জুন ১২, ২০১৬ ১৯:৪৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১২ জুন রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকা:

বেসরকারি স্কুল-কলেজ গভর্নিং বডির সভাপতি পদে এমপিদের না থাকার রায় বহাল–ইত্তেফাক

তথ্যমন্ত্রীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি-প্রথম আলো

ভেজাল ওষুধ উৎপাদনে সহযোগী ওষুধ প্রশাসন অধিদফতর! -মানবকন্ঠ

সৌদিকে কালো তালিকা থেকে বাদ দিতে মুনকে ফোন করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী - মানবজমিন

আওয়ামী লীগকে সরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে' খাদ্যমন্ত্রী-কালের কন্ঠ

সব খুনেই রহস্যের গোলকধাঁধা, ধরাছোঁয়ার বাইরে খুনিরা-বাংলাদেশ প্রতিদিন

শিশুশ্রম প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী -নয়া দিগন্ত

মিতু হত্যায় গ্রেফতার দু'জন রিমান্ডে -সমকাল

ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের সঙ্গে সমঝোতা - যুগান্তর

গঙ্গা ব্যারেজ নির্মাণে ভারতের আপত্তিতে হতাশ বাংলাদেশ ৪০ হাজার কোটি টাকা দেবে চীন-ইনকিলাব

কোলকাতা:

রাজ্যসভাতেও শক্তিক্ষয় কংগ্রেসের -বর্তমান

পশ্চিমবঙ্গে সব্জি ,ফল ও শস্যে বিপজ্জনক কীটনাশক বলছে কেন্দ্রীয় সমীক্ষা-এইসময়

রাজধানীতে চলন্ত গাড়িতে গণধর্ষণ, আটক ২ -আজকাল

সিপিএম কি সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে? – আনন্দবাজার

রাজ্যসভার ভোটেও পুনর্নির্বাচন চায় কংগ্রেস -সংবাদ প্রতিদিন

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের আজ পর্যন্ত মোট ৫ হাজার ৩২৪ জন গ্রেফতার হয়েছে। তো প্রথমে এ সম্পর্কিত খবর তুলে ধরছি।

সাঁড়াশি অভিযান-দ্বিতীয় দিনে ৪৮ জঙ্গিসহ গ্রেপ্তার ২১৩২-প্রথম আলো

সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে সারা দেশে ২ হাজার ১৩২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৪৮ জনকে। শনিবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত শুক্রবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযানে সারা দেশে গ্রেপ্তার করা হয়েছে ৩ হাজার ১৯২ জনকে। এ নিয়ে গত দুই দিনের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার হলো ৫ হাজার ৩২৪ জন, যার মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৮৫ জনকে।

তথ্যমন্ত্রীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি-প্রথম আলো

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে। আজ সকাল ১০টার দিকে কে বা কারা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ের সিঁড়িতে একটি প্যাকেটে করে এ কাপড় রেখে যায়। জাসদের সহদপ্তর সম্পাদক ও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, প্যাকেটটি খুলে দেখা যায়, এর মধ্যে একটি সাদা কাফনের কাপড়। কাপড়ের ওপর লাল কালিতে লেখা ‘কোরআনের আইন বিরোধিতাকারী ইনুর মৃত্যুদণ্ড।

এসপির স্ত্রী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল-ইত্তেফাকসহ বেশ কয়েকটি দৈনিকের খবর

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তাকে বদল করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (দক্ষিণ) জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. কামরুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে বলে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন জানিয়েছেন।

সব খুনেই রহস্যের গোলকধাঁধা: দেড় বছরে নিহত ৪৮, ধরাছোঁয়ার বাইরে খুনিরা-বাংলাদেশ প্রতিদিন

ধরাছোঁয়ার বাইরে সাম্প্রতিক সময়ে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল হোতারা। গত দুই বছর ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ডের শিকার ইমাম-মুয়াজ্জিন, ব্লগার, লেখক-প্রকাশক, পীর-ফকির, বিভিন্ন ধর্মের পুরোহিত-ফাদার কিংবা বিদেশি নাগরিক। তবে এসব ঘটনার মূল হোতা কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জঙ্গি হামলাসংক্রান্ত ৩৭টি চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন হয়েছে দাবি করলেও প্রকৃতপক্ষে তদন্ত নিয়ে গোলক-ধাঁধায় খোদ তদন্তসংশ্লিষ্টরাই।

