এবার ইরানে দণ্ডপ্রাপ্ত গুপ্তচরকে মুক্তি দেয়ার আহ্বান জানালেন ম্যাকরন
https://parstoday.ir/bn/news/world-i80463-এবার_ইরানে_দণ্ডপ্রাপ্ত_গুপ্তচরকে_মুক্তি_দেয়ার_আহ্বান_জানালেন_ম্যাকরন
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত একজন দ্বৈত নাগরিককে মুক্তি দেয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাতে এক টুইটার বার্তায় ম্যাকরন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে ওই আহ্বান জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৬, ২০২০ ০৬:৫৫ Asia/Dhaka
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন
    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত একজন দ্বৈত নাগরিককে মুক্তি দেয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাতে এক টুইটার বার্তায় ম্যাকরন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে ওই আহ্বান জানান।

ম্যাকরন ইরানি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ফারিবা আদেলখা’কে গ্রেফতারের ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেন এবং এই গুপ্তচরকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান। ‌

তিনি এমন সময় এ দাবি জানালেন যখন ফ্রান্সকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি গতকাল (শুক্রবার) ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লে দ্রিয়ানের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ আহ্বান জানান।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লে দ্রিয়ান

ইরানের গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানি বংশোদ্ভূত এক ফরাসি নাগরিককে কারাদণ্ড দেয়ার ব্যাপারে সম্প্রতি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ জানান। তিনি এ ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটবে বলে উল্লেখ করে এ ঘটনার পুনরাবৃত্তির ব্যাপারে তেহরানকে সতর্ক করে দেন।

লে দ্রিয়ানের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মুসাভি বলেন, এর আগেও পাশ্চাত্যকে  কয়েকবার বলা হয়েছে, এই ইরানি নাগরিকের বিচারের বিষয়টি সম্পূর্ণ ইরানের স্বাধীন বিচার বিভাগের বিষয় এবং এ ব্যাপারে হস্তক্ষেপমূলক কথাবার্তা বলার অধিকার কারো নেই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানি নাগরিক ফারিবা আদেলখা তার অপরাধের উপযুক্ত শাস্তি পেয়েছেন এবং আদালত থেকে ঘোষিত কারাদণ্ড ভোগ করছেন। এ ধরনের রাজনৈতিক বক্তব্য এবং গণমাধ্যমে প্রচারণার ধুম্রজাল সৃষ্টি করে ইরানের বিচার বিভাগের কাজে বিঘ্ন সৃষ্টি করা যাবে না বলেও মুসাভি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সম্প্রতি ইরানের একটি আদালত গুপ্তচরবৃত্তি ও দেশের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টিকারী তৎপরতায় জড়িত থাকার দায়ে ইরানি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ফারিবা আদেলখা’কে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।