‘পরমাণু প্রশ্নে আমেরিকার কেন এই দ্বৈত অবস্থান?’
https://parstoday.ir/bn/news/world-i98610-পরমাণু_প্রশ্নে_আমেরিকার_কেন_এই_দ্বৈত_অবস্থান_’
ইউরোপীয় সংসদের একজন স্বতন্ত্র সদস্য পরমাণু ইস্যুতে মার্কিন সরকারের দ্বৈত অবস্থানের সমালোচনা করেছেন। মিক ওয়ালেস নামের এ সংসদ সদস্য বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ৩.৬৭-এর চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দিতে চায় না আমেরিকা কিন্তু তারা কীভাবে অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণের জন্য উঁচু মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেবে?
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৪, ২০২১ ১৩:০৫ Asia/Dhaka
  • পরমাণু শক্তিচালিত সাবমেরিন
    পরমাণু শক্তিচালিত সাবমেরিন

ইউরোপীয় সংসদের একজন স্বতন্ত্র সদস্য পরমাণু ইস্যুতে মার্কিন সরকারের দ্বৈত অবস্থানের সমালোচনা করেছেন। মিক ওয়ালেস নামের এ সংসদ সদস্য বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ৩.৬৭-এর চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দিতে চায় না আমেরিকা কিন্তু তারা কীভাবে অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণের জন্য উঁচু মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেবে?

মিক ওয়ালেস বলেন, সাবমেরিনের জন্য জ্বালানি হিসেবে আমেরিকা অস্ট্রেলিয়াকে যে সমৃদ্ধ ইউরেনিয়াম দেবে তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যায়। অকাস নামে এক চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন বানানোর প্রযুক্তি দিচ্ছে আমেরিকা ও ব্রিটেন। এ নিয়ে প্রশ্ন তুলে মিক ওয়ালেস এক টুইটার পোস্টে বলেন, পরমাণু সাবমেরিন তৈরির জন্য আমেরিকা কীভাবে অস্ট্রেলিয়াকে সাহায্য করতে পারে?

মিক ওয়ালেস

আয়ারল্যান্ডের এ রাজনীতিবিদ বলেন, আমেরিকার এই পদক্ষেপের মধ্যদিয়ে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি লঙ্ঘন হবে। আন্তর্জাতিক আইন মেনে চলার কথা বললেও আমেরিকা ও তার মিত্ররা নিজেদের সুবিধামতো আইনের প্রয়োগ করছে।#  

পার্সটুডে/এসআইবি/১৪