিন বাহিনী ২০১৯ সালে আফগানিস্তানে সবচেয়ে বেশি বোমা মেরেছে। মার্কিন বিমানবাহিনীর সরবরাহ করা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৮, ২০২০ ২০:৪৫ Asia/Dhaka
  • মার্কিন বিমান থেকে বোমাবর্ষণ
    মার্কিন বিমান থেকে বোমাবর্ষণ

গত ১০ বছরের মধ্যে মার্কিন বাহিনী ২০১৯ সালে আফগানিস্তানে সবচেয়ে বেশি বোমা মেরেছে। মার্কিন বিমানবাহিনীর সরবরাহ করা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ২০১৯ সালে তারা আফগানিস্তানে ৭,৪২৩টি বোমা মেরেছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০০৯ সালে ৪১৪৭টি বোমা মারা হয়েছিল। সেটি ছিল গত ১০ বছরের মধ্যে এক বছরে সবচেয়ে বেশি বোমা বর্ষণের ঘটনা।

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তানে বিমান হামলা জোরদার করে। ট্রাম্প ক্ষমতায় আসার পর বিমান হামলার উপর থেকে সীমাবদ্ধতা তুলে নেয়া হয়। এর আগে বিমান হামলার ওপরে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল যাতে বেসামরিক ক্ষয়ক্ষতি ঠেকানো যায়।

আফগানিস্তানে বোমা বর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করে আসছে। তারা বলছে, মার্কিন বোমা বর্ষণের কারণে আফগানিস্তানে বেসামরিক হতাহতের ঘটনা বেড়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৮