ইসরাইলি সম্পৃক্ততার কথা আমেরিকাই ফাঁস করে থাকতে পারে: ইসরাইলি সাবেক উপদেষ্টা
-
ইয়াকুব আমিদ্রোর
দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সাবেক উপদেষ্টা ইয়াকুব আমিদ্রোর বলেছেন, ইসরাইলের বড় ধরণের ক্ষতি করার সক্ষমতা ইরানের রয়েছে। ইসরাইলি দৈনিক 'টাইমস অব ইসরাইল' এ তথ্য জানিয়েছে।
পত্রিকাটি লিখেছে, নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে নাশকতার বিষয়ে ইসরাইলের জড়িত থাকার তথ্য আমেরিকানরাই ফাঁস করে থাকতে পারে বলে ধারণা করছেন এই নিরাপত্তা কর্মকর্তা।
আমিদ্রোর বলেছেন, আমেরিকানরা এর আগেও এ ধরণের তথ্য ফাঁস করেছে। তাদের এই কাজ করার কারণ হলো ক্ষতিগ্রস্ত পক্ষ যাতে এক মুহূর্তের জন্যও না ভাবে যে, এটা আমেরিকার কাজ হতে পারে।
ইসরাইলি এই কর্মকর্তা ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক তৎপরতার মোকাবেলায় মার্কিন প্রশাসনের সহযোগিতা গ্রহণের ওপর জোর দেন। তবে ইরানের প্রতিক্রিয়া কোন পর্যায়ের হবে তার উপর সহযোগিতার ধরণ নির্ভর করবে বলে তিনি মন্তব্য করেন।
এর আগে জেরুজালেম পোস্ট এক খবরে পরোক্ষভাবে এই ইঙ্গিত করেছিল যে, মোসাদ ইরানের পারমাণবিক কেন্দ্রে নাশকতায় জড়িত থাকতে পারে। নাতাঞ্জে সন্ত্রাসী হামলার পর ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুই মাস পর আগামী রোববার নিরাপত্তা বিষয়ক মন্ত্রীদের বৈঠক ডেকেছেন।
গত সোমবার ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে নাশকতার ঘটনা ঘটেছে। এর পেছনে ইসরাইল রয়েছে বলে দাবি করে ইরান বলেছে, সময় মতো প্রতিশোধ নেয়া হবে।#
পার্সটুডে/এসএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।