কথাবার্তা: প্রতারণার চালচিত্র-শারমিন রিমান্ডে,গ্রেফতার ফারজানা, সাহেদের কীর্তি!
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৫ জুলাই শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- করোনায় ৩৮ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় শনাক্ত ২৫২০ জন-দৈনিক ইত্তেফাক
- নকল মাস্ক দেয়ার মামলায় গ্রেফতার আ.লীগ নেত্রী শারমিন, তিন দিনের রিমান্ডে-দৈনিক প্রথম আলো
- স্বাস্থ্যে দুর্নীতির ১১ উৎস চিহ্নিত দুদকের, ২৫ সুপারিশ-দৈনিক যুগান্তর
- ঈদের আগেই ৩০ লাখ পরিবারে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পৌঁছানোর লক্ষ্য
- স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিশেষজ্ঞরা-কালের কণ্ঠ
- বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু-দৈনিক সমকাল
- সিলেটে করোনা সার্টিফিকেট নিয়ে প্রবাসীদের ভোগান্তি-দৈনিক মানবজমিন
- রিমান্ডে থেকেই লোভনীয় প্রস্তাব দিলে সাহেদ-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- জোড়া কৌশলে চীনকে চাপ দিতে চায় দিল্লি-আনন্দবাজার পত্রিকা
- বাজার-রাস্তায় ফের উপচে ভড়া ভীড়-উধাও দূরত্বের বিধি, মাস্ক পরতে অনীহা-সংবাদ প্রতিদিন
- মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান-আজকাল
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আপনি কী বলবেন?
২. ইরানের একটি যাত্রীবাহী বিমানকে মার্কিন জঙ্গিবিমান সিরিয়ার আকাশে বাধা দেয়ার পর জাতিসংঘ বলেছে, সবাইকে বেসামরিক যাত্রীবাহী বিমানের নিরাপত্তার প্রতি সম্মান দেখাতে হবে। ঘটনাটিকে আপনি কীভাবে দেখছেন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকেটি খবর:
করোনার আপডেট খবর: ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৪৩ হাজার ৩৮৪ জন- মোট আক্রান্ত ১ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ৩৫৭। যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় দিন ৭০ হাজার আক্রান্ত।করোনায় ভারতে মৃত্যুর নতুন রেকর্ড। আক্রান্ত ১৩ লাখ ছাড়াল। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা–শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু। প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও শনাক্ত কমেছে। তবে মৃত্যু বেড়েছে। নতুন করে ২ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে ২ লাখ ২১ হাজার ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২ হাজার ৮৭৪ জন মারা গেছেন। করোনা হার্ড ইমিউনিটি অর্জন সহজ নয়। বহু সময় লাগবে। আশঙ্কা হু' গবেষকদের।
স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয়: নতুন ডিজি-দৈনিক যুগান্তর

স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। শনিবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি। খুরশীদ আলম বলেন, দুর্নীতির জন্য শুধু সরকারকে দায়ী না করে সবাইকে ব্যক্তিগতভাবে সৎ হতে হবে। আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই, তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। তিনি বলেন, দুর্নীতির কথা যদি বলেন, আমি বলব দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙুল তুলি, সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এই দুর্নীতির অংশ।
