ইরান থেকে মানবিক সহায়তার দ্বিতীয় চালান পাঠানো হলো আফগানিস্তানে
https://parstoday.ir/bn/news/world-i97850-ইরান_থেকে_মানবিক_সহায়তার_দ্বিতীয়_চালান_পাঠানো_হলো_আফগানিস্তানে
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আফগানিস্তানের জন্য পাঠানো মানবিক সহায়তার দ্বিতীয় চালান রাজধানী কাবুলে পৌঁছেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১১:১৩ Asia/Dhaka
  • ইরানি মানবিক সহায়তা
    ইরানি মানবিক সহায়তা

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আফগানিস্তানের জন্য পাঠানো মানবিক সহায়তার দ্বিতীয় চালান রাজধানী কাবুলে পৌঁছেছে।

গতকাল (শনিবার) একটি কার্গো বিমানে করে ইরানের এই মানবিক সহায়তা আফগানিস্তানে নেয়া হয়। তালেবান গেরিলারা আফগানিস্তানের ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর এ নিয়ে দ্বিতীয় দফা মানবিক সহায়তা পাঠালো ইরান। মানবিক সহায়তার মধ্যে রয়েছে চাল, তেল এবং অন্যান্য খাদ্যদ্রব্য।

গত সপ্তাহে মানবিক সহায়তার প্রথম চালান নিয়ে ইরানের একটি বিমান রাজধানী কাবুলে পৌঁছায়। মানবিক সহায়তায় প্রথম চালানে ছিল খাদ্য ও ওষুধ

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সাম্প্রতিক এক জরিপ অনুসারে, বর্তমানে মাত্র শতকরা পাঁচ ভাগ আফগান নাগরিকের জন্য পর্যাপ্ত খাদ্য-সামগ্রীর ব্যবস্থা আছে

সংস্থার প্রধান অর্থনৈতিক কর্মকর্তা আরিফ হোসেন জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে আফগানিস্তানের শতকরা ৫০ ভাগ মানুষ একবেলা খাদ্য খাচ্ছে।#

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।