কথাবার্তা: বাংলাদেশে তরুণরাই বেশি আক্রান্ত হচ্ছে
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ এপ্রিল বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- বাাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৭, নতুন শনাক্ত৪১৪-দৈনিক ইত্তেফাক
- শনিবার কিট হসন্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র-দৈনিক মানবজমিন
- শেখ হাসিনার নেতৃত্বে ভয়কে জয় করব, ইনশাআল্লাহ-ওবায়দুল কাদের দৈনিক যুগান্তর
- দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-সরকার পয়সাওয়ালাদের হাজার কোটি টাকা প্রণোদনা দিচ্ছে আর নিরন্নরা মরছে- রিজভীর অভিযোগ
- ডাক্তার পুলিশ এত আক্রান্ত কেন!-দৈনিক সমকাল
- দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল-বাংলাদেশ প্রতিদিন
- সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা’দত হুসাইন আর নেই-দৈনিক কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- দেশে করোনা আক্রান্ত ছাড়াল ২১ হাজার, নতুন সংক্রমণ ১৪০৯ -দৈনিক আনন্দবাজার পত্রিকা
- করোনা আবহেও সাম্প্রদায়িকতার ভাইরাস ছড়াচ্ছে বিজেপি –অভিযোগ সোনিয়ার-দৈনিক সংবাদ প্রতিদিন
- বিজেপির অপপ্রচার রুখতে মুখ্যমন্ত্রীর ডাক, মালবাহী বিমানে চড়ে শহরে প্রশান্ত কিশোর -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১) করোনাভাইরাস মোকাবেলায় ভারত বাংলাদেশে সেনা পাঠানোর কথা বলছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
২) পারস্য উপসাগরে ইরানের আইআরজিসির বোটগুলোকে ধ্বংস করে দেয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঐ নির্দেশ সম্পর্কে আাপনার মূল্যায়ন কি?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
বিশ্ব করোনা পরিস্থিতির আপডেটি খবরে একনজরে-দৈনিক ইত্তেফাকের খবর যুক্তরাষ্ট্রে করোনায় আরো ১৭৩৮ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন করোনা দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকবে। এদিকে এ পর্যন্ত বিশ্বে ১,৮৫,০৬১ জনের মৃত্যু হয়েছে।মোট আক্রান্তের সংখ্যা ২৬,৫৩,৮৯৯। মোট সুস্থ্ হয়েছে ৭,২৭,৮৫৭ জন। আজ মানবদেহে পরীক্ষা শুরু অক্সফোর্ডে, সাফল্য নিয়ে ৮০ শতাংশ নিশ্চিত। এদিকে রাশিয়ায় একদিনে আক্রান্ত ৫ হাজারের বেশি।
বাংলাদেশের করোনা পরিস্থিতি:
দেশে করোনায় তরুণ ও যুবকরাই বেশি আক্রান্ত-দৈনিক যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, দেশের তরুণ ও যুবকদের মধ্যে করোনাভাইরাসের আক্রান্তের হার সর্বাধিক। ২১ থেকে ৩০ বছর বয়সীরাই এই বৈশ্বিক মহামারীতে বেশি সংক্রমিত হচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার বিকালে অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, তরুণদের সচেতন হতে হবে। তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অতিপ্রয়োজন ছাড়া তাদের ঘরের বাইরে বের হওয়া যাবে না। এ সংক্রান্ত পরিসংখ্যান দিতে গিয়ে তিনি জানান, আক্রান্তদের ১০ শতাংশ ষাটোর্ধ্ব বছর বয়সী, ১৫ শতাংশ ৫১-৬০ বছর বয়সী, ১৮ শতাংশ ৪১-৫০ বছর বয়সী, ২২ শতাংশের বয়স ৩১-৪০ বছর, ২৪ শতাংশ ২১-৩০ বছর বয়সী, ১১-২০ বছর বয়সী আট শতাংশ। এছাড়া ১০ ও দশের নিচেও তিন শতাংশ রয়েছে।
নারীর তুলনায় পুরুষদের আক্রান্তের হার বেশি জানিয়ে তিনি বলেন, করোনায় আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৮ শতাংশ ও নারী ৩২ শতাংশ।
তরুণদের উদ্দ্যেশ্য করে এই অধ্যাপক বলেন, আপনারা নিজেকে সুরক্ষিত করুন, অন্যকেও সুরক্ষিত রাখতে সহায়তা করুন। অতিপ্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না।
তিনি বলেন, করোনা পরীক্ষায় আমাদের ঢাকা ও ঢাকার বাইরে মোট ২১টি প্রতিষ্ঠান আছে। গত ২৪ ঘণ্টায় এসব প্রতিষ্ঠান থেকে আমরা সর্বমোট নমুনা সংগ্রহ করেছি তিন হাজার ৯২১টি। আর পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৪১৬টি।
