কথাবার্তা
মারিউপোলে ভয়াবহ যুদ্ধ চলছে, রাশিয়া জানাল কখন পরমাণু হামলা চালাবে...
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ মার্চ বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- ডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কার বাংলাদেশি বিজ্ঞানীদের-প্রথম আলো
- অস্তিত্ব সংকটে পড়লেই পরমাণু হামলা চালাবে রাশিয়া: পেসকভ-মানবজমিন
- ইউক্রেনে পুতিনের অভিযান, বলির পাঁঠা ইমরান খান-ইত্তেফাক
- আবারও রুশ যুদ্ধবিমানের পাইলটদের প্রতি জেলেনস্কির হুঁশিয়ারি-বাংলাদেশ প্রতিদিন
- যারা ঘুস দেয়, তাদের জায়গা জাহান্নামে: অর্থমন্ত্রী-যুগান্তর
- বাংলাদেশের বাতাস সবচেয়ে দূষিত-কালের কণ্ঠ
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- রামপুরহাট কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ হাই কোর্টের, আজই শুনানি -সংবাদ প্রতিদিন
- মমতাকে পাল্টা চিঠি, সিটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রাজ্যপালের- আজকাল
- অন্যায় হয়েছে বগটুইয়ে, দোষীরা ছাড় পাবে না, বললেন মুখ্যমন্ত্রী, বিজেপি-কে আক্রমণও- আনন্দবাজার পত্রিকা
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বিশ্বের নজর প্রতিটি ক্ষণ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দিকে। আর এসব খবরই বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর প্রধান খবর। এ সম্পর্কে ইত্তেফাকে লেখা হয়েছে, মারিউপোলে কিছুই অবশিষ্ট নেই বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। খারকিভ, মারিউপোলে ভয়াবহ যুদ্ধ চলছে,১০ হাসপাতাল ধ্বংস,অন্যত্র ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। সেখানে আটকে আছে এক লাখ ইউক্রেনিয়। তিনি আরও দাবি করেছেন ইউক্রেনকে ব্যবহার করে ইউরোপে প্রবেশ করবে রুশ সেনারা। এদিকে, ইইউ বলেছে, দুর্ভিক্ষের শঙ্কা বাড়িয়ে দিয়েছে ইউক্রিন ইস্যু। অপর এক খবরে বলা হয়েছে, ইউনিসেফের বক্তব্য এমন- প্রতি সেকেন্ডে একজন ইউক্রিনীয় শিশু শরণার্থী হচ্ছে। মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে আজ সোমবার (২১ মার্চ) তলব করেছে রাশিয়া। তারা বলেছে'বাইডেনের কারণে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক ধ্বংসের দ্বারপ্রান্তে'পৌঁছে গেছে।

মানবজমিনের খবরে লেখা হয়েছে, ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার পরমাণু বোমা হামলার আশঙ্কা নিয়ে জোরদার আলোচনা চলছে। এবার রাশিয়া নিজেই জানিয়ে দিলো তারা কোন পরিস্থিতিতে এই বোমা ব্যবহার করবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অস্তিত্বগত সংকটে পড়লেই কেবল রাশিয়া এই মারণাস্ত্র ব্যবহার করবে। এ খবর দিয়েছে আল-জাজিরা। এদিকে, রাশিয়া যুদ্ধে জয় পাবে না জানিয়ে শান্তি আলোচনার তাগিদ দিলেন জাতিসংঘ মহাসচিব । তিনি বলেন ইউক্রেনে রাশিয়া অযৌক্তিক যুদ্ধ করছে। যুগান্তরের খবর যুক্তরাষ্ট্রের দাবি ইউক্রেনে ১০ শতাংশ রুশ সেনা নিহত।
যারা ঘুস দেয়, তাদের জায়গা জাহান্নামে: অর্থমন্ত্রী-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, যারা ঘুস দেয়, তাদের জায়গা জাহান্নামে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুল্ক ও কর কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনারা ঘুস দিচ্ছেন কেন? আপনাদের কাছে অনুরোধ, ঘুস দেবেন না।’
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আসন্ন বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত পরামর্শক সভায় তিনি এসব মন্তব্য করেন।আগামী (২০২২-২৩) অর্থবছরের বাজেটেও ব্যবসায়ীরা জিতবেন বলে সভায় মন্তব্য করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘এবারের বাজেটের মূল থিম হচ্ছে ‘উইন উইন সিচুয়েশন (সবার জন্য সমান সুযোগ)’। অর্থাৎ আগামী বাজেটে আপনারা কেউ হারবেন না, জিতবেন।
