সৈন্য স্থানান্তরের অর্থ তালেবানের হাতে জেলার পতন নয়: কাবুল
https://parstoday.ir/bn/news/world-i94158-সৈন্য_স্থানান্তরের_অর্থ_তালেবানের_হাতে_জেলার_পতন_নয়_কাবুল
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক অ্যারিয়ান বলেছেন, নিরাপত্তা বাহিনীকে এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে নেয়ার অর্থ তালেবানের হাতে বিভিন্ন জেলার পতন নয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ০৫, ২০২১ ১০:৪৭ Asia/Dhaka
  • আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক অ্যারিয়ান
    আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক অ্যারিয়ান

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক অ্যারিয়ান বলেছেন, নিরাপত্তা বাহিনীকে এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে নেয়ার অর্থ তালেবানের হাতে বিভিন্ন জেলার পতন নয়।

তিনি রোববার গণমাধ্যমকে বলেছেন, নতুন নতুন জেলা দখলের যে দাবি তালেবান করে যাচ্ছে তা সঠিক নয় বরং আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে এক জেলা থেকে অন্য জেলায় সরিয়ে নেয়া হচ্ছে মাত্র। তিনি একে ‘কৌশলগত পশ্চাদপসরণ’ বলে দাবি করেন।

অ্যারিয়ান বলেন, একটি জেলাও দখলে রাখার সামর্থ্য তালেবানের নেই। যেসব জেলায় তালেবান নিজেদের শক্তি প্রদর্শন করেছে তা সাময়িক এবং তাদেরকে অবশ্যই এসব জেলার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে।

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ার একই সময়ে দেশটিতে তালেবানের হামলা নজিরবিহীনভাবে বেড়ে গেছে। দেশের বিভিন্ন স্থানে তালেবানের হাতে একের পর এক জেলার পতন হচ্ছে।অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই এ ঘটনা ঘটছে স্থানীয় গোত্রীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় বিনা রক্তপাতে। সরকারি বাহিনী হয় নিজেদের অবস্থান থেকে সরে যাচ্ছে অথবা তালেবানের কাছে আত্মসমর্পন করছে।

আফগান সরকার তালেবানের হাতে জেলাগুলোর পতনকে ‘কৌশলগত পশ্চাদপসরণ’ বলে দাবি করলেও তালেবান এরইমধ্যে দেশটির ৪০০ জেলার মধ্যে ১৭৬টি জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।