তুর্কি জাহাজে জলদস্যুদের হামলা: এক নাবিক নিহত, অপহৃত ১৫ জন
https://parstoday.ir/bn/news/world-i86324-তুর্কি_জাহাজে_জলদস্যুদের_হামলা_এক_নাবিক_নিহত_অপহৃত_১৫_জন
গিনি উপকূলে তুরস্কের একটি কার্গো জাহাজের জলদস্যুদের হামলা হয়েছে। এতে আজারবাইজানের এক নাবিক নিহত হয়েছেন এবং জাহাজ থেকে ১৫ জনকে অপহরণ করেছে জলদস্যুরা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৪, ২০২১ ১২:৫৩ Asia/Dhaka
  • এমভি মোজার্ত
    এমভি মোজার্ত

গিনি উপকূলে তুরস্কের একটি কার্গো জাহাজের জলদস্যুদের হামলা হয়েছে। এতে আজারবাইজানের এক নাবিক নিহত হয়েছেন এবং জাহাজ থেকে ১৫ জনকে অপহরণ করেছে জলদস্যুরা।

তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, এমভি মোজার্ত নামে তুর্কি জাহাজটি লাগোস থেকে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে যাচ্ছিল। পথে নাইজেরিয়ার জলদস্যুরা জাহাজে হামলা চালায়।

তুর্কি গণমাধ্যমের খবর অনুযায়ী জাহাজের ১৯ জনের মধ্যে ১৫ জনকে অপহরণ করা হয়েছে এবং জলদস্যুদের হামলায় আজারবাইজানের ইঞ্জিনিয়ার ফরমান ইসমাইলভ নিহত হন।

নাইজেরিয়া এবং গিনি উপকূলে জলদস্যুদের হামলা অনেকটা সাধারণ ব্যাপার। এসব জলদস্যু জাহাজে হামলা চালিয়ে নাবিকদেরকে অপহরণ করে এবং মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয়।#

পার্সটুডে/এসআইবি/২৪