ট্রাম্পের নিষেধাজ্ঞা থেকে আমেরিকা কিছুই পায় নি: সিনেটর মারফি
https://parstoday.ir/bn/news/world-i91312-ট্রাম্পের_নিষেধাজ্ঞা_থেকে_আমেরিকা_কিছুই_পায়_নি_সিনেটর_মারফি
মার্কিন ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস মারফি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা থেকে আমেরিকা কিছুই পায় নি। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৮, ২০২১ ১৩:১৮ Asia/Dhaka
  • সিনেটর ক্রিস মারফি
    সিনেটর ক্রিস মারফি

মার্কিন ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস মারফি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা থেকে আমেরিকা কিছুই পায় নি। 

২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে আমেরিকাকে বের করে নেন এবং ইরানের বিরুদ্ধে নিষধাজ্ঞা পুনর্বহাল করেন। শুধু তাই নয়, তিনি ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ  করতে গিয়ে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই পরমাণু সমঝোতায় ফিরে আসার কথা বলছেন।  

এ নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা চলছে। ঠিক সে সময় সিনেটের ক্রিস মারফি একথা বললেন। 

ডোনাল্ড ট্রাম্পের একতরফা পদক্ষেপের জবাবে ইরানও পরমাণু সমঝোতার কয়েকটি ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়। এর আওতায় ইরান কোনরকম সীমাবদ্ধতা ছাড়াই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। সম্প্রতি তেহরান ঘোষণা যে, তারা ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে।#

পার্সটুডে/এসআইবি/৮