ট্রাম্পের ইরানবিরোধী নীতির কারণে আমেরিকা আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে
(last modified Thu, 27 Aug 2020 11:00:44 GMT )
আগস্ট ২৭, ২০২০ ১৭:০০ Asia/Dhaka
  • কমরা হ্যারিস
    কমরা হ্যারিস

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল নীতির কারণে আমেরিকা আগের যেকোনো সময়ের চেয়ে সারাবিশ্বে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একথা বলেছেন আমেরিকার ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী কমলা হ্যারিস। তিনি বলেন, সরকারের ভুল নীতি দেশকে ‘একাকী আমেরিকা’ বানিয়ে ছেড়েছে।

কমলা হ্যারিস বলেন, “ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিয়ে গেছে যাতে আমরিকা বাদে একটি মাত্র দেশ সমর্থন দিয়েছে। আমি মনে করি, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আমাদের দেশকে একাকী আমেরিকায় পরিণত করেছে যা আমাদের জাতীয় স্বার্থ কিংবা মিত্রদের স্বার্থ রক্ষা করে নি।”

ডোনাল্ড ট্রাম্প

কমলা হ্যারিস বলেন, “আমি কংগ্রেসের ইন্টেলিজেন্স কমিটিতে কাজ করেছি। আমি মনে করি, আগের যেকোনো সময়ের চেয়ে এখন আমরা মিত্রদের কাছ থেকে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এই চ্যালেঞ্জ মোকাবেলাযর জন্য আমাদের সাহায্যের প্রয়োজন।#

পার্সটুডে/এসআইবি/২৭৬