জুলাই ০৬, ২০২২ ১৫:১৩ Asia/Dhaka
  • ব্যবসায়ীর আত্মহত্যা টাকা না পাওয়ার হতাশা, নাকি ‘ব্ল্যাকমেলিং

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৬ জুলাই বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • দেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধন–ইত্তেফাক
  • 'আশা করি এই পরিস্থিতি খুব বেশি দিন থাকবে না'-মানবজমিন
  • ব্যবসায়ীর আত্মহত্যা টাকা না পাওয়ার হতাশা, নাকি ‘ব্ল্যাকমেলিং’- প্রথম আলো
  • আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের জন্য হাহাকারডলারেও মিলবে না জ্বালানি-যুগান্তর

  • ঈদ উপলক্ষে ১ লাখ ৩০০ টন ভিজিএফ চাল বরাদ্দ -বাংলাদেশ প্রতিদিন
  • এমপিওভুক্ত হলো নতুন ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান -কালের কণ্ঠ
  • বিনা আন্দোলনে সরকার গেলে জাতি আরেকটা অন্ধকারে প্রবেশ করবে : খন্দকার মোশাররফ - দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • আমি কালির উপাসক, অজ্ঞতা বা গুন্ডামিকে ভয় পাই না! বিজেপিকে প্রত্যাঘ্যাত মহুয়ার-আনন্দবাজার
  • মহুয়াকে গ্রেপ্তারির দাবি শুভেন্দুর, রাজ্য সরকারকে সময় দিলেন আট দিন! -আজকাল
  • ‘বাংলায় গণতন্ত্র বিপন্ন’, শ্যামাপ্রসাদ জয়ন্তীতে রাজ্যকে খোঁচা রাজ্যপালের, নিন্দায় সরব তৃণমূল-দৈনিক সংবাদ প্রতিদিন

ব্যবসায়ীর আত্মহত্যা টাকা না পাওয়ার হতাশা, নাকি ‘ব্ল্যাকমেলিং’- প্রথম আলো

কেবল লগ্নি করা অর্থ ফেরত না পাওয়ার হতাশা থেকেই ব্যবসায়ী আনিসুর রহমান গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন? নাকি এর পেছনে আরও কারণ আছে। এ বিষয়ে গত দুই দিনেও আনিসের পরিবার স্পষ্ট কোনো ধারণা পায়নি। তবে আনিস তাঁর ফেসবুক পোস্টে হতাশার কারণ হিসেবে পাওনা টাকা উদ্ধার করতে না পারার পাশাপাশি তাঁকে ‘হেনস্তা’ ও ‘ব্ল্যাকমেলিংয়ের’ কথাও উল্লেখ করেছেন।

হেনোলাক্স কোম্পানির কাছে লগ্নি করা অর্থ ফেরতের দাবিতে এর আগে গত ২৯ মে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন কুষ্টিয়ার ব্যবসায়ী আনিসুর রহমান (গাজী আনিস)।

সেখানে ব্ল্যাকমেলিংয়ের (প্রতারণা) কথা উল্লেখ করলেও বিস্তারিত বলেননি। তবে ওই সংবাদ সম্মেলনে সহযোগিতা করেছে, এমন একটি সূত্র প্রথম আলোকে জানায়, টাকা ফেরত চাওয়ায় আনিসকে যে ব্ল্যাকমেল করা হচ্ছিল—এসংক্রান্ত একটি ভিডিও চিত্রও আনিস ওই সূত্রটিকে দেখান।

এমপিওভুক্ত হলো নতুন ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান -কালের কণ্ঠ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের দুই হাজার ৬১৬ বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। আজ বুধবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ১ হাজার ৯৫১টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত করা হয়েছে। আর কারিগরি ও মাদরাসা পর্যায়ে এমপিওভুক্ত হয়েছে ৬৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষামন্ত্রী দুপুর ১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। গত ৩০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এমপিওভুক্তির জন্য আবেদন করতে বলা হয়।

আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের জন্য হাহাকারডলারেও মিলবে না জ্বালানি-যুগান্তর

ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে জ্বালানি আমদানি। আগামীতে ডলারেও মিলবে না এ অপরিহার্য উপাদান। আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাস বিক্রেতাদের ভান্ডারও ফুরিয়ে যাচ্ছে। সরকারিভাবে তেল-গ্যাস আমদানির জন্য যাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি হয়ে আছে তাদের অনেকে জানিয়ে দিচ্ছে, আগামীতে তারা আর জ্বালানি দিতে পারবে না।

