জুন ০৭, ২০১৬ ২০:৪৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৭ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকা:

ঝিনাইদহেপুরোহিত হত্যা, দায় স্বীকার আইএসআইএল–ইত্তেফাক

এসপির স্ত্রীর খুনিরা বিচারের মুখোমুখি হবে: প্রধানমন্ত্রী-প্রথম আলো

গাজীপুরে ৪৮ লাখ টাকা ছিনতাই- মানবজমিন

জাতীয় সংসদে সম্পূরক বাজেট পাস-কালের কন্ঠ

টাঙ্গাইলে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক-বাংলাদেশ প্রতিদিন

দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির খবর সঠিক নয় : বাণিজ্যমন্ত্রী - -নয়া দিগন্ত

প্রধানমন্ত্রীর বক্তব্যে ভরসা পাচ্ছে না বিএনপি-সমকাল

ব্যাংক ও আর্থিক খাতে সাগর চুরি হয়েছে'- যুগান্তর

কোলকাতা:

ভারতে বড়সড় হামলার ছক হাফিজের-বর্তমান

হরিয়ানায় চলন্ত বাসে বিস্ফোরণ। আহত ১৫। চলতি বছর এই নিয়ে ৪টি বিস্ফোরণ।-আজকাল

সিবিআই তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, মথুরা-কাণ্ডে হাইকোর্টে যেতে নির্দেশ– আনন্দবাজার

সব কেন্দ্রে নজর রাখতে মুখ্যমন্ত্রীর ২৯৪ ফাইল-সংবাদ প্রতিদিন

বাংলাই সবচেয়ে শিল্পবান্ধব, বণিকসভার সংবর্ধনায় বার্তা মমতার-এইসময় অনলাইন

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

এসপি বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার পর এবার এক পুরোহিতকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজকের প্রায় সব জাতীয় দৈনিকে এ খবরটি বিশেষ গুরুত্বসহ ছাপা হয়েছে। ইত্তেফাকে প্রকাশিত এ সম্পর্কিত দুটি খবর তুলে ধরছি

ঝিনাইদহে পুরোহিতকে গলা কেটে হত্যা

ঝিনাইদহের সদর উপজেলায় এক পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল নয়টার দিকে মহিষাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।নিহত অনন্ত গোপাল গাঙ্গুলি নলডাঙ্গা মন্দিরের পুরোহিত ছিলেন। সকালে করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে মন্দিরে যাওয়ার সময় তার ওপর হামলা করা হয়।

সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বলেছেন, মোটর সাইকেলে করে আসা তিন ব্যক্তি পুরোহিতের ওপর হামলা করে। তারা প্রথমে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। পরে জবাই করে হত্যার পর মোটর সাইকেলে করে চলে যায়। তিনি আরো জানান, ঘটনা দেখে মনে হচ্ছে জঙ্গিরা এর সঙ্গে জড়িত থাকতে পারে।

পুরোহিত হত্যায় দায় স্বীকার আইএসের

বাংলাদেশের ঝিনাইদহে সদর উপজেলায় পুরোহিত হত্যায় আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার দুপুরে সাইট ইন্টিলিজেন্সের ওয়েবসাইটে এই খবর প্রকাশ করা হয়।সেখানে বলা হয়, আইএসের সংবাদ সংস্থা ‘আমাক’-এ এই হত্যার দায় স্বীকার করেছে।

পল্লবীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই জঙ্গি নিহত-ইত্তেফাক

রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ দুই জঙ্গী সদস্য নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নিহতরা হলেন- সুলতান মাহমুদ ও তারিক হাসান মিলু। তারা জেএমবি সদস্য।

এসপির স্ত্রীর খুনিরা বিচারের মুখোমুখি হবে: প্রধানমন্ত্রী-প্রথম আলো

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গুপ্তহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমি শুধু এটুকু বলতে পারি, যারা এই হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের কাউকে ছাড়া হবে না...তাদেরকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করানো হবে।’

আতঙ্ক সৃষ্টি করতেই খুন: আগেও হামলা হয়েছিল এসপি বাবুলের ওপর, ছিল হুমকি-বাংলাদেশ প্রতিদিন

আতঙ্ক তৈরির জন্যই সারা দেশে হামলার ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা। টার্গেট করেই খুন করছে বিভিন্ন শ্রেণি-পেশার নিরীহ মানুষ। বাদ দেওয়া হচ্ছে না বাংলাদেশে বসবাসরত বিদেশিদেরও। তবে দুর্বৃত্তদের বিশেষ টার্গেটে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন এবং বিভিন্ন পেশাজীবী। এরই মধ্যে বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলকে অবহিত করেছেন গোয়েন্দারা।

