নিউজিল্যান্ডের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্থগিত করল চীন
https://parstoday.ir/bn/news/world-i81993-নিউজিল্যান্ডের_সঙ্গে_বন্দী_প্রত্যর্পণ_চুক্তি_স্থগিত_করল_চীন
নিউজিল্যান্ডের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্থগিত করার কথা ঘোষণা দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন আজ (সোমবার) এ ঘোষণা দেন। তিনি বলেন, নিউজিল্যান্ডের আচরণ মারাত্মকভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৩, ২০২০ ২০:৩৫ Asia/Dhaka
  • ওয়াং ওয়েনবিন
    ওয়াং ওয়েনবিন

নিউজিল্যান্ডের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্থগিত করার কথা ঘোষণা দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন আজ (সোমবার) এ ঘোষণা দেন। তিনি বলেন, নিউজিল্যান্ডের আচরণ মারাত্মকভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

গত সপ্তাহে নিউজিল্যান্ড হংকং বন্দী প্রত্যর্পণ চুক্তি স্থগিত করে। ওয়েলিংটন বলেছে, নিউজ্যাল্ড এখন আর কোনভাবেই বিশ্বাস করে না যে, হংকংয়ের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম চীন থেকে স্বাধীন। যদি চীন কখনো এক দেশ, দুই ব্যবস্থা চালু করে তখন আমরা বিষয়টি বিবেচনা করে দেখব।

এর আগে গত সপ্তাহে ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া এ চুক্তি স্থগিত করলে চীনও পাল্টা একই ব্যবস্থা নিয়েছে। এসব দেশ হচ্ছে কথিত ফাইভ আইজ বা পঞ্চ চক্ষু ইনটেলিজেন্স জোটের সদস্য। এর অন্য দুই সদস্য হচ্ছে নিউজিল্যান্ড ও আমেরিকা। গত মঙ্গলবার নিউজিল্যান্ডও আজ হংকং বন্দী বিনিময় চুক্তি স্থগিত করার কথা ঘোষণা করে।#

পার্সটুডে/এসআইবি/৩