পোল্যান্ড-ইসরাইল দ্বন্দ্ব
তেল আবিব থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠালো ওয়ারশ
-
পোল্যান্ডের ওপর মার্কিন সরকারের চাপ সৃষ্টির প্রতিবাদে আমেরিকার দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে তেল আবিবে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে পোল্যান্ড।
গতকাল (সোমবার) পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলে নিযুক্ত রাষ্ট্রদূত মারেক ম্যাগিরোস্কিকে তেল আবিবে না গিয়ে দেশে অবস্থান করতে বলা হয়েছে। বর্তমানে ম্যাগিরোস্কি পোল্যান্ডে ছুটিতে রয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ম্যাগিরোস্কি এখন ইসরাইল ফিরবেন না।
বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলকে জানিয়েছে যে, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত রাষ্ট্রদূত ম্যাগিরোস্কি তেল আবিব যাবেন না। ইসরাইলের সাম্প্রতিক অন্যায় পদক্ষেপের জবাবে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া, পোল্যান্ডের সাথে তেল আবিব কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে ভিত্তিহীন এবং ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ যে বিবৃতি দিয়েছেন তাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, এই মুহূর্তে দূতাবাসের একজন কর্মী অস্থায়ীভাবে মিশনের কাজকর্ম চালিয়ে নেবেন এবং তেল আবিবে পোল্যান্ডের কূটনীতিক প্রতিনিধিত্বের ব্যাপারে আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
গত শনিবার পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা একটি আইনে সই করেছেন যাতে বলা হয়েছে- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি বাহিনী এবং পরবর্তীতে কমিউনিস্ট শাসকরা যে সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করেছিল তা ফেরত দেয়ার সময়সীমা ৩০ বছর করা হয়েছে।
পোলিশ সরকার বলছে, এই সিদ্ধান্ত সম্পদের দাবিদারদের আইনগত অবস্থানকে শক্তিশালী করবে কিন্তু ইসরাইল বলছে, এটি ইহুদি নিধনযজ্ঞ থেকে বেঁচে যাওয়া লোকজন এবং তাদের পরিবারের প্রতি অবিচার।
গত শনিবার আইনটি পাসের পর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ বলেছিলেন, এটি অন্যায় এবং ইহুদি-বিরোধী আইন। এছাড়া, পোল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফেরত নিয়েছে তেল আবিব।#
পার্সটুডে/এসআইবি/১৭