ঈদের ছুটিতে তালেবান প্রস্তুত অবস্থায় রয়েছে: জবিউল্লাহ মুজাহিদ
পবিত্র ঈদুল আজহার ছুটিতে তালেবান যুদ্ধ করছে না তবে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন এই গোষ্ঠীর মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন।
মুজাহিদ বলেন, তালেবান যুদ্ধবিরতি ঘোষণা করেনি তবে ঈদের ছুটির দিনগুলোতে তালেবান সদস্যরা আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের হামলার শিকার হলে তারা তাৎক্ষণিকভাবে জবাব দিতে প্রস্তুত রয়েছে।
গত মঙ্গলবার থেকে আফগানিস্তানে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে এবং তা চলবে আগামী শনিবার পর্যন্ত।
বিগত বছরগুলোর মতো ঈদুল আজহা উপলক্ষে এ বছর যুদ্ধবিরতি ঘোষিত না হলেও মঙ্গলবার ঈদের দিন আফগানিস্তানে শান্ত অবস্থা বিরাজ করেছে এবং বুধবারও সারাদেশ মোটামুটি শান্ত ছিল।
প্রায় দু’মাস আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে দেশটির বিভিন্ন অংশে তালেবান হামলা জোরদার হয়েছে।আফগানিস্তানের বিশাল এলাকা বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।#
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।