জঙ্গিদের অস্তিত্ব ধ্বংসের চেয়ে পুষ্টি লাভ করছে : ফখরুল-প্রথম আলো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের নিষ্ক্রিয়তায় জঙ্গিবাদী উগ্রপন্থীরা মনে হয় দেশের কর্তৃত্ব গ্রহণ করেছে। সংগঠিত জঙ্গিরা দেশের মধ্যেই একের পর এক অভয়ারণ্য তৈরি করে যাচ্ছে। তাদের অস্তিত্ব ধ্বংস না হয়ে বরং আরও বেশি পুষ্টি লাভ করছে।

আজ মঙ্গলবার ভোরে দুর্বৃত্তদের হামলায় ঝিনাইদহের করাতিপাড়ায় সনাতন ধর্মাবলম্বী পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে গলা কেটে হত্যার প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশব্যাপী চলছে বেছে বেছে হত্যাকাণ্ড। আর এই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন ভিন্নমতাবলম্বী, ব্লগার, ধর্মগুরু, পুরোহিত, যাজক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিদেশি নাগরিক, মসজিদের ইমাম-মোয়াজ্জিন, পীর ও পীরের শিষ্য, প্রকাশক, পুলিশ সদস্য ও পুলিশ সদস্যের পরিবার। তিনি বলেন, চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যা ঘৃণ্য ও কাপুরুষোচিত অমানবিক কাজ। নাটোরের খ্রিষ্টান মুদি দোকানি দানিয়েল গোমেজকে হত্যা নজিরবিহীন নৃশংসতা। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের করাতিপাড়ায় সনাতন ধর্মাবলম্বী পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে গলা কেটে পৈশাচিকভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এদিকে প্রথম আলোর অন্য একটি খবরে লেখা হয়েছে, পুলিশ কর্মকর্তা মাহমুদা খানম মিতুর হত্যাকারীদের রেহাই নেই’—প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আস্থা পাচ্ছেন না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর কারণ তুলে ধরে তিনি বলেন, বিদেশি নাগরিক, সাংবাদিক হত্যাসহ অনেক হত্যাকাণ্ডের সময় প্রধানমন্ত্রী একই ধরনের কথা বলেছেন। কিন্তু বেশ কিছুদিন জঙ্গিদের চালানো তৎপরতার পরও সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর কোনো হদিস বের করতে পারছে না। অথচ ঘটনা ঘটলেই চট করে প্রধানমন্ত্রী কারও না কারও ওপরে দোষ চাপিয়ে দিচ্ছেন। এ কারণেই প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আস্থাহীনতা দেখা দিয়েছে।

২০টি কোম্পানিকে ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ-ইত্তেফাক

আগামী সাতদিনের মধ্যে ২০টি ওষুধ কোম্পানির সকল ধরনের ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের এই আদেশ আগামী সাতদিনের মধ্যে বাস্তবায়ন করে আদালতের প্রতিবেদন দাখিল করতে স্বাস্থ্যসচিব, সাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও ওষুধ প্রশাসন পরিদফতরের পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচরপতি সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এক কে সাহিদুল হকের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। এদিকে ১৪টি অ্যান্টিবায়োটিক বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এসকল কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের ক্ষেত্রে সাস্থ্যসচিব যে ব্যবস্থা নেবেন তা বাস্তবায়নে পুলিশের আইজি ও র‌্যাবের মহাপরিচালককে আইনি সহায়তা দিতে বলা হয়েছে।

এছাড়া এসব কোম্পানির লাইসেন্স বাতিলে কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে না-এই মর্মে রুল জারি করা হয়েছে।

ব্যাংক ও আর্থিক খাতে সাগর চুরি হয়েছে'-যুগান্তর

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের কিছু কিছু ক্ষেত্রে যে লুটপাট হয়েছে, সেটা শুধু পুকুর চুরি নয়, সাগর চুরি।

মঙ্গলবার জাতীয় সংসদে ব্যাংক ও আর্থিক খাতের মঞ্জুরি দাবির ওপর আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী একথা বলেন।

জাতীয় সংসদে সম্পূরক বাজেট পাস-কালের কন্ঠ

বিরোধীদল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যদের আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের সম্পূরক বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। এ বাজেট পাসের মধ্য দিয়ে জাতীয় সংসদ ৩৮টি মন্ত্রণালয় ও বিভাগকে অতিরিক্ত ১৯ হাজার ৮০৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকা ব্যয় করার অনুমতি দেওয়া হয়েছে। - See more

পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের চুম্কব অংশ তুলে ধরছি।

বিহারের ৪ টপারের বিরুদ্ধে এফ আই আর-আজকাল

দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় জালিয়াতির ঘটনায় এবার ৪ ‘টপার’ রুবি রায়, সৌরভ শ্রেষ্ঠ, শালিনী রায় ও রাহুল কুমারের বিরুদ্ধে এফ আই আর করল বিহারের শিক্ষাদপ্তর। এরা চার জনই পড়ত বৈশালীর ভি আর কলেজে। সেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেও এফ আই আর করা হয়েছে।

ভারতে বড়সড় হামলার ছক হাফিজের-সীমান্তে উসকানিমূলক প্রচার, জঙ্গি শিবিরে টানা হচ্ছে তরুণদের-বর্তমান

একদিকে কূটনৈতিক শীতলতা। আর তার পাশাপাশি সন্ত্রাসের উসকানি। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশনীতি সংক্রান্ত পরামর্শদাতা সরতাজ আজিজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘ভারতের সঙ্গে বন্ধ হয়ে থাকা শান্তিপ্রক্রিয়ার বৈঠক ফের চালু করতে পাকিস্তান মোটেই মরিয়া নয়। ভারত চাইলে ভাবা যেতে পারে। পাকিস্তানের তরফে একতরফা অত আগ্রহ নেই।’ পাঠানকোট হামলার পর দুই দেশের মধ্যে আস্থাবর্ধক বৈঠকগুলি আচমকা বাতিল হয়ে যায়। এবং তারপর থেকে আজ পর্যন্ত ভারত ও পাকিস্তান কোনও পক্ষই আগ বাড়িয়ে শান্তিপ্রক্রিয়া নিয়ে উচ্চবাচ্য করছে না। বরং যথেষ্ট শীতলতা আবার ফিরে এসেছে। এবং ঠিক এর মধ্যেই পাকিস্তান সরকারের শান্তিপ্রক্রিয়া নিয়ে এহেন উদাসীন মন্তব্যের পাশাপাশি জামাত উদ দাওয়া সুপ্রিমো মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সইদ আগ্রাসীভাবে ভারতে ফের হামলার ছক কষছে বলে জানা গিয়েছে।

বাংলাই সবচেয়ে শিল্পবান্ধব, বণিকসভার সংবর্ধনায় বার্তা মমতার-সংবাদ প্রতিদিন

বিপুল জনাদেশ নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় এসে তাঁর প্রধান লক্ষ্য ছিল, রাজ্যে শিল্প আসার পথ প্রশস্ত করা৷ উন্নয়নের যে মুখ তিনি বিগত পাঁচ বছরে দেখিয়েছেন, তাতে নতুন মাত্রা যোগ করতে শিল্পের যে কোনও বিকল্প নেই তা তাঁর থেকে ভাল আর কেউ জানে না৷ আর তাই রাজ্যের শিল্পবান্ধব পরিবেশকে তুলে ধরতে বণিকমহলের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের দিনটিকেই বেছে নিলেন৷ বণিকসভার সংবর্ধনা অনুষ্ঠান থেকেই রাজ্যে বিনিয়োগ তথা শিল্প গড়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

রাজনীতির প্যাঁচে পড়ে বাংলার শিল্প পরিবেশ নষ্টের কথা স্বীকার করেন অনেকেই৷ বাংলার বিনিয়োগ গোড়াতেই মার খায় এই জায়গাতেই৷ আর তাই এদিন সেই জায়গা থেকেই শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরতে শুরু করেন মুখ্যমন্ত্রী৷

সিবিআই তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, মথুরা-কাণ্ডে হাইকোর্টে যেতে নির্দেশ-আনন্দবাজার

মথুরা কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে নয়, এ নিয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার এই মত দিয়েছে বিচারপতি পি সি ঘোষ এবং বিচারপতি অমিতাভ রায়ের অবকাশকালীন বেঞ্চ।

উত্তরপ্রদেশের মথুরার জওহরবাগে ২০১৪ সাল থেকে বেআইনি ভাবে সরকারি জমি দখল করে রয়েছে স্বাধীন ভারত সুভাষ সেনা নামে এক সংগঠন। দখলদারি সরাতে ওই সংগঠনের ধর্মগুরুর নেতৃত্বে ধুন্ধুমার কাণ্ড বাধে তাঁর অনুগামীদের সঙ্গে পুলিশকর্মীদের। প্রথমে লাঠি-কুড়ুল-তলোয়ার নিয়ে বিক্ষোভ দেখালেও পরে পুলিশকে লক্ষ করে গুলি চালানো হয়। ২৭০ একর জায়গা জুড়ে থাকা পার্কের এক কোণ থেকে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটানোও হয় বলে দাবি পুলিশের। ঘটনাস্থলে মারা যান শহরের পুলিশ সুপার মুকুল দ্বিবেদী এবং স্টেশন অফিসার সন্তোষ যাদব-সহ ২৯ জন।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