কথাবার্তা
৮০০ টাকার নৌকা ভাড়া এখন ৫০ হাজার’
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৮ জুন শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- বন্যার এই দুঃসময়ে সরকার পদ্মা সেতু নিয়ে ব্যস্ত : ফখরুল-কালের কণ্ঠ
- যুক্তরাষ্ট্রের মোড়লগিরির শেষ ঘোষণা করলেন পুতিন-মানবজমিন
- সুনামগঞ্জের পর সিলেটও বিদ্যুৎবিচ্ছিন্ন- প্রথম আলো
- সিলেটে ভারি বৃষ্টির পূর্বাভাস, আরও ভয়াবহ পরিস্থিতির শঙ্কা-যুগান্তর
- ৮০০ টাকার নৌকা ভাড়া এখন ৫০ হাজার’-দৈনিক ডেইলি স্টার
ভারতের শিরোনাম:
- হাসপাতালের শয্যা থেকে অগ্নিপথ-বিবৃতি সনিয়ার, শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন-আনন্দবাজার
- বিক্ষোভের মাঝেই বড় ঘোষণা, অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত কেন্দ্রের -দৈনিক আজকাল
-
কাবুলের গুরুদ্বারে জোড়া বিস্ফোরণ, হামলাকারীদের সঙ্গে জোর লড়াই তালিবানের-সংবাদ প্রতিদিন
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
সুনামগঞ্জের পর সিলেটও বিদ্যুৎবিচ্ছিন্ন- প্রথম আলো
সুনামগঞ্জের পর সিলেটও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানির উচ্চতা বাড়ায় বিদ্যুৎ বিতরণের উপকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শনিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এসব কথা জানিয়েছে।
পিডিবির পরিচালক সাইফুল হাসান বলেন, পানির উচ্চতা বাড়ায় সিলেটে বিদ্যুৎ বিতরণের উপকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
সিলেটে বন্যার পানি বেড়ে চলেছে। এখনো অনেক মানুষ পানিতে আটকা পড়ে আছে।এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টার দিকে সিলেটের প্রধান নদী সুরমার কানাইঘাট ও সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছিল। সিলেট নগরের ২৫ থেকে ৩০টি এলাকায় হু হু করে পানি বাড়ছে। নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি এলাকায়।
সিলেটে ভারি বৃষ্টির পূর্বাভাস, আরও ভয়াবহ পরিস্থিতির শঙ্কা-যুগান্তর
সিলেটে বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। এরইমধ্যে সারা দেশেই আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হবে বলে আভাস পাওয়া গেছে। আজ সিলেট ও সুনামগঞ্জ জেলায় রেকর্ড পরিমাণ ২৫০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এতে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের শনিবারের পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (৮৯ মিলিমিটারের চেয়ে বেশি) থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
৮০০ টাকার নৌকা ভাড়া এখন ৫০ হাজার’-দৈনিক ডেইলি স্টার
সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় পানিবন্দি হাজারো মানুষ এখনো উদ্ধারের অপেক্ষায়। কিন্তু মাত্রাতিরিক্ত ভাড়ার কারণে তাদের উদ্ধারের জন্য স্বজনরাও নৌকা নিয়ে তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
আবার কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া দিয়েও নৌকা মিলছে না।
সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বন্যাকবলিত মানুষের স্বজনেরা ভিড় করছেন সিলেট শহরের পার্শ্ববর্তী গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ঘাটে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এই ঘাটে শতাধিক যাত্রীবাহী নৌকা ছাড়াও বালুবাহী নৌকাও বন্যাদুর্গতদের সরিয়ে আনার জন্য কাজ করছে। কিন্তু নৌকার মালিক ও মাঝিরা সব নৌকার ভাড়া অন্তত শতগুণ বাড়িয়ে দিয়েছেন।
