কাবুলে স্কুল ভবনের পাশে বোমা বিস্ফোরণ; নিহত অন্তত ৩০
https://parstoday.ir/bn/news/world-i91360-কাবুলে_স্কুল_ভবনের_পাশে_বোমা_বিস্ফোরণ_নিহত_অন্তত_৩০
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল ভবনের পাশে ভয়াবহ বোমা হামলায় ৩০ জনের বেশি নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ০৯, ২০২১ ০৪:৫৬ Asia/Dhaka
  • গতকালের বোমা বিস্ফোরণে নিহতদের কয়েকজন
    গতকালের বোমা বিস্ফোরণে নিহতদের কয়েকজন

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল ভবনের পাশে ভয়াবহ বোমা হামলায় ৩০ জনের বেশি নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।

কাবুলের শিয়া অধ্যুষিত দাশতে বারচি এলাকায় গতকাল (শনিবার) এই হামলা হয়। এলাকাটি রাজধানী কাবুলের পশ্চিমে অবস্থিত। 

বোমা বিস্ফোরণে যেসব ব্যক্তি নিহত হয়েছেন তাদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী। আহতদের অনেকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান এসব তথ্য জানিয়েছেন।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি বোমা হামলার জন্য তালেবানকে  দায়ী করেছেন তবে তালেবান তা প্রত্যাখ্যান করেছে। 

আফগানিস্তান থেকে যখন মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে তখন এই বোমা হামলার ঘটনা ঘটলো। মার্কিন সেনা প্রত্যাহারকে কেন্দ্র করে রাজধানী কাবুল উচ্চ সতর্কতায় রয়েছে।# 

পার্সটুডে/এসআইবি/৯