ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই কৃষ্ণসাগরে সামরিক মহড়া চালাল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i94028-ন্যাটোর_সঙ্গে_উত্তেজনার_মধ্যেই_কৃষ্ণসাগরে_সামরিক_মহড়া_চালাল_রাশিয়া
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ও ইউক্রেনের সঙ্গে উত্তেজনা বাড়ার একই সময়ে কৃষ্ণসাগরে নৌ মহড়া চালিয়েছে রাশিয়া। কৃষ্ণসাগরে মোতায়েন রুশ নৌবহরের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বৃহস্পতিবার এ খবর দিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ০২, ২০২১ ১১:১৯ Asia/Dhaka

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ও ইউক্রেনের সঙ্গে উত্তেজনা বাড়ার একই সময়ে কৃষ্ণসাগরে নৌ মহড়া চালিয়েছে রাশিয়া। কৃষ্ণসাগরে মোতায়েন রুশ নৌবহরের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, রাশিয়ার যুদ্ধজাহাজগুলো কৃষ্ণসাগরে তাজা গুলি ব্যবহার করে মহড়া চালিয়েছে। এ সময় রাশিয়ার দু’টি বিশাল যুদ্ধজাহাজ থেকে সাগর অভিমুখে ও আকাশে গোলা নিক্ষেপ করা হয়। ক্রিমিয়া উপত্যকায় রাশিয়া তার নয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানোর পর এ নৌ মহড়া চালানো হলো।

রাশিয়া এমন সময় এ সামরিক অনুশীলন করল যখন আমেরিকা তার ন্যাটো মিত্র দেশগুলোকে নিয়ে এই কৃষ্ণসাগরে সামরিক মহড়া শুরু করেছে। ‘সি ব্রিজ-২০২২১’ নামের এই মহড়ায় ন্যাটোভুক্ত দেশগুলোর প্রায় ৫,০০০ সেনা অংশ নিচ্ছে এবং এ মহড়া চলবে দু’সপ্তাহ ধরে।

ন্যাটোর মহড়া শুরু করার আগেই এটি না চালানোর আহ্বান জানিয়েছিল রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কৃষ্ণসাগর থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রাশিয়ার জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে কঠোর প্রতিক্রিয়া দেখাবে মস্কো।

ওই হুঁশিয়ারি উপেক্ষা করে জোট ন্যাটো ঘোষণা করেছে, রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও কৃষ্ণসাগরে সামরিক উপস্থিতি বজায় রাখবে এ জোট। মধ্য এশিয়া ও দক্ষিণ ককেশাস বিষয়ক ন্যাটোর বিশেষ প্রতিনিধি জেমস অ্যাপাথুরাই এ ঘোষণা দিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।