মার্চ ১৫, ২০২৪ ১৪:৪৮ Asia/Dhaka
  • একনজরে ১৫ মার্চ প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৫ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম: 

  • আইসিটির সূচকে বৈশ্বিক গড়ের চেয়ে পিছিয়ে বাংলাদেশ ’- প্রথম আলো
  • সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনের বিকল্প ব্যবস্থা নেই: কাদের- ইত্তেফাক
  • অশান্ত মিয়ানমার : সীমান্তের ওপারে থমথমে অবস্থা এপারে শঙ্কা-দৈনিক কালেরকণ্ঠ
  • যেসব কারণে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ - যুগান্তর
  • নিত্যপণ্যের দাম বাড়ছেই, চাপে দিশেহারা ভোক্তারা-মানবজমিন
  • কারাগার এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে : রিজভী-মানবজমিন

কোলকাতার শিরোনাম:

  • কীভাবে কপালে চোট মুখ্যমন্ত্রীর? ‘ধাক্কা রহস্যে’র ব্যাখ্যা দিল তৃণমূল- সংবাদ প্রতিদিন
  • আরোগ্য কামনার জন্য প্রধানমন্ত্রী মোদীকে জবাব দিলেন মমতা, কী লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী?-দৈনিক আনন্দবাজার পত্রিকা

  • বেকারত্ব, মুদ্রাস্ফীতি, ভাগীদারির মতো গুরুত্বপূর্ণ ইস্যু আছে ভারতে: রাহুল গান্ধী- গণশক্তি
  • ড্রোনের মোকাবিলা করবে ঈগল-আজকাল

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।

আইসিটির সূচকে বৈশ্বিক গড়ের চেয়ে পিছিয়ে বাংলাদেশ ’- প্রথম আলো 

দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) সূচকগুলোয় সমমানের অর্থনীতির দেশের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। এ ছাড়া সূচকে অগ্রগতির বৈশ্বিক যে গড়, তাতেও বাংলাদেশ বেশ পিছিয়ে। আইসিটির অর্থবহ সংযোগের অবকাঠামোগত উন্নয়নে এগোলেও সর্বজনীন সংযোগে ভালো অবস্থানে নেই বাংলাদেশ।

জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) গত ডিসেম্বেরে আইসিটি ডেভেলপমেন্ট ইনডেক্স (আইডিআই) ২০২৩ প্রকাশ করে। তাতে বাংলাদেশসহ ১৬৯টি দেশের আইসিটি পরিষেবার অগগ্রতি পর্যালোচনা করা হয়েছে।

আইটিইউ ২০০৯ সাল থেকে প্রতিবছরই আইডিআই প্রকাশ করে আসছিল। ২০১৮ সাল থেকে তারা আর এটা প্রকাশ করেনি। পরে ২০২১ সালে তথ্য সংগ্রহের কাজ শুরু করে ২০২৩ সালে ডিসেম্বরে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। ইনডেক্সে ৩৩টি দেশ সর্বোচ্চ ৯০ থেকে ১০০–এর মধ্যে স্কোর পেয়েছে। ৪৭টি দেশ ৮০ থেকে ৯০ স্কোর করতে পেরেছে। এবারের গড় স্কোর ৭২ দশমিক ৮। বাংলাদেশের স্কোর হচ্ছে ৬১ দশমিক ১, যা গড় স্কোরের চেয়ে কম।

সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনের বিকল্প ব্যবস্থা নেই: কাদের- ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পরিবর্তন চাইলে আরেকটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই। যে পরিবর্তন হয়েছে সেটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা আরাম আয়েশ করে সময় কাটাচ্ছেন। কর্মীদের আশা দিয়ে মাঠে নামিয়েছিল, সেই কর্মীরা এখন হতাশ। বিএনপিকর্মীরা নেতাদের ডাকে আন্দোলন করবে সেই অবস্থা নেই। এক কথায় বলব, বিএনপি এখন আন্দোলন করার সক্ষমতাও হারিয়ে ফেলছে। তিনি বলেন, জনগণ বিএনপির সঙ্গে নেই, জনগণের আন্দোলনে নেই, জনগণ শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। তার সততা, নেতৃত্ব এদেশের মানুষ মেনে নিয়েছে। ৭৫ এর পর দেশে সৎ, পরিশ্রমী, দক্ষ একজন নেতাও জন্ম হয়নি। কাজেই বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন।

