তাজিকিস্তানে ১৪৩ আফগান পাইলট গ্রেপ্তার; সঙ্গে ছিল ১৬ বিমান
https://parstoday.ir/bn/news/world-i97766-তাজিকিস্তানে_১৪৩_আফগান_পাইলট_গ্রেপ্তার_সঙ্গে_ছিল_১৬_বিমান
আফগানিস্তানের ১৪৩ জন পাইলটকে গ্রেপ্তার করেছে তাজিকিস্তান। এসব পাইলট গত আগস্টে তালেবানের ভয়ে আফগানিস্তান থেকে পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছিল।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২১ ১৫:৩৮ Asia/Dhaka
  • আফগান পাইলট (প্রতীকী ছবি)
    আফগান পাইলট (প্রতীকী ছবি)

আফগানিস্তানের ১৪৩ জন পাইলটকে গ্রেপ্তার করেছে তাজিকিস্তান। এসব পাইলট গত আগস্টে তালেবানের ভয়ে আফগানিস্তান থেকে পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছিল।

তাদের আশঙ্কা ছিল তালেবান ক্ষমতা নেয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণকারী পাইলটদের ওপর প্রতিশোধ নেবে। এসব পাইলট ১৬টি বিমান তাদের সঙ্গে নিয়ে গেছে।

তাজিকিস্তান সরকার বলেছে, রাজধানী দোশাম্বের অদূরে পার্বত্য অঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে পাইলটদেরকে আটক করা হয়েছে। তাদেরকে আমেরিকায় পাঠানো হবে।

তবে একজন পাইলট বলেছেন, তাদেরকে কোথায় পাঠানো হবে সে বিষয়ে তারা নিশ্চিত নন। তারা উদ্বেগের মধ্যে রয়েছেন।

আফগানিস্তানের প্রতিবেশী দেশ তাজিকিস্তানেও বহু আফগান শরণার্থী রয়েছে। তাজিক সরকারের দাবি তারা গত ১৫ বছরে ১৫ হাজার আফগানকে আশ্রয় দিয়েছে।#   

 পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।