হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আমেরিকার ৫ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i96916
আমেরিকার স্যান দিয়াগো উপকূলে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচ সেনা নিহত হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় সী-হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও সেনাদের মৃত্যুর খবর গোপন রাখা হয়।  
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২১ ১০:৫৩ Asia/Dhaka
  • সী-হক হেলিকপ্টার (ফাইল ফটো)
    সী-হক হেলিকপ্টার (ফাইল ফটো)

আমেরিকার স্যান দিয়াগো উপকূলে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচ সেনা নিহত হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় সী-হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও সেনাদের মৃত্যুর খবর গোপন রাখা হয়।  

সেসময় পাঁচ নৌসেনার আহত ও নিখোঁজ হওয়ার খবর প্রচার করে মার্কিন সামরিক বাহিনী। তিনদিন খোঁজাখুজির পর বৃহস্পতিবার শেষ নাগাদ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এখনো নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হয় নি। পাশাপাশি হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণও প্রকাশ করে নি মার্কিন কর্তৃপক্ষ।

আমেরিকা থেকে প্রকাশিত মিলিটারি ডট কম ম্যাগাজিন জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী যুদ্ধজাহাজের কাছে হেলিকপ্টারটি বিধ্স্ত হয়। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার সময় জানানো হয় যে, হেলিকপ্টারটি বিধ্স্ত হওয়ার পরপরই মাত্র এক সেনাকে উদ্ধার করা হয়, বাকি পাঁচজন নিখোঁজ রয়েছে। এরপর থেকে এ পর্যন্ত দুর্ঘটনা সম্পর্কে আর কিছু জানানো হয় নি।

মিলিটারি ডট কমের খবরে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর মুখপাত্র হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানাতে অস্বীকার করেছেন।#

পার্সটুডে/এসআইবি/৫