সালুটিকর থেকে কোম্পানীগঞ্জের তেলিখাল গ্রামের দূরত্ব ১০ কিলোমিটার। স্বাভাবিক সময়ে এই পথটুকু নৌকায় যেতে ৮'শ থেকে ১ হাজার টাকা খরচ হয়। এখন এই ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে মাঝিরা ভাড়া হাঁকছেন ৫০ হাজার টাকা।
অন্তঃসত্ত্বা স্ত্রীকে গ্রামের বাড়ি থেকে সিলেট শহরে নিয়ে আসতে গিয়ে গতকাল শুক্রবার বিকেলে এমন অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হন মারুফ আহমেদ নামে এক ব্যক্তি। তিনি ৪০ হাজার টাকা পর্যন্ত দিতে রাজি হলেও নৌকার মাঝি রাজি হননি।
যুক্তরাষ্ট্রের মোড়লগিরির শেষ ঘোষণা করলেন পুতিন-মানবজমিন
বিশ্বে যুক্তরাষ্ট্রের একতরফা মোড়লগিরির শেষ ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনোমিক ফোরামে বক্তব্য দেয়ার সময় এ ঘোষণা দেন তিনি। মূলত পশ্চিমা বিশ্বকে আক্রমণ করেই তিনি তার পুরো বক্তব্য চালিয়ে যান। পুতিন বলেন, এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিন শেষ। যখন যুক্তরাষ্ট্র স্নায়ু যুদ্ধে জয় পেয়েছিল, তখন তারা নিজেদের সমগ্র বিশ্বের ঈশ্বর হিসেবে ঘোষণা করেছিল। অথচ, তাদের নিজেদের স্বার্থ নিশ্চিত ছাড়া আর কোনো দায়িত্ব ছিল না। তারা তাদের ওই স্বার্থকে পবিত্র হিসেবে উপস্থাপন করে আসছে। এই একমুখী ‘ট্রাফিকের’ কারণে সমগ্র বিশ্বব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়েছে। গত ৪ মাস ধরে প্রকাশ্যে খুব বেশি ভাষণ দেন না পুতিন। এই সম্মেলনে তাই পুতিন কী বলে তার দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। ভাষণ শুরুর পর সময় নষ্ট না করে সরাসরি তিনি যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলোকে একের পর এক আক্রমণ করতে থাকেন।
বন্যার এই দুঃসময়ে সরকার পদ্মা সেতু নিয়ে ব্যস্ত : ফখরুল-কালের কণ্ঠ
বন্যা দুর্গত মানুষের দিকে না তাকিয়ে সরকার পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব নিয়ে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার দুপুরে রাজধানীর ভাটেরায় ঢাকা উত্তরের কয়েকটি ওয়ার্ড সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, এই দুঃসময়ে, জনগণের কষ্টের সময়ে সরকার ব্যস্ত উৎসব নিয়ে। তারা পদ্মা ব্রিজের উদ্বোধন নিয়ে এত ব্যস্ত যে মানুষের কল্যাণের দিকে তাকানোর কোনো সময় নেই। মানুষের কষ্টের দিকে তাকানোর সময় নেই। এ সময় তিনি বন্যা কবলিত অঞ্চলগুলোকে দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করার আহ্বান জানান।
বন্যা পরিস্থিতির চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সারা দেশে বন্যার ধারালো ছোবল। সিলেট, সুনামগঞ্জ থেকে শুরু করে উত্তরে লালমনিরহাট, কুড়িগ্রামসহ সমস্ত অঞ্চল বন্যার পানিতে ডুবে গেছে। গতকালের নিউজে দেখলাম ফারাক্কার সকল বাঁধ খুলে দেওয়া হয়েছে এবং ফারাক্কা বাঁধ দিয়ে পদ্মা-মেঘনা-যমুনা সব নদীর পানি এখন বাড়তে থাকবে। এদেশের মানুষকে ভাসিয়ে দেবে, তাদের বহুদিনের যে কষ্ট করা যে ফসল সেই ফলসকে নষ্ট করবে, তাদের বাড়ি-ঘর নষ্ট করবে, তাদের গোবাদি পশু নষ্ট করবে, তাদের সমস্ত সম্পদ ভাসিয়ে নিয়ে চলে যাবে।
হাসপাতালের শয্যা থেকে অগ্নিপথ-বিবৃতি সনিয়ার, শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন-আনন্দবাজার
