বিশ্বকাপ বাছাইপর্ব
কোয়ারেন্টিন নিয়ে নজিরবিহীন ঘটনার পর ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ স্থগিত
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চার খেলোয়াড়ের বিরুদ্ধে কোয়ারেন্টিনের নিয়ম ভাঙার অভিযোগে ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের আপত্তির মুখে মাঝপথেই বন্ধ হয়ে গেছে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার লড়াই। পরে লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্তা সংস্থা কনমেবল এক টুইটে জানিয়েছে, ম্যাচ রেফারি স্থগিত করে দিয়েছে ফিফা আয়োজিত বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচ।
টুইটে বলা হয়েছে, “ম্যাচ রেফারি ও ম্যাচ কমিশনার ফিফার শৃঙ্খলা কমিটির কাছে এ নিয়ে প্রতিবেদন দেবে। তার উপর ভিত্তি করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। এই প্রক্রিয়া বর্তমান নিয়ম দৃঢ়ভাবে অনুসরণ করেই এগোবে।”
ম্যাচের আগেই ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সি (আনভিসা) জানায়, কিছু ব্যতিক্রম ছাড়া অ-ব্রাজিলিয়দের জন্য ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা ভারত থেকে ব্রাজিলে প্রবেশ নিষিদ্ধ। যাদের ছাড় দেওয়া হয়েছে, তাদের অবশ্যই (ব্রাজিলে) আসার সময় কর্তৃপক্ষকে অবগত করতে হবে এবং ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
“যারা কারাকাস (ভেনিজুয়েলা) থেকে গুয়ারুলোসের একটি ফ্লাইটে ব্রাজিলে এসেছে, সেই খেলোয়াড়রাই প্রশ্নের মুখে রয়েছে। বিধিনিষেধের আওতায় থাকা চারটি দেশ থেকে আসা এই খেলোয়াড়রা কোথাও শেষ ১৪ দিন কোয়ারেন্টিনে থাকেনি।”
রোববার রাতে ব্রাজিলের সাও পাওলোতে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল। স্থগিত হওয়ার আগ পর্যন্ত গোলশূন্যভাবে চলছিল ম্যাচটি। তবে ঘটনা সেখানেই থেমে থাকেনি। স্বাস্থ্য অধিদপ্তেরের এক লোক মাঠের মাঝে অবস্থান করলে তাকে সেখান থেকে বের হতে বলেন আর্জেন্টিনার আকুনা। এ কথা ক্ষেপে যান সে কর্মকর্তা। পরে ওতামেন্দিও সেখানে যোগ দেন। এক পর্যায়ে হাতাহাতি হয় দুই পক্ষের মধ্যে।
ম্যাচের এ পরিস্থিতিতে লিওনেল মেসি, নেইমার ও ব্রাজিলিয়ান কোচ তিতে তাৎক্ষণিক আলোচনা করে এ পরিস্থিতিতে ম্যাচ না চালানোর সিদ্ধান্ত নেন। পরে কনমেবল থেকে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হয়।
শুরুর কয়েক মিনিটের মাথায় ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের আপত্তির মুখে ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রধান ক্লাওদিয়ো তাপিয়া। তিনি বলেন, “আজ যা ঘটেছে তা ফুটবলের জন্য খুব দুর্ভাগ্যজনক। খেলাটির ভাবমূর্তির জন্য এটি খুবই খারাপ হলো। চার জন মানুষ একটি নোটিশ দিতে খেলার বিঘ্ন ঘটাল এবং কনমেবল খেলোয়াড়দের লকার রুমে চলে যেতে বলল।”

“কেউ কোনো মিথ্যে বলতে পারবে না। কারণ, স্বাস্থ্য নিয়ে আইন রয়েছে যার অধীনে লাতিন আমেরিকার টুর্নামেন্টগুলোর খেলা হয়। প্রতিটি দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ এই প্রটোকল অনুমোদন করে আর এটি পুরোপুরি মেনে চলেছি।”
আপাতত খেলোয়াড়দের ব্রাজিল থেকে বের করে আনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তাপিয়া।
“এই মুহূর্তে খেলোয়াড়দের দেশে ফিরিয়ে আনাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ওদের আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে আমরা চার্টার ফ্লাইটের সময় এগিয়ে নিয়ে এসেছি।”
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ভীষণ হতাশা প্রকাশ করে বলেন, "কী ঘটেছে দেশবাসীকে জানাতে আমি এখানে এসেছি। এটা আমাকে খুব ব্যথিত করছে। আমি কাউকে দোষারোপ করতে আসিনি। তবে যদি কিছু ঘটেও থাকে সেটার জন্য বিঘ্ন ঘটানোর সময় এটা ছিল না।”
“এটা সবার জন্য একটা উৎসবের ক্ষেত্র হওয়া উচিত ছিল। বিশ্বের সেরা খেলোয়াড়দের খেলা উপভোগ করার কথা ছিল। আমি চাই আর্জেন্টাইনরা যেন বুঝতে পারে, কোচ হিসেবে নিজের খেলোয়াড়দের রক্ষা আমাকে করতেই হবে।”
সফরকারী কোচের দাবি, আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার লিগে খেলা চার ফুটবলারের ব্রাজিল ম্যাচে খেলা নিয়ে আপত্তির কথা তাদের কেউ জানায়নি।
“কোনো সময়েই আমাদের জানানো হয়নি, এরা খেলতে পারবে না। আমরা ম্যাচটা খেলতে চেয়েছিলাম, ব্রাজিলিয় ফুটবলাররাও।”
কাতার বিশ্বকাপের বাছাই পর্বে বর্তমানে সাত ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে রয়েছে ব্রাজিল। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে আর্জেন্টিনা।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।