রাখাইনে বন্দি নির্যাতনের ভিডিও প্রকাশ; অপরাধ স্বীকার করল মিয়ানমার
https://parstoday.ir/bn/news/world-i79858-রাখাইনে_বন্দি_নির্যাতনের_ভিডিও_প্রকাশ_অপরাধ_স্বীকার_করল_মিয়ানমার
মিয়ানমারের রাখাইন রাজ্যে পাঁচ জন বন্দিকে নির্মমভাবে মারধর করার কথা স্বীকার করেছে সেদেশের সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দি নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ স্বীকারোক্তি দিল মিয়ানমার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৩, ২০২০ ২০:১৮ Asia/Dhaka
  • মিয়ানমারের সেনাবাহিনী
    মিয়ানমারের সেনাবাহিনী

মিয়ানমারের রাখাইন রাজ্যে পাঁচ জন বন্দিকে নির্মমভাবে মারধর করার কথা স্বীকার করেছে সেদেশের সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দি নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ স্বীকারোক্তি দিল মিয়ানমার।

দেশটির সেনাবাহিনীর ওয়েব সাইটে আজ (বুধবার) বলা হয়েছে, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে আটক পাঁচ জনকে ২১ এপ্রিল রাখাইন রাজ্যে পাঠানো হয়। সেখানেই তাদেরকে মারধর করে সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরা।

মিয়ানমারের সেনাবাহিনী সাধারণত প্রমাণ হওয়ার পরও তাদের অপরাধের কথা স্বীকার করে না। কিন্তু এবার এর ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বন্দিদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আইন অনুযায়ী আচরণ করা হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তারা জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিয়ানমারের নিরাপত্তাকর্মীরা চোখ বাঁধা ও হাতকড়া পরানো ব্যক্তিদের মাথায় নির্মমভাবে আঘাত করছে। একজন মাথায় ঘুষি দিচ্ছে, আরেক জন লাথি মারছে।  

তবে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আরাকান আর্মির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। অন্যায়ভাবে তাদের আটক করাা হয়েছে।

আরাকান আর্মি বা এএ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী বিদ্রোহীদের একটি সংগঠন।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।