কোভিড পরবর্তী গুরুতর শারীরিক অসুস্থতার কারণে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেখান থেকেই অগ্নিপথ বিরোধী বিক্ষোভকারীদের শান্তির বার্তা দিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। অহিংস পথে প্রতিবাদ আন্দোলন করার জন্য আন্দোলনকারী যুবকদের আবেদন জানিয়েছেন তিনি।
লিখিত বিবৃতিতে সনিয়ার আবেদন, ‘অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবি পূরণের জন্য যুব সম্প্রদায়ের কাছে শান্তিপূর্ণ এবং অহিংস পথে আন্দোলন করার আবেদন জানাচ্ছে কংগ্রেস।’ অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে যুবকদের আন্দোলনের প্রতি কংগ্রেসের সমর্থন রয়েছে বলেও জানান তিনি।
বিক্ষোভের মাঝেই বড় ঘোষণা, অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত কেন্দ্রের -দৈনিক আজকাল
কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় অগ্নিগর্ভ দেশ। ১০ টির বেশি রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ। তার মাঝেই অগ্নিবীরদের নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে টুইট করে ঘোষণা করা হয়েছে অগ্নিবীরদের জন্য সংরক্ষণের কথা।
শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিআরপিএফ-এ অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিলেন। ঠিক তার পরের দিন, শনিবার টুইট করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। টুইট অনুযায়ী অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। CAPF এবং অসম রাইফেলসে নিয়োগের ক্ষেত্রে থাকবে এই সংরক্ষণ। আধা সামরিক বাহিনীগুলিতে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের বয়সসীমাতে ছাড় দেওয়া হয়েছে তিন বছর।
শনিবার অগ্নিবীরদের বয়সের ঊর্ধ্বসীমায় শিথিলতা আনা হয়েছে। প্রথম বছরের ব্যাচের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বেড়েছে পাঁচ বছর। গত চার দিন ধরে বিহার থেকে বাংলা, উত্তরপ্রদেশ, তেলঙ্গনায় ব্যাপক হারে ছড়িয়েছে বিক্ষোভের আঁচ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়ের ঘোষণা বিক্ষোভের আগুন কিছু অংশে প্রশমিত করবে বলেই মনে করছেন অনেকে।
কাবুলের গুরুদ্বারে জোড়া বিস্ফোরণ, হামলাকারীদের সঙ্গে জোর লড়াই তালিবানের-সংবাদ প্রতিদিন
ফের সন্ত্রাসবাদী হামলা আফগানিস্তানে। শনিবার কাবুলের একটি গুরুদ্বারে জোড়া বিস্ফোরণ ঘটায় জেহাদিরা। শুধু তাই নয়, ওই ধর্মস্থলের ভিতরে ঢুকে বেশ কয়েকজনকে পণবন্দি করেছে দুই হামলাকারী। জীবিত অবস্থায় তাদের পাকড়াও করতে অভিযান শুরু করেছে তালিবানের বাহিনী।
আফগান সংবাদমাধ্যম টলো নিউজ সূত্রে খবর, কাবুলের কারতে পারওয়ান এলাকায় একটি গুরুদ্বারে দু’টি বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর, বিস্ফোরণের পর গুরুদ্বারের নিরাপত্তারক্ষীকে খুন করে ওই ধর্মস্থলে ঢুকে পড়ে দুই জঙ্গি। সেখানে অন্তত আট থেকে দশজন মানুষকে পণবন্দি করেছে তারা। হামলাকারীদের জীবিত অবস্থায় ধরতে অভিযান শুরু করেছে তালিবান (Taliban) যোদ্ধারা। এখনও পর্যন্ত সংঘর্ষে তিন তালিবান সেনা আহত হয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও খবর। তবে সঠিক সংখ্যা এখন প্রকাশ্যে আসেনি। মনে করা হচ্ছে, এই হামলার নেপথ্যে হাত রয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের।
পার্সটুডে/বাবুল আখতার/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।