রাষ্ট্রপতির কাছে দুদকের প্রতিবেদন-স্বাস্থ্যে দুর্নীতির ১১ উৎস চিহ্নিত-দৈনিক যুগান্তর

স্বাস্থ্য খাতে দুর্নীতির ১১টি উৎস চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এগুলো বন্ধে ২৫ দফা সুপারিশও করে সংস্থাটি। কেনাকাটা, টেন্ডার, সেবা, নিয়োগ, বদলি, পদায়ন, ইকুইপমেন্ট ব্যবহার ও ওষুধ সরবরাহসহ বিভিন্ন খাতে কী ধরনের দুর্নীতি হয় তা তুলে ধরা হয়।চিহ্নিত উৎসগুলো দ্রুত বন্ধে তৈরি সুপারিশসহ একটি প্রতিবেদন রাষ্ট্রপতিকেও দিয়েছে দুদক। কিন্তু সুপারিশগুলো বাস্তবায়ন করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। দুদক যে ১৪টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছিল তাদের কাজ দেয়াও বন্ধ হয়নি।সংশ্লিষ্টরা বলছেন, মহাপরিচালক আবুল কালাম বিদায় নিলেও রেখে গেছেন দুর্নীতির নানা কীর্তি। এসবের সঙ্গে তিনি একা জড়িত নন। মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে একজন তৃতীয় শ্রেণির হিসাবরক্ষক আবজাল পর্যন্ত এর ঢালপালা ছড়িয়েছে। হাতেগোনা কয়েকজন দুর্নীতি থেকে দূরে থাকলেও সিস্টেমের কারণে তারাও আটকা পড়েছেন। দুদক গত বছরের মাঝামাঝি সময়ে প্রতিবেদনটি রাষ্ট্রপতির কাছে দিয়েছে। প্রতিবেদনের আলোকে নীতিমালা তৈরির মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ার উদ্যোগ নেয়া হলে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হতো। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ যুগান্তরকে বলেন, আমরা দেখতে পাচ্ছি নানা রকমের দুর্নীতি স্বাস্থ্যসেবাকে কলঙ্কিত করছে। এ কলঙ্কের দাগ অনেকের গায়েই আছে।
মিথ্যা পরিচয়ে কল করাই তার চাকরি, বেতন লাখ টাকা!-দৈনিক সমকাল

'হ্যালো, আমি কাস্টমস কর্মকর্তা ফারজানা মহিউদ্দিন বলছি। বিদেশ থেকে আপনার নামে একটি পার্সেল এসেছে।’ এভাবেই শুরু হয় তার বক্তব্য। তবে ধীরে ধীরে আসে নানা জটিলতার কথা। তিনি জানান, পার্সেলটির জন্য ‘কাস্টমস ফি’ হিসেবে প্রাপককে মোটা অঙ্কের টাকা দিতে হবে। একটু পর আবারও ফোন করে বলেন, ‘পার্সেলে অবৈধ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা রয়েছে। এগুলো বৈধ করার জন্য ফি দিতে হবে, নইলে মানি লন্ডারিং আইনে মামলায় পড়বেন।’ এভাবে উল্টাপাল্টা বুঝিয়ে টার্গেট ব্যক্তিকে নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরে টাকা পাঠাতে বলা পর্যন্তই ছিল তার দায়িত্ব।
অবশ্য বাস্তবে তিনি কাস্টমস কর্মকর্তা নন, আর যাকে কল দেওয়া হয়েছে তার নামেও কোনো পার্সেল আসেনি। আসলে মিথ্যা পরিচয়ে লোকজনকে কল দেওয়াই ছিল তার চাকরি। এজন্য বেতন হিসেবে তিনি পেতেন প্রতারণার অর্থের পাঁচ শতাংশ। এতে মাসে গড়ে দুই লাখ টাকা আয় হতো তার। তবে এমন লোভনীয় চাকরি বেশি দিন করতে পারেননি ভুয়া কাস্টমস কর্মকর্তা রাহাত আরা খানম ওরফে ফারজানা মহিউদ্দিন। ফেসবুকে বন্ধুত্ব গড়ে তোলার পর উপহার পাঠানোর নামে ফাঁদে ফেলে প্রতারণায় জড়িত নাইজেরীয় চক্রের সহযোগী হিসেবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন সমকালকে বলেন, দেড় বছর আগে রাহাত আরা খানমকে নিয়োগ দেয় বিদেশি প্রতারক চক্র। তবে তখন তাকে বলা হয়েছিল মার্চেন্ডাইজার হিসেবে কাজ করার কথা। বাস্তবে তাকে প্রতারণার গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যবহার করেছে চক্রটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, দুই মাসে শতাধিক মানুষের কাছ থেকে পাঁচ-ছয় কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। রাজধানীর পল্লবীতে তাদের অফিস রয়েছে। সেখানেই কাজ করতেন উচ্চশিক্ষিত এই তরুণী।
সিআইডি কর্মকর্তারা জানান, প্রতি সপ্তাহে ১০ জনকে উপহারের ফাঁদে ফেলার টার্গেট নিয়ে কাজ করত নাইজেরীয় চক্রটি। তারা ফেসবুকে বন্ধুত্ব গড়ে একপর্যায়ে মূল্যবান উপহারসামগ্রী পাঠানোর কথা জানাত। এরপর কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ফোন করতেন রাহাত আরা খানম। প্রত্যেক ভুক্তভোগীর কাছ থেকে অন্তত দুই লাখ টাকা আদায়ের চেষ্টা করত তারা। সর্বোচ্চ একজনের কাছে ২১ লাখ ৬৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। এই হিসাবে সপ্তাহে পাঁচজনকে ফাঁদে ফেলে প্রত্যেকের কাছ থেকে গড়ে দুই লাখ টাকা আদায় করলেও তা মাসে ৪০ লাখ টাকা হয়। পাঁচ শতাংশ হারে এই টাকার মধ্যে দুই লাখ পেতেন রাহাত আরা খানম। অবশ্য সবসময় হিসাব এমনই থাকত তা নয়। টাকার পরিমাণ যেমন কখনও কমে যেত, তেমনি আবার বেড়েও যেত।
নকল মাস্ক দেওয়ার মামলা, আ.লীগ নেত্রী শারমিন ৩ দিনের রিমান্ডে-দৈনিক প্রথম আলো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী শারমিন জাহানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন (সিএমএম) আদালত এই আদেশ দেন। আসামি শারমিন জাহানকে আদালতে হাজির করে তিন দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে এই আদেশ দেন। শারমিন জাহানকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সাহেদ সম্পর্কে আজকের দৈদনিক কালের কণ্ঠের খবর- র্যাবের রিমান্ডে জালিয়াতির কথা স্বীকার সাহেদের। আর বাংলাদেশ প্রতিদিন লিখেছে, রিমান্ডে থেকেই লোভনীয় প্রস্তাব দিলেন সাহেদ।বিস্তারিত খবরে লেখা হয়েছে, প্রতারণার জাদুকর সাহেদের দাপটে তটস্থ থাকতেন পুলিশ কর্মকর্তারা। তদবির না শুনলে অনেক কর্মকর্তাকে উল্টো ফাঁসিয়েছেন তিনি। রিমান্ডে থেকেও অব্যাহত রয়েছে তার সুনিপুণ প্রতারণার চেষ্টা। তদন্তসংশ্লিষ্ট অনেককে লোভনীয় প্রস্তাব দিয়ে বসেছেন বহুরূপী এই ভয়ঙ্কর প্রতারক। অন্যদিকে, করোনা টেস্ট না করে সার্টিফিকেট দেওয়াসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে করা মামলায় সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলী দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে এ জবানবন্দি দেন। এ ছাড়া অস্ত্র মামলায় সাহেদকে সাত দিনের রিমান্ডে চাইবে র্যাব। এর আগেই তাকে আদালতের মাধ্যমে কারা কর্তৃপক্ষের সহায়তায় সাতক্ষীরা কারাগারে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব সদর দফতর।
