'শিল্পে তীব্র গ্যাস সংকট-উৎপাদন ব্যহত, রফতানি বাতিলের শঙ্কা'
সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১১ জুন শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকা:
এসপির স্ত্রীকে হত্যার ‘সম্ভাব্য মূল হোতা’ গ্রেফতার–ইত্তেফাক
মীর কাসেমের সঙ্গে ৫ আইনজীবীর সাক্ষাৎ-তিনি রিভিউ করবেন-প্রথম আলো
অভিযানের দ্বিতীয় দিনে আটক ৬০৬-কালের কন্ঠ-মানবকন্ঠ
মিতু হত্যার অনেক প্রশ্নের জবাব মিলছে না - মানবজমিন
পুলিশের সাঁড়াশি অভিযানের প্রথম দিন আটক হাজারের বেশি/ ‘বন্দুকযুদ্ধে’ চার রাতে নিহত ১০ -কালের কন্ঠ
এসপির স্ত্রী হত্যায় আল-কায়েদার নিন্দা-বাংলাদেশ প্রতিদিন
এবার লোহাগড়ায় ‘বন্দুকযুদ্ধে’যুবক নিহত -নয়া দিগন্ত
শিল্পে গ্যাস সংকট তীব্র-উৎপাদন ব্যহত,রফতানি বাতিলের শঙ্কা -সমকাল
দোষারোপের রাজনীতি আড়ালে চলে যাচ্ছে প্রকৃত খুনিরা- যুগান্তর
গুপ্তহত্যার প্রতিবাদে ১৯ জুন সারাদেশে ১৪ দলের মানববন্ধন -ইনকিলাব
কোলকাতা:
লিখিত চিঠি মমতাকে,২ কাউন্সিলারের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ জাভেদের -বর্তমান
অপহরণের পর ৩৭ ঘণ্টা পরও খোঁজ নেই জুডিথের,উদ্বিগ্ন পরিবার -এইসময়
মল্লিকবাজারে খুন সিন্ডিকেট ব্যবসায়ী -আজকাল
বামফ্রন্ট নাকি কংগ্রেস, শরিকি হুঁশিয়ারি সূর্যদের– আনন্দবাজার
শরিকি বিবাদে ভেঙে গেল বাম-কংগ্রেস জোট -সংবাদ প্রতিদিন
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাত দিন পর্যন্ত সাঁড়াশি অভিযানের আজ দ্বিতীয় দিন। চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রীর হত্যাসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর কারণে এ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। তো প্রথমে এ সম্পর্কিত খবর তুলে ধরছি।
২৪ ঘণ্টায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৩৭-প্রথম আলো
গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযানে সারা দেশে জঙ্গি সন্দেহে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সদর দপ্তরের বার্তায় এসব তথ্য দেয়া হয়। গ্রেপ্তার ৩৭ জনের মধ্যে ২৭ জন জেএমবি, জাগ্রত মুসলিম বাংলাদেশের ৭ জন রয়েছেন।
এদিকে, এসপির স্ত্রীকে হত্যার ‘সম্ভাব্য মূল হোতা’ গ্রেফতার–শিরোনামের খবরে ইত্তেফাক লিখেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা শাহজামান রবীন (২৮) নামের আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সিএমপি কমিশনার ইকবাল বাহার সংবাদ সম্মেলনে বলেন, ‘ভিডিও ফুটেজ এবং সব বিষয়ের খুঁটিনাটি বিশ্লেষণ করে রবীনই মূল আসামি হতে পারে বলে ধারণা করছি।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-সাঁড়াশি অভিযানের মধ্যেই জঙ্গিদের ‘টার্গেট কিলিং’
খবরে বলা হয়েছে, সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের মধ্যেই জঙ্গিদের গোপন অপারেশন চলছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে এক ধরনের ‘বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কোন অবস্থাতেই জঙ্গিদের আস্তানায় হানা দেওয়া সম্ভব হচ্ছে না। এত কিছুর পরও জঙ্গিরা পাবনায় প্রকাশ্যে একজন আশ্রম সেবককে খুন করে জানিয়ে দিয়েছে যে তাদের ‘টার্গেট কিলিং’ চলবেই। গত বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ৪৮ টি হামলার ঘটনায় অর্ধশত ব্যক্তি খুন হন।
তবে এ সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য ছাপা হয়েছে ইত্তেফাকসহ কয়েকটি জাতীয় দৈনিকে।
ইত্তেফাকের শিরোনাম ‘সরকার গুপ্তহত্যাও বন্ধ করতে পারবে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকাশ্যে মানুষ হত্যা বন্ধ করতে পারলে সরকার গুপ্তহত্যাও বন্ধ করতে পারবে। এ জন্য সময় প্রয়োজন। আজ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে গুপ্তহত্যাকারীদের সূত্র খুঁজে পাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, গুপ্তহত্যা করে দেশি-বিদেশি যারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাচ্ছে, তাদের ক্ষমা নেই। সেই সঙ্গে শুধু দাঁড়িয়ে না দেখে হত্যাকারীদের সবখানে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