তাদের ভান্ডারে পর্যাপ্ত জ্বালানি নেই। সেক্টরের বিশেষজ্ঞরা বলেছেন, উন্নত দেশগুলো আগামী ৫০ বছরের মজুত গড়ে তুলেছে। মজুতের পরও তাদের অর্ডার থামছে না। যার কারণে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো টাকা দিয়েও জ্বালানি আমদানি করতে পারছে না। এদিকে দিন দিন ফুরিয়ে যাচ্ছে দেশীয় গ্যাসের মজুতও। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম এতটাই বেড়েছে যে, সেখান থেকেও এখন আর গ্যাস আমদানি করা যাচ্ছে না।

দেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধন–ইত্তেফাক

তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের বিকাশ এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির প্রসারের লক্ষ্যে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভিত্তিক ব্যবসায়িক ইনকিউবেটর ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৬ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্থাপিত এ ইনকিউবেটরের উদ্বোধন করেন তিনি। এর মধ্য দিয়ে ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ আনুষ্ঠানিক যাত্রা শুরু করল।

একই সঙ্গে শেখ জামাল ও রোজী জামালের নামে দুটি পৃথক ডরমেটরির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানটি গণভবন, আইসিটি মন্ত্রণালয় ও চুয়েট তিন প্রান্ত থেকে একযোগে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইসিটি মন্ত্রণালয় প্রান্তে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

'আশা করি এই পরিস্থিতি খুব বেশি দিন থাকবে না'-মানবজমিন

বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির কারণে সারাদেশে যে লোডশেডিং চলছে তা খুব বেশি দিন থাকবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, এবছরের মধ্যেই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং ভারত থেকে ১৬০০ মেগাওয়াট আমদানিকৃত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তাই এই পরিস্থিতি খুব বেশিদিন থাকবে না আশা করি। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, গত দুই বছরের বেশি সময় ধরে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর প্রভাব সব জায়গাতে পড়েছে। কোভিড-১৯ এর ধাক্কা যখন সবাই কাটিয়ে উঠছিল তখনই রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ পরিস্থিতি সারা বিশ্বকেই গভীর এক সংকটে ফেলেছে। এই সংকট শুধু উন্নয়নশীল দেশেই না অনেক উন্নত দেশেও এর আঁচ লেগেছে। যুদ্ধের প্রভাবে জ্বালানি মার্কেট চরম অস্থিতিশীল করে তুলেছে। আন্তর্জাতিক খাদ্য পণ্যের বাজারও বেসামাল। বৈশ্বিক এই সংকট আমাদেরকেও বিপদে ফেলে দিয়েছে।

বিনা আন্দোলনে সরকার গেলে জাতি আরেকটা অন্ধকারে প্রবেশ করবে : খন্দকার মোশাররফ - দৈনিক নয়াদিগন্ত

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “এখানে একজন বলেছেন ‘আমরা আন্দোলন করলেও সরকার যাবে, না করলেও যাবে’- যদি সেইভাবে যায় তাহলে জাতি আরেকটা অন্ধকারে প্রবেশ করবে। আর যদি রাস্তায় নেমে আমরা এদের বাধ্য করতে পারি। তাহলে জনতার কাছে ক্ষমতা আসবে।”

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকসহ বিএনপির জনপ্রতিনিধিদের উপর পুলিশের হামলার প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এটা সকলের দাবি, এদেশের মানুষ অতিদ্রুত পরিবর্তন চায়। তারা আর এই সরকারকে দেখতে চায় না। কোনো স্বৈরাচারী সরকার কখনো নিজের থেকে সরে যায় না। জনগণ চায় পরিবর্তন। জনগণ চায় এই সরকার অতি দ্রুত তার পদ থেকে পদত্যাগ করুক বা আমরা তাদের সরিয়ে দেই। সেটা করতে হলে আমাদের সবাইকে অবশ্যই রাস্তায় নামতে হবে।’

আমি কালির উপাসক, অজ্ঞতা বা গুন্ডামিকে ভয় পাই না! বিজেপিকে প্রত্যাঘ্যাত মহুয়ার-আনন্দবাজার

কালী বিতর্কে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বুধবার দুপুরে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা তাঁকে গ্রেফতারের দাবিতে বউবাজার থানায় অভিযোগ জমা দিয়েছিলেন। দুপুরেই টুইটারে তাঁর জবাব দিলেন কৃষ্ণনগরের সাংসদ। তিনি লিখলেন, ‘আমি কালির ভক্ত। কোনও কিছুতে ভয় পাই না। বিজেপি যা করতে পারে করে নিক।’

