নাইজেরিয়ায় বিমান দুর্ঘটনায় সেনাপ্রধানসহ ১১ জন নিহত
-
লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু
বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু। গতকাল শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্য কাদুনায় এ দুর্ঘটনা ঘটে।
সেনাবাহিনী বলেছে,খারাপ আবহাওয়ার মধ্যে উড়োজাহাজটি অবতরণের চেষ্টা করেছিল। এতে ক্রুসহ আরও ১০ জন নিহত হয়েছেন। সেনাপ্রধান জেনারেল আত্তাহিরুর বয়স ৫৪ বছর। এ বছরের জানুয়ারিতে সেনাপ্রধান হয়েছেন তিনি।
দেশটিতে জঙ্গি মোকাবিলায় সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে,তারই অংশ হিসেবে আত্তাহিরুকে সেনাপ্রধান করা হয়।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। তিনি এক টুইট বার্তায় লিখেছেন,সেনাবাহিনী যখন নাইজেরিয়ার নিরাপত্তাঝুঁকি নিরসনের পথে, তখন এ ঘটনা আমাদের ওপর মারাত্মক আঘাত।
নাইজেরিয়ার বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, এ বিষয়ে তদন্ত চলছে।#
পার্সটুডে/এসএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।