নির্বাচন কমিশন এবং নির্বাচন সম্পর্কিত যুগান্তরের দুটি খবর এরকম, নির্বাচনকালীন সরকার ও ইভিএমই বড় প্রশ্ন- এশিরোনামের খবরে লেখা হয়েছে, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন কতটা আইন ও বিধি প্রয়োগ করতে পারবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দেশের সুশীলসমাজের স্বনামধন্য কয়েকজন আলোচক। তারা সংলাপে অংশ নিয়ে বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা কঠিন।
২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত দুটি জাতীয় সংসদ নির্বাচনে সেই অভিজ্ঞতা হয়েছে। তাই নির্বাচনকালীন সরকারের আচরণের ওপর নির্ভর করছে আগামী সংসদ নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে। সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে কয়েকজন বক্তা এসব কথা বলেন। তবে সংলাপে অংশ নেওয়া সবাই নিরপেক্ষ থেকে অবাধ সুষ্ঠু নির্বাচনে করার পরামর্শ দিয়েছেন। আস্থা ফেরাতে কাজ দিয়ে নিজেদের প্রমাণ করার ওপর জোর দেন।
এছাড়া সংলাপে বক্তারা ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা, নির্বাচনব্যবস্থার প্রতি আস্থা ফেরানো, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং মোটাদাগে ঐকমত্য ছাড়া ইভিএম ব্যবহার না করার পরামর্শ দেন। নির্বাচনে ধর্মকে ব্যবহার করতে না দেওয়া, সংখ্যালঘু, নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিরাপত্তা বিধান এবং প্রতিবন্ধকতা হলে বর্তমান কমিশনকে প্রয়োজনে পদত্যাগের মতো সিদ্ধান্ত নেওয়ার সাহস রাখার কথা বলেন। তারা বলেন, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে ইসিকে উদ্যোগী হতে হবে। সেই সঙ্গে কমিশনকে কাজ দিয়েই প্রমাণ করতে হবে তারা নিরপেক্ষভাবে ভোটগ্রহণ করবেন। নির্বাচনের সময়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তারা সিইসি ও কমিশনারদের এও স্মরণ করিয়ে দিয়ে বলেন, কমিশনারদের এখন পাওয়ার বা হারানোর কিছু নেই। সেটি বিবেচনায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
তাদের এসব বক্তব্যের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আপনারা ঠিকই বলেছেন, আমাদের হারানোর আর কিছুই নেই। যেই বয়স হয়েছে তাতে প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা আর নেই। আমাদের পাওয়ারও কিছু নেই। আপনাদের পরামর্শ বিবেচনায় নিয়ে জীবনের শেষ প্রান্তে এসে এখন যদি ইতিবাচক কিছু করতে পারি, সবার অংশগ্রহণের নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু করা যায়, তাহলে সেটাই আমাদের সফলতা হতে পারে। শতভাগ সফলতা হয়তো হবে না; কেউ কেউ বলেছেন ৫০-৬০ শতাংশও যদি গ্রহণযোগ্য হয়, তাহলে সেটাও বড় সফলতা।’
সংলাপে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘এই কমিশন, ওই কমিশন কোনো ফ্যাক্টর না। সবই নির্বাচন কমিশন। আমাদের ব্যর্থতা কোথায় ছিল, সেটা দেখতে হবে, যাতে সেই ব্যর্থ্যতা সামনে আর না আসে।’
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবীব খান বলেন, ‘আমাদের মধ্যে দ্বিধাবিভক্তি নেই। সবাই মিলে সহযোগিতা করলে নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।’
আরেক নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, ‘আমার চাওয়ার, পাওয়ার ও হারানোর কিছু নেই। সততা দিয়ে দায়িত্ব পালন করতে চাই।’ দেশের বিশিষ্ট নাগরকিদের সঙ্গে নির্বাচন ভবনে আড়াই ঘণ্টার বেশি সময় এ সংলাপ চলে। এতে সভাপতিত্ব করেন সিইসি নিজেই। সংলাপে দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক অংশ নেন। যদিও ৩৭ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল।প্রসঙ্গত, এর আগে গত ১৩ মার্চ শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসেছিল ইসি। ওই সংলাপে ৩০ জনকে আমন্ত্রণ জানালেও ১৩ জন অংশ নেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ‘যত ভালো ইসি হোক না কেন তার পক্ষে একটি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। যদি নির্বাচনকালীন সময়ে সরকার নিরপেক্ষ না হয়। তাই আমরা এটাতে (সংলাপে) আগ্রহী নই।তিনি বলেন, রাষ্ট্রপতি যখন ইসি গঠনের প্রক্রিয়া শুরু করেন- তখন থেকে আমরা বলেছি নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই।
