পুলিশের পক্ষে শ্বাসরোধ করে হত্যার প্রয়োজন রয়েছে: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i80642-পুলিশের_পক্ষে_শ্বাসরোধ_করে_হত্যার_প্রয়োজন_রয়েছে_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শ্বাসরোধ করে কখনো কখনো পুলিশের হত্যা করার প্রয়োজন হতে পারে। তিনি এমন ঘটনাকে ‘নির্দোষ’ বলে সাফাই গাওয়ার চেষ্টা করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৩, ২০২০ ১৪:৩২ Asia/Dhaka
  • মার্কিন পুলিশ
    মার্কিন পুলিশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শ্বাসরোধ করে কখনো কখনো পুলিশের হত্যা করার প্রয়োজন হতে পারে। তিনি এমন ঘটনাকে ‘নির্দোষ’ বলে সাফাই গাওয়ার চেষ্টা করেছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, বিপজ্জনক পরিস্থিতিতে পুলিশ কোনো ব্যক্তিকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করতেই পারে। তিনি বলেন, “যদি কোনো পুলিশ কর্মকর্তা বাজে পরিস্থিতিতে পড়েন এবং তিনি কাউকে ধরলেন সে সময় তাকে সতর্ক থাকতে হবে।”

গতকাল শুক্রবার মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, “শ্বাসরোধ করে হত্যার ধারণাটা খুবই নির্দোষের এবং খুবই সঠিক।”

জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধ করে হত্যা করে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ব্যক্তিগতভাবে শ্বাসরোধ করে হত্যা পছন্দ করেন না কিন্তু কঠিন ও বাজে পরিস্থিতিতে এটা প্রয়োজন হতে পারে। ট্রাম্প একথাও স্বীকার করেন যে, অনেক ক্ষেত্রেই শ্বাসরোধ করে হত্যার ঘটনার অবসান হওয়া উচিত।

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “শ্বাসরোধ করে হত্যার ঘটনা ভালো জিনিস যা নিয়ে আলোচনা করা যায় কিন্তু আপনি যদি এটা নিয়ে ভাবেন তাহলে আপনি বুঝবেন যে, কখনো কখনো খুব বাজে একটি লড়াইয়ের ভেতরে একজন অফিসার কাউকে আটক করতে গিয়ে খুব বাজে পরিস্থিতিতে পড়তে পারেন।”

আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডেকে শ্বাসরোধ করে হত্যার পর যখন দেশব্যাপী প্রচণ্ড আন্দোলন-বিক্ষোভ হচ্ছে তখন ট্রাম্প শ্বাসরোধ করে হত্যার পক্ষে সাফাই গাইলেন।#

পার্সটুডে/এসআইবি/১৩