আফগানিস্তানে বেসামরিক মানুষ হত্যার আন্তর্জাতিক তদন্ত চাইলেন ইলহান ওমর
(last modified Sun, 19 Sep 2021 12:37:19 GMT )
সেপ্টেম্বর ১৯, ২০২১ ১৮:৩৭ Asia/Dhaka
  • ইলহান ওমর
    ইলহান ওমর

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমর আফগানিস্তানে বেসামরিক মানুষ হত্যার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, গত দুই দশকে মার্কিন গোপন ড্রোন হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত জরুরি। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

তিনি এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের ওপর জোর দেন।

আফগানিস্তান ছাড়ার আগে কাবুলে ড্রোন হামলা চালিয়ে ১১ বেসামরিক মানুষ হত্যার কথা আমেরিকা স্বীকার করার পর তিনি এসব মন্তব্য করলেন।

ইলহান ওমর বলেন, কাবুলে ড্রোন হামলায় নিহতদের পরিবারের প্রতি আমরা ঋণী। আমরা যে অপরাধ করেছি তা স্বীকার করে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে এ বিষয়ে আন্তর্জাতিক তদন্ত চালাতে হবে।

গত ২৯ আগস্ট কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় ১১ বেসামরিক ব্যক্তি নিহত হন যার মধ্যে সাতটি শিশু ছিল।

প্রথমে নিহতদের জঙ্গি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মার্কিন বাহিনী। কিন্তু হামলার পরপরই প্রকাশ হয়ে পড়ে যে, নিহতেরা বেসামরিক মানুষ। তাদের জঙ্গি সংশ্লিষ্টতা ছিল না।

এরপর আমেরিকা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে, জঙ্গি নয় বেসামরিক মানুষ হত্যা করেছে তারা।#

 পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।