‘আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/world-i79160-আন্তর্জাতিক_আহ্বান_উপেক্ষা_করে_পরমাণু_সমঝোতা_লঙ্ঘন_করছে_আমেরিকা’
রাশিয়া বলেছে, আন্তর্জাতিক সমাজের আহ্বান উপেক্ষা করে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘন অব্যাহত রেখেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (শুক্রবার) মস্কোয় এক বিবৃতিতে ওয়াশিংটনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ১৮, ২০২০ ০৭:০৮ Asia/Dhaka
  • ‘আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে আমেরিকা’

রাশিয়া বলেছে, আন্তর্জাতিক সমাজের আহ্বান উপেক্ষা করে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘন অব্যাহত রেখেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (শুক্রবার) মস্কোয় এক বিবৃতিতে ওয়াশিংটনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

তিনি বলেন, আমেরিকা এমন সময় এ সমঝোতা লঙ্ঘন করে যাচ্ছে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবে এই আন্তর্জাতিক সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করতে বলা হয়েছে। মার্কিন সরকার একের পর এক আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

জাখারোভা আমেরিকার চুক্তি লঙ্ঘনকারী পদক্ষেপের উদাহরণ হিসেবে পরমাণু অস্ত্র পরীক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের কথা উল্লেখ করে বলেন, আমেরিকা যখন নিজেই এ চুক্তি লঙ্ঘন করছে তখন সে উল্টো এটি লঙ্ঘনের জন্য রাশিয়াকে অভিযুক্ত করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এমনকি মার্কিন সরকার রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র সংখ্যা হ্রাস করা সংক্রান্ত ‘নয়া স্টার্ট’ চুক্তিও মেনে চলছে না।

আমেরিকাসহ ছয় বিশ্বশক্তি ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব পাসের মধ্যদিয়ে আন্তর্জাতিক আইনে পরিণত হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।