ঈদের আগে বকশিশের সুযোগ দিতে অভিযান: বিএনপি-প্রথম আলো
জঙ্গি দমনের নামে সারা দেশে গণগ্রেপ্তার ও গ্রেপ্তার-বাণিজ্য চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘পুলিশনির্ভর সরকার ঈদের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বকশিশ হিসেবে গ্রেপ্তার-বাণিজ্যের সুযোগ করে দিচ্ছে।’
আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।
জঙ্গি দমনে গতকাল শুক্রবার থেকে এক সপ্তাহের সাঁড়াশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রিজভী বলেন, ‘জঙ্গি দমনের নামে দেশব্যাপী যে গণগ্রেপ্তার ও গ্রেপ্তার-বাণিজ্য চলছে, তাতে পুরো ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও রহস্যজনক বলে জনগণ মনে করে। জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এর অন্তরালে সরকারের বড় ধরনের কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।’
রিজভী অভিযোগ করেন, জঙ্গিবিরোধী অভিযান বলা হলেও সারা দেশ থেকে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনে একের পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন আসামিকেও ধরতে সক্ষম হয়নি। অন্যদিকে বিনা বিচারে তদন্ত ছাড়াই মানুষকে গ্রেপ্তার করে কথিত ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে। তারা জঙ্গি হয়ে থাকলে তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল হোতাদের খুঁজে বের না করে কথিত ক্রসফায়ারের নামে হত্যা রহস্যজনক।
রিভিউ করবেন মীর কাসেম আলী-যুগান্তর
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ আদালতের দেয়া মৃত্যুদণ্ড রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী।
তার সঙ্গে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছেলে ও আইনজীবীরা দেখা করতে গেলে মীর কাসেম আলী একথা জানান।তিনি বলেন, 'মীর কাসেম আলী বলেছেন- যে অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং এজন্য যে স্থানে ও যে সময়ের কথা বলা হয়েছে, ওই সময়ে তিনি সেখানে ছিলেনই না।'
‘বিনে পয়সার এসি’ তোলপাড় বিশ্বে-মানবকন্ঠ
বিদ্যুৎবিহীন শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি বানিয়ে বিশ্বে হইচই ফেলে দিয়েছেন বাংলাদেশি উদ্ভাবক আশীষ পাল। ফেলে দেয়া বোতলকে কাজে লাগিয়ে ঘর ঠাণ্ডা রাখার দুর্দান্ত এক কৌশল উদ্ভাবন করেছেন তিনি। যন্ত্রটির নাম দেয়া হয়েছে 'ইকো-কুলার' বা পরিবেশবান্ধব কুলার।
বিজ্ঞান অন্তঃপ্রাণ মানুষ আশীষ পাল পেশায় আন্তর্জাতিক বিজ্ঞাপনী সংস্থা গ্রের ক্রিয়েটিভ সুপারভাইজার। তার মাথাতেই প্রথম বাসা বাঁধে 'ইকো-কুলার' তৈরির আইডিয়া। এরপরেই তিনি কাজ শুরু করেন। আশীষ পাল জানান, কয়েক বছর আগে তিনি ভারতের রাজস্থানের 'হাওয়া মহলে' ঘুরতে গিয়েছিলেন। সে মহলের একটি ব্যাপার তাকে খুব অবাক করে। সেখানে মহলের ঘুলঘুলি দিয়ে বাতাস ঢুকে ভেতরটা ঠাণ্ডা করে। এ বিষয়ে সে সময়ে তার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা তিনি খুঁজে পাননি। কিন্তু এরপর থেকেই বিষয়টি তার মাথায় ঘুরতে থাকে।
‘বিনে পয়সার এসি’তোলপাড় বিশ্বেব্যস্ততার কারণে বিষয়টি নিয়ে আর বেশি দূর এগোনো হয় না আশীষ পালের। তবে একদিনের একটি ঘটনা এনে দেয় আলোর সন্ধান।
বাসায় তার মেয়েকে পদার্থ বিজ্ঞান পড়াচ্ছিলেন এক শিক্ষক। চাপের ফলে গ্যাস কিভাবে শীতল হয়, এই বিষয় নিয়েই পড়াচ্ছিলেন তিনি। আর এটিই আশীষ পালকে দারুণ উৎসাহী করে।
এরপর আশীষ তার ভাবনার কথা বলেন প্রতিষ্ঠানের সহকর্মীদের সঙ্গে। অফিসেই বানানো হয় টিনের তৈরি ঘরের কাঠামো। তারপর রাজধানীর নিকেতন হাউজিং সোসাইটির একটি বাসার ছাদেও এই উদ্ভাবনের নানা দিক নিয়ে কাজ করেন। সেখানে পাওয়া সাফল্যের সূত্র ধরেই 'ইকো-কুলার' প্রকল্পের পথে এগোলেন তিনি এবং তার সহকর্মীরা।বর্তমানে গ্রামের সাধারণ মানুষ বিদ্যুৎবিহীন এই কুলার ব্যবহার করে ঘরের তাপ কমাতে পারেন স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত।