বাংলাদেশের বাতাস সবচেয়ে দূষিত-কালের কণ্ঠ
বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু বাংলাদেশে! বিশ্বের ১১৭টি দেশ ও অঞ্চলের ছয় হাজার ৪৭৫টি শহরের বায়ুমান পর্যালোচনা করে এই তথ্য উঠে এসেছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার গতকাল মঙ্গলবার ‘বিশ্বের বায়ুর মান প্রতিবেদন-২০২১’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করে। বাংলাদেশের পরে অবস্থানকারী ৯টি দেশ হচ্ছে চাদ, পাকিস্তান, তাজিকিস্তান, ভারত, ওমান, কিরগিজস্তান, বাহরাইন, ইরাক ও নেপাল।প্রতিবছর বাংলাদেশ এই তালিকার প্রথম দিকেই থাকে। দেশভিত্তিক পরিসংখ্যানে শীর্ষ অবস্থানের পাশাপাশি দূষিত রাজধানী শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় স্থানে রয়েছে। এ তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। আইকিউএয়ার ২০১৮ সাল থেকে এই প্রতিবেদন প্রকাশ করে আসছে।
ডায়াবেটিস হওয়ার অনেক কারণ আছে। তবে এবার নতুন একটি কারণ আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা।আজ বুধবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আবিষ্কারের তথ্য তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, গবেষণার মাধ্যমে ডায়াবেটিসের নতুন যে কারণ আবিষ্কার করা হয়েছে, সেটি হলো আইএপি (ইন্টেস্টিনাইল অ্যালকেলাইন ফসফেটাস) কমে যাওয়া। আর আইএপি কমে যাওয়া ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ। আবিষ্কারের এ বিষয় ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায় বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।মূল গবেষক মধু এস মালো সাংবাদিকদের বলেন, গত ৫ বছরে ৩০ থেকে ৬০ বছর বয়সী ৫৭৪ জন মানুষের ওপর গবেষণা করে ডায়াবেটিসের এই নতুন কারণ সম্পর্কে জানা গেছে। গবেষণার ফলাফল ইতিমধ্যে ব্রিটিশ মেডিকেল জার্নালে ছাপা হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত
রামপুরহাট কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ হাই কোর্টের, আজই শুনানি-সংবাদ প্রতিদিন
উপপ্রধান খুন এবং একের পর এক বাড়িতে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ কলকাতা হাই কোর্টের। প্রধান বিচারপতি এই ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ বলে ব্যাখ্যা করেন। বুধবার দুপুর দু’টোয় মামলার শুনানি। এদিকে, এদিন ওই গ্রামে যান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বিমান বসু ও রামচন্দ্র ডোম। নমুনা সংগ্রহ করেন ফরেনসিক আধিকারিকরাও।এদিকে, এই ঘটনার জেরে এখনও থমথমে গোটা বগটুই গ্রাম। নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রায় সকলেই। আতঙ্কে এলাকা ছাড়ছেন গ্রামবাসীরা। তাই প্রায় প্রত্যেকটি বাড়িই তালাবন্ধ।
মমতাকে পাল্টা চিঠি, সিটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রাজ্যপালের- আজকাল/সংবাদ প্রতিদিন
রামপুরহাট কাণ্ড নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে গতকাল চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তারই পালটা চিঠি দিলেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, রামপুরহাট নিয়ে তাঁর বিবৃতিকে অযৌক্তিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি সিটের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দেন ধনকড়। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যসচিবের রিপোর্টও চেয়ে পাঠান তিনি। এরপরই মমতা চিঠি দেন রাজ্যপালকে। বলেন, ‘আপনি যে ধরনের মন্তব্য করেছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সাংবিধানিক পদে থেকেও এই ধরনের মন্তব্য কার্যত অসাংবিধানিক।’ তারই পাল্টা দিয়ে চিঠিতে ধনখড় লিখেছেন, তাঁর বিবৃতির যে ব্যাখ্যা করা হয়েছে, তা সম্পূর্ণ অবাঞ্ছিত। রাজ্যপালের এই চিঠির পর তোপ দেগেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, ‘আগরতলায় যখন হিংসার ঘটনা ঘটে, তখন কোথায় থাকেন রাজ্যপাল? রামপুরহাটের ঘটনা নিয়ে রাজনীতি চলছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