রেকর্ড পরিমাণ সামরিক বাজেট অনুমোদন করল জাপান
https://parstoday.ir/bn/news/world-i85490-রেকর্ড_পরিমাণ_সামরিক_বাজেট_অনুমোদন_করল_জাপান
জাপানের মন্ত্রিসভা আসন্ন অর্থবছরের জন্য রেকর্ড পরিমাণ সামরিক বাজেট অনুমোদন করেছে। আগামী এপ্রিল মাস থেকে জাপানে নতুন অর্থ বছর শুরু হবে। চীনকে মোকাবেলা করার লক্ষ্য নিয়ে সামরিক বাজেট বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ২১, ২০২০ ১৮:৫৬ Asia/Dhaka
  • জাপানি বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে (২৮ নভেম্বরের ছবি)
    জাপানি বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে (২৮ নভেম্বরের ছবি)

জাপানের মন্ত্রিসভা আসন্ন অর্থবছরের জন্য রেকর্ড পরিমাণ সামরিক বাজেট অনুমোদন করেছে। আগামী এপ্রিল মাস থেকে জাপানে নতুন অর্থ বছর শুরু হবে। চীনকে মোকাবেলা করার লক্ষ্য নিয়ে সামরিক বাজেট বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার নেতৃত্বাধীন মন্ত্রিসভা আজ (সোমবার) প্রস্তাবিত বাজেট অনুমোদন করে। এ নিয়ে গত নয় বছর একটানা জাপানের সামরিক বাজেট বাড়ালো। বর্তমান অর্থবছরের চেয়ে ৩.৮ ভাগ বরাদ্দ দেয়া হয়েছে এবারের বাজেটে। আসন্ন নতুন অর্থবছরে জাপান সামরিক খাতে সর্বসাকুল্যে ১.০৩ ট্রিলিয়ন ডলার ব্যয় করবে।

জাপানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

বাজেট অনুমোদনের পর সাংবাদিকদের ব্রিফ করার সময় জাপানের মন্ত্রিসভার মুখ্য সচিব কাতসুনোবু কাতো বলেন, জাতীয় প্রতিরক্ষার জন্য আমরা আমাদের সক্ষমতাকে শক্তিশালী করব। এতে শান্তি এবং নিরাপত্তার পরিবেশ নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।

জাপান যে সামরিক বাজেট বরাদ্দ করেছে এর বিরাট অংশ ব্যয় হবে নতুন প্রজন্মের জঙ্গিবিমান এবং ক্ষেপণাস্ত্র তৈরির জন্য।#

পার্সটুডে/এসআইবি/২১