এই প্রযুক্তি গ্রামে গ্রামে পৌঁছে দেয়ার জন্য কাজ শুরু হয় ২০১৫ সালের মার্চ মাসে। আশীষ পালসহ ১৫ জনের একটি দল নীলফামারী জেলার একটি গ্রামে যান। তাদের সাহায্যে এগিয়ে আসে গ্রামীণ-ইন্টেল।আন্তর্জাতিক গণমাধ্যমের কল্যাণে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে আশীষ পালের এই উদ্ভাবন। ইকো-কুলার বানানোর পদ্ধতি নিয়ে তৈরি করা ভিডিও ইউটিউব, ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।
শিল্পে গ্যাস সংকট তীব্র-উৎপাদন ব্যহত,রফতানি বাতিলের শঙ্কা-সমকাল
আশুলিয়া সাভারে উৎপাদন ব্যহত, রফতানি আদেশ বাতিলের আশঙ্কা দেখা দিয়েছে।শিল্পমালিকরা জানান, সম্প্রতি এ সংকট ভয়াবহ রূপ নিয়েছে। অনেক কারখানা গ্যাসের অভাবে প্রায় বন্ধ রাখতে হচ্ছে অথবা বিকল্প উপায়ে চালাতে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার দেশের পোশাক কারখানাগুলো। পোশাক মালিকরা জানিয়েছেন, গ্যাস সংকটে কারখানাগুলোর ৩০ শতাংশের মতো উৎপাদন কমে গেছে। অনেক কারখানার মালিক রফতানি আদেশ বাতিল হওয়ার আশঙ্কা করছেন।
পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।
রাজ্যসভা নির্বাচন: বি জে পি–র মরিয়া লড়াই-আজকাল
৭টি রাজ্যের ২৭টি রাজ্যসভা আসনে ভোট চলছে। বাকি ৮ রাজ্যের ৩০টি আসনের প্রার্থীরা কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় সরাসরি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হচ্ছেন।
রাজ্যসভায় বি জে পি–র সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই বিল পাশের ক্ষেত্রে বারবার বাধার মুখে পড়েছে মোদি সরকার। এবার তাদের লক্ষ্য, রাজ্যসভায় যতটা সম্ভব আসন বাড়িয়ে নেওয়া।
লিখিত চিঠি মমতাকে,২কাউন্সিলারের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ জাভেদের-বর্তমান
বিধানসভা নির্বাচনে তাঁর কেন্দ্র কসবায় দলের দুই কাউন্সিলারের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ আনলেন জাভেদ আহমেদ খান। লিখিত আকারে এই অভিযোগ তিনি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল সূত্রের খবর, অন্তর্ঘাতের ওই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই দলীয় স্তরে তদন্ত শুরু হয়েছে।
শরিকি বিবাদে ভেঙে গেল বাম-কংগ্রেস জোট-সংবাদ প্রতিদিন
কংগ্রেসকে ঝেড়ে ফেলার সিদ্ধান্তেই সবুজ সংকেত রাজ্য বামফ্রন্টের৷ শরিকদের অনমনীয় মনোভাবের সামনে নতিস্বীকারে একপ্রকার বাধ্যই হল সিপিএম৷ যাবতীয় আন্দোলন কর্মসূচি থেকে কংগ্রেসকে ছেঁটে ফেলে এখন থেকে একলাই চলবে বামেরা৷ তবে এখনও পর্যন্ত পরিষদীয় স্তরে অটুট রয়েছে বাম-কংগ্রেস ঐক্য৷ কিন্তু শুক্রবারের সিদ্ধান্তের পর এই ঐক্য কতদিন বজায় থাকে তা নিয়ে প্রশ্ন উঠে গেল৷ তাহলে কি কংগ্রেস আর বামফ্রন্টের (বকলমে সিপিএমের) যে মধুচন্দ্রিমা চলছিল তাতে শেষপর্যন্ত ইতি টানা হল? বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর জবাব, ”আগামী দিনগুলিতে যে আন্দোলন সংগঠিত হবে তাতে কংগ্রেস থাকবে না৷ বামফ্রন্টের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে৷
পাশের ঘরে পুড়ছে স্বামী, টিভি সিরিয়ালে মগ্ন স্ত্রী-সংবাদ প্রতিদিন
চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে স্বামী৷ নির্বিকার নির্লিপ্তভাবে টিভি সিরিয়ালে মগ্ন স্ত্রী৷ মৃতের নাম রঞ্জিতকুমার বরাট (৬৩)৷ শুক্রবার রাতে এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে থাকল মানিকতলার সরকারি আবাসনের আবাসিকরা৷ জোর তর্ক শুরু হয়েছে এটা নেহাতই পারিবারিক বিবাদের জের না কি মানসিক বিকারগ্রস্ত স্ত্রী কাজ৷ যদিও প্রতিবেশীদের অভিযোগের আঙুল রঞ্জিতবাবুর স্ত্রী সুতপা বরাটের দিকে৷ পুলিশ আটক করেছে স্ত্রীকে৷ মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে৷
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১