স্বাস্থ্য অধিদফতরের অনলাইন ব্রিফিংয়ে এসে তিনি বলেন, গতকালের তুলনায় নমুনা সংগ্রহ ২৮ দশমিক ৪৭ শতাংশ বেশি। আর পরীক্ষা ১০ দশমিক ৩৪ শতাংশ বেশি। এ পর্যন্ত ৩৬ হাজার ৯০টি পরীক্ষা করা হয়েছে।
নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করে কারখানা চালু রাখা যাবে-দৈনিক মানবজমিন
বিস্তারিত খবরে লেখা হয়েছে, বর্ধিত ছুটির সময়ে ঔষধশিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পসহ সকল কলকারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করে চালু রাখতে পারবেন। আজ সরকারি ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ৫ই মে পর্যন্ত সরকারি ছুটি বাড়িয়ে এ প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো এবং পরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।
সরকারি নির্দেশনায় বলা হয়, জরুরি পরিসেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন। সড়ক ও নৌপথে সকল প্রকার পণ্য পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক, লরী, কার্গো ভেসেল চলাচল করতে পারবে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
দেশে করোনা আক্রান্ত ছাড়াল ২১ হাজার, নতুন সংক্রমণ ১৪০৯-দৈনিক আনন্দবাজার পত্রিকা
এ খবরে লেখা হয়েছে, সারা দেশে চলছে লকডাউন। কিন্তু তার মধ্যেও করোনাভাইরাস সংক্রমণের হার বেড়েই চলেছে। দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২১ হাজার। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করো করোনা সংক্রমণ ধরা পড়েছে ১৪০৯ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১ হাজার ৩৯৩। তবে সংক্রমণ বৃদ্ধির হারের নিরিখে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা।
তবে উদ্বেগ কিছুটা রয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি নিয়ে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১ জনের।
করোনা আবহেও সাম্প্রদায়িকতার ভাইরাস ছড়াচ্ছে বিজেপি’, অভিযোগ সোনিয়ার-দৈনিক সংবাদ প্রতিদিন
এখবরে লেখা হয়েছে, দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যেও সাম্প্রদায়িকতার ভাইরাস ছড়ানো বন্ধ করেনি বিজেপি। অভিযোগ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi)। সোনিয়ার কথায়, বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ঢেলে আমাদের সমাজের সৌহার্দ্য নষ্ট করতে চাইছে। মহারাষ্ট্রের পালঘরে সাধু হত্যার ঘটনায় যেভাবে সাম্প্রদায়িকতার রং লাগানোর চেষ্টা হচ্ছে, সেটাকেই নিশানা করলেন কংগ্রেস সভানেত্রী।
নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে থাকতে হচ্ছে চিকিৎসকদের,ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ গ্রহণ যোগী সরকারের -দৈনিক আজকালওয়া দাওয়া নেই! ঘরে ফেরার দাবি
করোনা–যুদ্ধের সামনের সারির যোদ্ধাদের মান এবং প্রাণ রক্ষার জন্য অর্ডিন্যান্স এনেছে কেন্দ্রীয় সরকার। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী বা আশাকর্মীদের উপর হেনস্থা হলেই দোষীদের সাত বছরের কারাদণ্ড হতে। বৃহস্পতিবারই তাতে স্বাক্ষরও করে দিয়েছেন রাষ্ট্রপতি। কিন্তু সেই করোনা–যোদ্ধাদেরই সামান্য পরিচ্ছন্ন আশ্রয়ও জোটেনি যোগী আদিত্যনাথের রাজ্যে। ঘটনাটি রায়বরেলির।
রায়বরেলির সরকারি হাসপাতাল লাগোয়া একটা সরকারি স্কুলে সক্রিয় কোয়ারানটাইন কেন্দ্র গড়ে সেখানে রাখা হয়েছে কর্তব্যরত চিকিৎসক এবং প্যারামেডিক্যালের কর্মীদের। কারণ চিকিৎসা করার সময় কোনওরকমে ভাইরাসের সংস্পর্শে তাঁরা এলেও যাতে তাঁদের পরিবার সুরক্ষিতই থাকে। সেই সরকারি স্কুলেরই তিনটে ভিডিও ক্লিপিংস মঙ্গলবার সন্ধ্যা, বুধবার সকাল এবং বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ওই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা।
ভিডিওয় দেখা যাচ্ছে যেখানে তাঁরা রয়েছেন, সেখানে নোংরা পরিবেশ, অপরিচ্ছন্ন শৌচালয়, সোশ্যাল মিডিয়ায় ফুটেজ ভাইরাল হতেই নড়েচড়ে বসে উত্তর প্রদেশ সরকার।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