আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার যোগ্যতা আছে ইরানের: ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i85964-আঞ্চলিক_অর্থনৈতিক_শক্তিতে_পরিণত_হওয়ার_যোগ্যতা_আছে_ইরানের_ইমরান_খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার যোগ্যতা রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের। একই সঙ্গে তিনি আশা করেছেন, তেহরানের ওপর থেকে মার্কিন অন্যায় নিষেধাজ্ঞা উঠে যাবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১১, ২০২১ ২০:৩৭ Asia/Dhaka
  • ইরানের একটি প্রকল্প উদ্বোধন করছেন প্রেসিডেন্ট হাসান রুহানি
    ইরানের একটি প্রকল্প উদ্বোধন করছেন প্রেসিডেন্ট হাসান রুহানি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার যোগ্যতা রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের। একই সঙ্গে তিনি আশা করেছেন, তেহরানের ওপর থেকে মার্কিন অন্যায় নিষেধাজ্ঞা উঠে যাবে।

সম্প্রতি পাকিস্তানের শীর্ষ পর্যায়ের গণমাধ্যম ব্যক্তিত্ব এবং গবেষকদের সঙ্গে এক বৈঠকে ইমরান খান এসব কথা বলেন। বৈঠকে তিনি ইরানের ওপর মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে দুঃখ প্রকাশ করেন। ২০১৮ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং ইরানের ওপর আগের নিষেধাজ্ঞাসহ নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন।

ইমরান খান

ইমরান খান বলেন, মার্কিন নিষেধাজ্ঞা ইরান এবং পাকিস্তানের মধ্যকার বাণিজ্য সম্পর্ক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে। এর আগেও বিভিন্ন উপলক্ষে ইমরান খান ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার পর গত বছরের মার্চ মাসে ইমরান খান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া উচিত। তিনি সেসময় পরিষ্কার করে বলেছিলেন, নিষেধাজ্ঞার কারণে ইরানের জনগণ দারুন দুর্ভোগের মধ্যে রয়েছে এবং ইরানের সরকার করোনাভাইরাস মোকাবেলায় বাধার মুখে পড়ছে।

গণমাধ্যম ব্যক্তিত্ব এবং গবেষকদের সঙ্গে বৈঠকে ইমরান খান আরো বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বাড়ানোর ব্যাপারে সাম্প্রতিক বছরগুলোতে একটি ভালো সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে। ইমরান খান বলেন, “আমার দল যখন ক্ষমতা নিয়েছিল তখন হয়ত পাকিস্তানের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক সন্তোষজনক পর্যায়ে ছিল না কিন্তু এখন আমি বলতে পারি- দু দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।”#

পার্সটুডে/এসআইবি/১১