পিটিআইয়ের রিপোর্ট-বাংলাদেশি হিন্দুরা নরেন্দ্র মোদি ও ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন-মানবজমিন

ঝুঁকিতে’থাকা বাংলাদেশি হিন্দুরা তাদের নিরাপত্তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। খবরটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন ও হিন্দুস্তান টাইমসে। এতে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দুদের ওপর ধারাবাহিক হামলার প্রেক্ষিতে তারা চাইছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারত সরকার যেন বিষয়টি ঢাকার কাছে তুলে ধরে তাদের নিরাপত্তা নিশ্চিত করে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী রানা দাসগুপ্ত পিটিআইকে বলেছেন, বাংলাদেশে সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায় হলো হিন্দুরা। এ সম্প্রদায়টি বাংলাদেশে ঝুঁকির মুখে।

বেসরকারি স্কুল-কলেজ,গভর্নিং বডির সভাপতি পদে এমপিদের না থাকার রায় বহাল-ইত্তেফাক

দেশের বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি পদে জাতীয় সংসদ সদস্যরা (এমপি) থাকতে পারবেন না মর্মে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ রবিবার সকালে এ আদেশ দেয়। গত ১ জুন হাইকোর্ট এক রায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডিতে এমপিদের নিয়োগ সংক্রান্ত প্র-বিধানমালার ৫(২) ধারা এবং বিশেষ কমিটি গঠন সংক্রান্ত ৫০ ধারা অবৈধ ঘোষণা করে।

‘আইনজীবীদের সঙ্গে আলোচনা করে রায় কার্যকর করা হবে-ইত্তেফাক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্যদের না রাখার রায় সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আইনজীবীদের সঙ্গে আলোচনা করে কার্যকর করা হবে।

দেশে ১২ লাখ ৮০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত-বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস আজ-

বিশ্বে প্রায় ১৬ কোটি ৮০ লাখ শিশু নানাভাবে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। এদের মধ্যে প্রায় সাড়ে ৮ কোটি শিশু নানারকম ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। ‘জাতীয় শিশু শ্রম জরিপ-২০১৩’ এর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় ৩৪ লাখ ৫০ হাজার শিশু কোন না কোন শ্রমে নিয়োজিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত এ জরিপে দেখা যায়, এর মধ্যে ১২ লাখ ৮০ হাজার শিশুই বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত।

শিশুশ্রম প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী -নয়া দিগন্ত

শিশুশ্রম প্রতিরোধ ও শিশুদের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণীপেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন লক্ষ্যমাত্রা অর্জনে বদ্ধপরিকর সরকার। ২০১৬ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জন নির্ধারণ করেছিল সরকার। কিন্তু আর্থ-সামাজিক প্রেক্ষাপটে তা সম্ভব হয়নি। আইন দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। এজন্য প্রয়োজন ব্যাপক সচেতনতা।

মৃত্যুর কারণ জানতে আরও তদন্ত-মানবজমিন/প্রথম আলো/ইত্তেফাক

কলেজছাত্রী সোহাগী জাহান তনুর মৃত্যুর কারণ নিশ্চিত হতে আরও অধিক তদন্ত প্রয়োজন, বলেছেন ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ড। দ্বিতীয় দফায় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা বলেন, যেহেতু দাফনের ১০ দিন পর কবর থেকে পচা-গলা লাশ তুলে দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়েছে, সেহেতু পারিপার্শ্বিক নানা অবস্থা বিবেচনায় নিয়ে পুলিশের আরও অধিক তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত হতে হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মৃত্যুর আগে তনুর ‘সেক্সুয়াল ইন্টারকোর্স’হয়েছে। তার মানে কি তনুকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘আপনারাই বুঝে নেন’।

বিশেষ অভিযানের আওতায় সিম-মানবজমিন

এবার বিশেষ অভিযানের আওতায় আনা হচ্ছে মোবাইল সিম। এর নেতৃত্বে থাকবে র‌্যাব ও পুলিশ। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন না করার পরও সচল রয়েছে কি না তা দেখা হবে এ অভিযানে। আবার বাজারে নিবন্ধিত সিম কিভাবে পাওয়া যাচ্ছে তাও খতিয়ে দেখবে র‌্যাব ও পুলিশ। টানা কয়েক দিন এ অভিযান চলবে বলে জানান সংশ্লিষ্টরা। বাজারে অনিবন্ধিত সচল সিম পাওয়া গেলে সংশ্লিষ্ট অপারেটরকে জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংসদে অর্থমন্ত্রী-মাথাপিছু আয় বেড়ে ১৪৬৬ মার্কিন ডলার-ইত্তেফাক

বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় এক হাজার ৪৬৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত দিদারুল আলমের প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান। অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী ২০১৫-২০১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭ দশমিক ০৫ শতাংশ। ২০১৪-২০১৫ অর্থবছরে এই হার ছিল ৬ দশমিক ৫৫ শতাংশ। তিনি আরও বলেন, সাময়িক হিসাব অনুযায়ী ২০১৫-১৬ অর্থ বছরে মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৪৬৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। যা ২০১৪-১৫ অর্থ বছরে ছিল ১ হাজার ৩১৬ মার্কিন ডলার।

সাগর চুরির বিরুদ্ধে রাষ্ট্র কি ব্যবস্থা নিয়েছে জাতি জানতে চায় : ফিরোজ রশীদ -নয়া দিগন্ত

জাতীয় পার্টির সিনিয়র সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, ব্যাংকিং খাতে সাগর চুরি হয়েছে। রাষ্ট্র কি ব্যবস্থা নিয়েছে জাতি জানতে চায়। রাষ্ট্রূীয় ব্যাংকের টাকা লুট হবে, জাতি চেয়ে চেয়ে দেখবে, এটা তামাশার বস্তু নয়। তিনি রাষ্ট্র্রায়ত্ব সকল ব্যংকে বেসরকারি খাতে ছেড়ে দিয়ে একটি মাত্র ব্যাংক রাষ্টায়ত্ব ব্যাংক রাখার প্রস্তাব করেন।

সংসদে আজ ২০১৬-১৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে এই কথা বলেন। তিনি ব্যাংকিং খাতে অর্থলুটপাতের বিস্তারিত তুলে ধরেন।

কাজী ফিরোজ রশীদ বলেন, ৭ বছরে ব্যাংকিংখাতে ৩০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এর কোন বিচার হয়নি। ২০১০ সালৈ শেয়ার বাজারে ১০ হাজার কোটি টাকা লুটপাট হলো। এসব সাগরচুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে অর্থ মন্ত্রী কিছুই করছেন না। অথচ আজ সরকার যারা ধান উৎপাদন করে সেই কৃষকদের বিরুদ্ধে মামলা করছে।

নিষ্ঠুরতা! মায়ের কোলেই হত্যা-মানবজমিন

শিশুটির বয়স আট মাস। তার নাম মেহেদি হাসান রোশনি। মায়ের কোলেই পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে। নিষ্ঠুরভাবে। কক্সবাজারের চকরিয়ায় এমন নিষ্ঠুর হত্যাকা- চালিয়েছে এক অটোরিকশা চালক ও তার সহযোগিরা। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা এবং বাবা। শিশুটির বাবা মনজুর আলমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গারাঙ্গিয়া ইউনিয়নে। শনিবার রাত ৯টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া পৌরশহরের ব্যস্ততম চিরিঙ্গা সোসাইটি বাঁশঘাটা রোডের মাথায় এ ঘটনা ঘটে। শিশুটির হতভাগ্য বাবার অভিযোগ, রোশনিকে নিয়ে স্ত্রীসহ ১৫ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে শনিবার রাত নয়টায় চকরিয়া পৌর বাসটার্মিনালে নামেন। সেখান থেকে তারা একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে বাঁশঘাটা রোডস্থ কামাল ম্যানশনের ভাড়া বাসায় যাচ্ছিলেন। অটোরিকশাচালক বাসায় যাওয়ার সড়কে না ঢুকে তাদের সড়কের মাথায় নামিয়ে দেন। এছাড়া নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দাবি করেন। এ সময় সিএনজি চালকের সঙ্গে তাদের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চালক নাছির উদ্দিনের সঙ্গে তার ভাগ্নে ফয়সালও যোগ দেয়। মামা-ভাগ্নেসহ স্থানীয় আরও কয়েকজন মিলে মনজুর আলম ও তার স্ত্রীকে উপর্যুপুরি কিলঘুষি মারতে থাকেন। স্থানীয়রা জানায়, এ সময় মা তার কোলের শিশুকে কিল-ঘুষি থেকে রক্ষার জন্য চেষ্টা করেন। কিন্তু মায়ের কোলে থাকা আট মাস বয়সী শিশু রোশনির ছোট শরীরেরও ওই দুর্বৃত্তদের বহু কিল-ঘুষি পড়ে। এতে মারাত্মকভাবে আহত হয় শিশু রোশনি। পরে তাকে পাশের স্থানীয় জমজম হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।