অশান্ত মিয়ানমার : সীমান্তের ওপারে থমথমে অবস্থা এপারে শঙ্কা-দৈনিক কালেরকণ্ঠ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে গতকাল বৃহস্পতিবার কেবল দু-একটি হালকা অস্ত্রের গুলির আওয়াজ শোনা গেছে। সীমান্ত এলাকার বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দীর্ঘ অভিজ্ঞতায় তারা মনে করে, থমথমে অবস্থার পরে বড় ধরনের ঘটনা ঘটে থাকে। ওপারের প্রকৃত অবস্থা বোঝা সম্ভব নয় বলে তারা ‘বড় ধরনের ঘটনা’র শঙ্কায় আছে। একটি সূত্র জানায়, টানা দেড় মাসের যুদ্ধে মিয়ানমার সীমান্তের ১ নম্বর সেক্টরে আক্রমণ করেছে বিদ্রোহী আরাকান আর্মি। তবে ২ নম্বর সেক্টরের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যরা এখনো কিছুটা নিরাপদে নিজেদের ক্যাম্পে অবস্থান করছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি এলাকাটি আন্তর্জাতিক পিলার ৪৮-৫২ নম্বর পর্যন্ত বিস্তৃত। এর ওপারে ২ নম্বর সেক্টরে পাঁচ শতাধিক বিজিপির অবস্থান। এই সেক্টরটি আক্রান্ত হলে সেদিক থেকে আশ্রয়ের খোঁজে বাংলাদেশে আসার দৃশ্য দেখা যেতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছে।

যেসব কারণে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ - যুগান্তর

ছিনতাইয়ের শিকার হয়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এখন সোমালীয় উপকূলে জলদস্যুদের জিম্মায়। যেখানে জিম্মি হয়ে সময় কাটছে ২৩ নাবিকের। অতিঝুঁকিপূর্ণ এলাকার বাইরে কেন এই জাহাজটি জলদস্যুদের কবলে পড়ল, এখন তা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। কারও কারও মতে, পরিকল্পিতভাবেই ছিনতাই করা হয়েছে জাহাজটিকে।

মেরিটাইম বিশেষজ্ঞরা ধারণামতে, চার কারণে বাংলাদেশি জাহাজ 'এমভি আবদুল্লাহ' ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে।  তাদের মতে, দস্যুতারোধে চিহ্নিত এলাকায় আন্তর্জাতিক বাহিনীর টহল ছিল না। কম গতিতে চলছিল জাহাজটি, ড্রাফট ছিল বেশি। ঘাটতি ছিল কাঠামোগত নিরাপত্তাব্যবস্থায়ও। মেরিটাইম বিশেষজ্ঞ ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম বলেন, জলদস্যুরা নরমালি তা ট্র্যাকিং করে। যারা এগুলোর সঙ্গে জড়িত তারা জাহাজের রুট সম্পর্কে জানে এবং জাহাজকে মনিটর করে সংঘবদ্ধভাবে আক্রমণ করে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, সচরাচর কম ড্রাফট আর দ্রুতগতির জাহাজ আক্রমণ করে না দস্যুরা। কিন্তু এমভি আবদুল্লাহ ছিল বেশি ড্রাফট আর কম গতির জাহাজ। সেই সঙ্গে ছিল না বাড়তি নিরাপত্তা। ফলে জাহাজটিতে সহজেই উঠে পড়েন জলদস্যুরা। 

কারাগার এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে : রিজভী-মানবজমিন

কারাগার এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচনের পরে সরকার নতুন দুরভিসন্ধিতে লিপ্ত রয়েছে। আবারো তারা টার্গেট করেছে জিয়া পরিবারকে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে বা কব্জায় নিয়ে মিথ্যা অপপ্রচারের গোলক ধাঁধায় শুরু করেছে বানোয়াট প্রোপাগান্ডা। অপপ্রচার আর মিথ্যার পুরনো কাসুন্দি ব্যবহার করছেন নিরন্তরভাবে। নিজ দলের লুটপাট, সম্পদ পাচার, দখল, রাতারাতি কোটিপতি হওয়ায় নেতাদের গল্প যে আলিফ লায়লার গল্পকেও হার মানাচ্ছে, তা সরকার পরিকল্পিতভাবে এড়িয়ে যায়। এই রমজানে ক্ষুধার্ত ক্ষুব্ধ মানুষের হাহাকারের এসওএস বার্তা সরকার কি শুনতে পায়? নিমজ্জমান মানুষের অনুচ্চারিত যন্ত্রণাকে পাত্তা দেয় না ডামি সরকার।’

নিত্যপণ্যের দাম বাড়ছেই, চাপে দিশেহারা ভোক্তারা-মানবজমিন

বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপই কাজে আসছে না। শুক্রবার নতুন করে বৃদ্ধি পেয়েছে লেবু, শশা, ধনিয়া পাতা, টমেটোর দাম। বাজার ভেদে প্রতি ডজন লেবু বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৪০ টাকায়। মানভেদে শশার কেজি ৮০ থেকে ১২০ টাকা। দাম বাড়ার দৌড়ে আরও এগিয়েছে খেজুর। সব থেকে কম দামি খেজুর বিক্রি হচ্ছে ২৫০-৫০০ টাকায়। ভালো মানের খেজুর ২৫০০ টাকা পর্যন্ত। 

