চীনের দম্পতিরা এবার ৩ সন্তানও নিতে পারবে
https://parstoday.ir/bn/news/world-i92446-চীনের_দম্পতিরা_এবার_৩_সন্তানও_নিতে_পারবে
এখন থেকে চীনের দম্পতিরা তিনটি পর্যন্ত সন্তান নিতে পারবেন। চীন এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর এক বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং এই পরিবর্তন অনুমোদন করেছেন বলে বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মে ৩১, ২০২১ ২০:২৬ Asia/Dhaka
  • চীনের দম্পতিরা এবার ৩ সন্তানও নিতে পারবে

এখন থেকে চীনের দম্পতিরা তিনটি পর্যন্ত সন্তান নিতে পারবেন। চীন এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর এক বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং এই পরিবর্তন অনুমোদন করেছেন বলে বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।

চীন সরকার দেশটিতে আদমশুমারি চালিয়ে জানতে পেরেছে, দ্রুত দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। এরপর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের প্রথমদিকে চীনের আদমশুমারির ফলাফল প্রকাশিত হয়।

তাতে দেখা যায়, গত বছর দেশটিতে প্রায় এক কোটি ২০ লাখ শিশুর জন্ম হয়েছে আর ২০১৬ সালে জন্ম হয়েছে এক কোটি ৮০ লাখ শিশুর।

১৯৬০ এর দশকের পর থেকে চীনে শিশু জন্মের এবারের হার সবচেয়ে কম। এ থেকেই ধারণা করা হচ্ছিল চীন তাদের পরিবার পরিকল্পনা নীতি আরও শিথিল করতে পারে।

২০১৬ সালে দেশটির সরকার তাদের এক সন্তান নীতি থেকে সরে দম্পতিদের দুই সন্তান নেওয়ার অনুমতি দিয়েছিল। এরপর টানা দুই বছর জন্মহার বাড়লেও পরে ফের তা কমতে শুরু করায় জন্মহার হ্রাস করা ঠেকাতে সরকারের নেওয়া পদক্ষেপের ব্যর্থতা স্পষ্ট হয়।

১৯৭৯ সালে জনসংখ্যা বৃদ্ধির লাগাম টেনে ধরার লক্ষ্যে চীনে ‘এক সন্তান নীতি’ চালু করা হয়েছিল। #

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।