রাজ্যসভাতেও শক্তিক্ষয় কংগ্রেসের-বর্তমান

কংগ্রেসের শক্তিক্ষয় অব্যাহত। এবং বাড়ছে সংকট। গত মাসে কেরল ও অসমে সরকার হাতছাড়া হয়েছে। রাজ্যে রাজ্যে দলে ব্যাপকভাবে ভাঙন শুরু হয়েছে। আর এবার সেই ভাঙনপর্ব হানা দিল রাজ্যসভাতেও। আজ ৭টি রাজ্যে হওয়া নির্বাচনের পর রাজ্যসভায় কংগ্রেসের শক্তি ৬৪ থেকে কমে হল ৫৭। আর পক্ষান্তরে শাসকপক্ষ বিজেপি রাজ্যসভায় ৪৯ থেকে নিজেদের শক্তি বাড়িয়ে নিল। বিজেপির এতদিন পর্যন্ত রাজ্যসভায় ছিল ৪৯ জন এমপি। আজ রাজ্যসভার ২৭টি আসনের নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যাচ্ছে পাঁচটি আসন বাড়িয়ে এখন রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা ৫৪। যা বিজেপির পক্ষে সংসদীয় রণকৌশলে অত্যন্ত ইতিবাচক প্রাপ্তি।

বরুণের ছবিতে ছয়লাপ উত্তরপ্রদেশ, ‘বাড়াবাড়ি’তে বিরক্ত বিজেপি হাইকম্যান্ড-আনন্দবাজার

ব্যাঙ্ক রোড, কাছারি রোড, সিভিল লাইন, পুলিশ লাইন- ছয়লাপ পোস্টারে পোস্টারে।

না, নরেন্দ্র মোদী বা অমিত শাহের নয়। পোস্টারের লড়াইয়ে এখানেও এগিয়ে রয়েছেন বিজেপির ‘গাঁধী’, বরুণ গাঁধী। ঠিক যে ভাবে যাবতীয় সমীক্ষায় এগিয়ে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ হিসেবে। সঙ্গম নগরীতেও পোস্টার-যুদ্ধে এগিয়ে তিনিই।

পোস্টারে বরুণের বড় ছবি, আর সঙ্গে ছোট ছবি নরেন্দ্র মোদীর ও বাকি নেতাদের। না, নিজেকে মুখ্যমন্ত্রী করার দাবিতে এই পোস্টার নয়। বরং বিজেপির রাজনৈতিক অবস্থান মেনেই উত্তরপ্রদেশে ‘মিশন ২৬৫’-এর কথা বলা হয়েছে। কোথাও বা আক্রমণ করা হয়েছে রাজ্যের অখিলেশ সরকারকে। কিন্তু শহরে পা রাখলেই মনে হবে, দলের একমাত্র মুখ বরুণ গাঁধীই। দলের ভবিষ্যতও তিনি। দলের একমাত্র সম্ভাবনা নিহিত রয়েছে বরুণেই।

রাজধানীতে চলন্ত গাড়িতে গণধর্ষণ, আটক ২-আজকাল

ফের চলন্ত গাড়িতে গণধর্ষণ দিল্লিতে। থানায় অভিযোগ জানালেন নির্যাতিতা। শনিবার রাতে নিজামুদ্দিন এলাকার একটি রেস্তোরা–তে খেতে গিয়েছিলেন বছর ২৩–এর ওই তরুণী। সেইসসময় তিন ব্যক্তি তাদের সঙ্গে যাওয়ার যেতে বলেন তাঁকে। অস্বীকার করলে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে ফেলে তাঁকে। তারপর চলন্ত গাড়িতেই দু’ঘন্টা ধরে গণধর্ষণ করে। তারপর দিল্লি পুলিসের সদর দপ্তর থেকে সামান্য দূরে সানলাইট কলোনির একটি উড়ালপুলের কাছে তাঁকে ফেলে দেয়। তরুণীর অভিযোগের ভিত্তিতে দু’জনকে আটক করেছে পুলিস। তাদের বিরুদ্ধে অপহরণ ও গণধর্ষণের মামলা রুজু হয়েছে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২ ‌‌