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, রমজানে চাহিদার শীর্ষে থাকা তরমুজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা কেজি দরে। সেই হিসেবে ছোট সাইজের একটি তরমুজ কমপক্ষে ৩০০ থেকে ৬০০ টাকা। ইফতারী সামগ্রী প্রস্তুতে ব্যবহৃত বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়।

ভরা মৌসুমে আলু জাত ভেদে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৫০ টাকায়। আর টমেটো বিক্রি হচ্ছে মানভেদে ৫০ থেকে ৮০ টাকায়। বেড়েছে কাচা মরিচের দাম। প্রতিকেজি মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। ব্যবসায়ীদের অভিযোগ, আবহাওয়া খারাপ থাকায় গত সপ্তাহ থেকে সব ধরণের সবজির আমদানি কম। তাই সবজির বাজার চড়া।

কীভাবে কপালে চোট মুখ্যমন্ত্রীর? ‘ধাক্কা রহস্যে’র ব্যাখ্যা দিল তৃণমূল- সংবাদ প্রতিদিন

কীভাবে আঘাত লাগল মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee), তা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই ‘পিছন থেকে ধাক্কা’র ব্যাখ্যা দিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। এবার এই ‘ধাক্কা রহস্যে’ মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা চিকিৎসক শশী পাঁজা। জানালেন, ‘পুশ ফ্রম বিহাইন্ড’ শব্দের ভুল ব্যখ্যা করা হচ্ছে। শশী পাঁজা বললেন, “বিষয়টা সিনকোপ। অনেক সময় হঠাৎ করে মূর্ছা যাওয়ার ঘটনা ঘটে। এর সঙ্গে কেউ ধাক্কা দেওয়ার কোনও সম্পর্ক নেই।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটের ব্যাখ্যা দিতে গিয়ে বৃহস্পতিবার এসএসকেএমের তরফে বলা হয়েছিল ‘পুশ ফ্রম বিহাইন্ড’। অর্থাৎ পিছন থেকে ধাক্কা। যা নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয় বিভিন্ন মহলে। রীতিমতো বিতর্ক তৈরি হয়। বাড়িতে কীভাবে ধাক্কা? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে এসএসকেএমের তরফে এই ধাক্কার ব্যাখ্যা দেওয়া হয়েছিল। এবার এই ইস্যুতে মুখ খুললেন শশী পাঁজা। বললেন, “বিষয়টা সিনকোপ। অনেক সময় হঠাৎ করে মূর্ছা যাওয়ার ঘটনা ঘটে। এর সঙ্গে কেউ ধাক্কা দেওয়ার কোনও সম্পর্ক নেই। শরীরের মধ্যে আমচকা অস্থিরতা দেখা দেয়। সেই সময় কেউ পড়ে যেতেই পারে।”

আরোগ্য কামনার জন্য প্রধানমন্ত্রী মোদীকে জবাব দিলেন মমতা, কী লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী?-দৈনিক আনন্দবাজার পত্রিকা

বাড়িতে পড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চোট লাগার খবর পাওয়া মাত্রই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতার দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। ১৩ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীকে ‘ধন্যবাদ’ জানিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রীও। মোদীর বার্তা প্রসঙ্গে মমতা এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘আপনার প্রার্থনা ও শুভকামনার জন্য কৃতজ্ঞ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ধন্যবাদ।’’

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরেই দ্রুত আরোগ্য কামনা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, কংগ্রেস রাহুল গান্ধী-সহ রাজনীতির বিশিষ্টজনেরা। আহত তৃণমূলনেত্রীর আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন কংগ্রেস সাংসদ শশী তারুর, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। দ্রুত আরোগ্য কামনায় বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

ড্রোনের মোকাবিলা করবে ঈগল-আজকাল

বিদেশী চিন্তাভাবনা এবার ভারতে। নেদারল্যান্ডস এবং ফ্রান্স যেভাবে বিপক্ষের ড্রোনের মোকাবিলা করে সেটাই এবার ভারতের মাটিতে। তেলেঙ্গানা পুলিশ ৩ টি ঈগলকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে। আকাশে ড্রোন দেখলেই এই ঈগলগুলি সেগুলিকে কব্জা করে মাটিতে নামিয়ে আনবে। তেলেঙ্গানা পুলিশের শীর্ষকর্তারা এদিন ঈগল গুলিকে পরীক্ষা করে দেখেন। যদি এই প্রচেষ্টা সফল হয় তবে তা হবে দেশের মধ্যে প্রথম। প্রসঙ্গত ২০২১ সাল থেকে ভারত পাকিস্তান সীমান্তে ড্রোনের আনাগোনা বেড়েছে। ড্রোন করে মাদক, অস্ত্র ভারতে পাঠায় পাকিস্তান। সীমান্ত পারের এই ড্রোন রুখতে এই পদক্ষেপ নিল ভারত।#

ট্যাগ