দেবী কালী নিয়ে মহুয়ার মন্তব্যের সমালোচনা করে তাঁকে গ্রেফতারির দাবি তুলেছিলেন স্বয়ং বিজেপি নেতা এবং রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহুয়া তার জবাব দিয়ে টুইটারে লিখেছেন, ‘আমি তোমাদের অজ্ঞতাকে ভয় পাই না, তোমাদের গুন্ডাদের ভয় পাই না, তোমাদের পুলিশকে ভয় পাই না, তোমাদের সমালোচনাকে তো নয়ই।’ তাঁর বিরুদ্ধে ‘হিন্দু ধর্ম সম্পর্কে কিছু না জেনে, তাদের বিশ্বাস না বুঝে একটি অনুষ্ঠানে ‘মা কালী’ সম্পর্কে বিরূপ মন্তব্য’ করার অভিযোগ এনেছে বিজেপি। মহুয়া তার জবাবে আরও একটি টুইটে লিখেছেন, ‘যে দেবীকে বাঙালি পুজো করে, সেই দেবী নির্ভীক।’

সামালোচনাকারীদের মহুয়ার চ্যালেঞ্জ— ‘যা সত্যি তাকে ঠেকনা দেওয়ার অন্য কোনও শক্তির প্রয়োজন হয় না।’

মহুয়াকে গ্রেপ্তারির দাবি শুভেন্দুর, রাজ্য সরকারকে সময় দিলেন আট দিন! -আজকাল

কালী’ তথ্যচিত্রের পোস্টার নিয়ে মহুয়া মৈত্রের বক্তব্য সমর্থন করেনি তাঁর দলই।

বিরোধী পক্ষ বিজেপি যে আক্রমণে কোনও রেয়াত করবে না তা বলাই বাহুল্য। সেই মতোই মহুয়ার গ্রেপ্তারি দাবি করলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গ্রেপ্তারের জন্য রাজ্য সরকারকে আট দিন পর্যন্ত সময় দিয়েছেন তিনি। কোনও ব্যবস্থা না নেওয়া হলে আদালতে যাবেন বলে হুমকি দিয়েছেন শুভেন্দু। কানাডায় ‘কালী’ তথ্যচিত্রের পোস্টারে ধূমপানরত কালীর ছবি নিয়ে দেশজুড়ে অশান্তির সৃষ্টি হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তৃণমূল সাংসদকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তাতে তিনি বলেন, ‘আমার কাছে কালী এমন একজন দেবী যিনি মদ ও মাংস খান। আপনার স্বাধীনতা রয়েছে নিজের মতো করে আপনার ঈশ্বরীকে কল্পনা করার। কিছু জায়গায় তো দেবতাদের উদ্দেশে হুইস্কিও উৎসর্গ করা হয়। তার আবার কোথাও নিন্দাও হয়।’মহুয়ার এই মন্তব্যের পরেই অশান্তির শুরু। হিন্দু সংগঠনগুলো ওই তথ্যচিত্রের পরিচালকের সঙ্গে এখন মহুয়ারও মুণ্ডপাত করছে। তৃণমূল সাংসদের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিজেপি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে এসে শুভেন্দু অধিকারী বলেন, ‘নূপুর শর্মার গ্রেপ্তারির দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কালী নিয়ে তো এরকম কিছু হচ্ছে না। আমরা সাত-আটদিন অপেক্ষা করব। তারপরও যদি রাজ্য সরকার কোনও কড়া পদক্ষেপ না করে তাহলে সমস্ত এফআইআর এক জায়গায় করে আদালতে যাব।’ #

‘বাংলায় গণতন্ত্র বিপন্ন’, শ্যামাপ্রসাদ জয়ন্তীতে রাজ্যকে খোঁচা রাজ্যপালের, নিন্দায় সরব তৃণমূল-দৈনিক সংবাদ প্রতিদিন

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) জন্মজয়ন্তীতে ফের আইনশৃঙ্খলা এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে রাজ্যকে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের দাবি, তুষ্টিকরণের রাজনীতি বাংলার ভবিষ্যৎকে সংকটের মুখে দাঁড় করিয়েছে। ধনকড়ের মন্তব্যের পালটা এসেছে তৃণমূলের তরফেও।

এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল বলেন,”শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশভাগের চক্রান্তকে প্রতিহত করেছিলেন। কিন্তু আজ বাংলার ভাগ্যাকাশে ফের সংকটের কালো মেঘ। তুষ্টিকরণের রাজনীতি গণতন্ত্রের জন্য বিপজ্জনক। ভারতের সংবিধান নিরপেক্ষ এবং সবার সমান অধিকার নিশ্চিত করে। ন্যায়বিচারের কথা বলে। কেন্দ্রীয় সরকার সেই নীতি মানলেও এরাজ্যে গণতন্ত্র বিপন্ন।” এরপর সুর আরও চড়িয়ে জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) বক্তব্য, বাংলার মাটিতে গণতন্ত্রকে কোনওভাবেই শেষ নিঃশ্বাস ফেলতে দেব না। বাংলার মানুষকে বলছি, প্রতিবাদ করুন। বুদ্ধিজীবীদের বলছি, প্রতিবাদ করুন। বস্তুত, বাংলার বুদ্ধিজীবীদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

পার্সটুডে/বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।