করোনাভাইরাস তদন্তের ক্ষেত্রে মার্কিন স্বার্থ দেখা হবে না: অস্ট্রেলিয়া
https://parstoday.ir/bn/news/world-i79719-করোনাভাইরাস_তদন্তের_ক্ষেত্রে_মার্কিন_স্বার্থ_দেখা_হবে_না_অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের উৎস কোথায় তা স্বতন্ত্রভাবে তদন্তের নামে আমেরিকার ষড়যন্ত্র তত্ত্বের ফাঁদে পা দেয়া যাবে না। এ তদন্তের মধ্যদিয়ে মার্কিন স্বার্থ দেখার ইচ্ছা নেই অস্ট্রেলিয়ার।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ০৯, ২০২০ ১১:১৫ Asia/Dhaka
  • অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন
    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের উৎস কোথায় তা স্বতন্ত্রভাবে তদন্তের নামে আমেরিকার ষড়যন্ত্র তত্ত্বের ফাঁদে পা দেয়া যাবে না। এ তদন্তের মধ্যদিয়ে মার্কিন স্বার্থ দেখার ইচ্ছা নেই অস্ট্রেলিয়ার।

চীনের উহান শহরের একটি ল্যাবরেটরি থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে আমেরিকা দাবি করার পর কিছুদিন আগে অস্ট্রেলিয়াও বলেছিল তারা বিষয়টি তদন্ত করে দেখবে। এই নিয়ে চীন এবং অস্ট্রেলিয়ার সম্পর্কে মারাত্মক রকমের টানাপড়েন সৃষ্টি হয়। চীন হচ্ছে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার অন্যদিকে আমেরিকা হচ্ছে অস্ট্রেলিয়ার সামরিক মিত্র। এ অবস্থায় চীন এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে বড় রকমের ঝামেলায় পড়ে অস্ট্রেলিয়া।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, চীনের উহান শহরের একটি ল্যাবরেটরি থেকে এই করোনাভাইরাস ছড়িয়েছে এবং এ ঘটনাকে কেন্দ্র করে তিনি চীনের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। অস্ট্রেলিয়া যখন এই ঘটনা তদন্তের ঘোষণা দেয় চীন তখন বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবেই দেখা শুরু করে।

ট্রাম্প দাবি করে আসছেন চীনের উহান শহরের একটি ল্যাবরেটরি থেকে করোনাভাইরাস ছড়িয়েছে

এ অবস্থায় অস্ট্রেলিয়া এখন নতুন করে তার অবস্থানে খানিকটা পরিবর্তন এনেছে এবং দেশটির প্রধানমন্ত্রী মরিসন বলছেন, উহানের ল্যাবরেটরি থেকে এই ভাইরাস ছড়িয়েছে তার প্রমাণ তাদের হাতে নেই বরং এটি প্রাকৃতিকভাবে ছড়িয়ে থাকতে পারে। একই সঙ্গে তিনি একথাও বলছেন যে, বিশ্বে যাতে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের মহামারী শুরু হতে না পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া দরকার।

মরিসন জোর দিয়ে বলেন, করোনাভাইরাসরে ব্যাপারে স্বতন্ত্র তদন্তের নামে মার্কিন ষড়যন্ত্র তত্ত্বের ফাঁদে পা দেয়া যাবে না। তিনি দাবি করছেন, ক্যানবেরা যে তদন্ত করতে চেয়েছে তা কোনো দেশকে টার্গেট করে নয় বরং কিভাবে এই ভাইরাসের উৎপত্তি হয়েছে তা জানার জন্যই এই প্রচেষ্টা।

এর আগে অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী সিমন বার্মিংহাম এবিসি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, অস্ট্রেলিয়া আমেরিকার পোষা কুকুর নয় যে, তারা যা বলবে তাই শুনতে হবে। তিনি বলেছিলেন, করোনাভাইরাস তদন্তের মধ্যদিয়ে তারা আমেরিকাকে নয় বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহযোগিতা করতে চায়।#

পার্সটুডে/এসআইবি/৯