সূত্রে জানা গেছে, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা পরিচয়ে ফোন দিয়ে অবৈধ সুবিধা চাইতেন দেশের বিভিন্ন এলাকায় দায়িত্বে থাকা ওইসব পুলিশসহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তার কাছে। তবে তার তদবির না শুনলেই অনেক কর্মকর্তার ক্ষতিও করেছেন সাহেদ। ওপরমহলের কাছে উল্টো ওইসব কর্মকর্তার বদনাম করে তাদের বিভাগীয় শাস্তি কিংবা দুর্গম অঞ্চলে বদলি করিয়েছেন। ওই যাতনা বয়ে বেড়াচ্ছেন এখনো অনেক কর্মকর্তা। তদন্তসংশ্লিষ্টদের কাছে এরই মধ্যে অনেক ভুক্তভোগী কর্মকর্তা তাদের অভিযোগ জানিয়েছেন।
সূত্র আরও বলছেন, দফায় দফায় সাহেদকে জিজ্ঞসাবাদে ব্যস্ত রাখলেও এখনো তার অনেক তথ্যের বিষয়ে বিভ্রান্তিতে রয়েছেন তদন্তসংশ্লিষ্টরা। কোনটা সত্য আর কোনটা মিথ্যাÑ এ নিয়েও রয়েছেন দ্বিধায়। অন্যদিকে, সাহেদের কাছে পাওনাদারদের কোনো সদুত্তর দিতেও পারছেন না তদন্ত তদারকি কর্মকর্তারা। আদালতের বিচারিক ব্যবস্থা শেষ করে আদৌ তারা পাওনা টাকা ফিরে পাবেন কিনা, এমন হতাশায় দিনাতিপাত করছেন অনেক ভুক্তভোগী।
নাম প্রকাশে অনিচ্ছুক তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সাহেদ ভারত থেকে পড়াশোনা করেছেন এমন দাবি করলেও আমার তা বিশ্বাস হয় না। এইচএসসি কোথা থেকে পাস করেছেন জানতে চাইলে তিনি বলেছেন, ইংলিশ মিডিয়াম থেকে। তবে তার অনেক ইংরেজি উচ্চারণই ঠিকমতো হয় না। তিনি পুরোপুরি এক ভ-। আমার কয়েকজন কনস্টেবলকেও তিনি নানা অফার দিয়ে বসেছিলেন।’
আস্থার সংকটে ভার্চুয়াল আদালত-দৈনিক সমকাল
উন্নত বিশ্বের আদলে করোনা সংক্রমণ পরিস্থিতিতে বাংলাদেশেও ডিজিটাল তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুরু হয়েছে ভার্চুয়াল আদালতের কার্যক্রম। গত ২৫ মার্চ থেকে নিয়মিত আদালতে বিচারকাজ বন্ধ হওয়ার পর আইন সংশোধন করে ১১ মে দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু করা হয়। দেশের যে কোনো প্রান্ত থেকেই এখন বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানিতে অংশ নিচ্ছেন। শুনানির পর আদেশও দিচ্ছেন বিচারকরা। করোনা সংক্রমণ ঝুঁকি এড়িয়ে বিচারকাজ অব্যাহত রাখতে এটি দেশের বিচার বিভাগের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত।
গত আড়াই মাসে দেশের উচ্চ ও অধস্তন ভার্চুয়াল আদালত থেকে জামিন পেয়েছেন ৬৯৮টি শিশুসহ ৬০ হাজার ৪০৭ আসামি। এ সময় এক লাখ ২০ হাজার ৯৪০টি জামিন আবেদনের শুনানি গ্রহণ করা হয়েছে। তবে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের যে 'উচ্ছ্বাস ও আগ্রহ' ছিল তাতে ক্রমেই ভাটা পড়েছে। কারণ ভার্চুয়াল আদালতকে শুধু জামিন ও জরুরি বিষয়াদি শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে; মামলার বিচার বা রায় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি। তা ছাড়া ভার্চুয়াল আদালত পরিচালনায় বিচারকদের প্রশিক্ষণ, ডিজিটাল উপকরণের ঘাটতি বা এগুলোর ক্রয়ে বরাদ্দ না থাকা এবং আইনজীবীদের প্রশিক্ষণ এবং উপকরণের ঘাটতিও অন্যতম। প্রস্তুতি ছাড়াই ভার্চুয়াল আদালত চালু করায় সাইবার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

শ্রমিক স্পেশাল ট্রেন থেকে আয় ৪২৯ কোটি, কেন্দ্রকে ‘দরিদ্র-বিরোধী’ তকমা রাহুলের-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে,করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে আসছেন তিনি। এ বার কেন্দ্রীয় সরকারকে ‘দরিদ্র-বিরোধী’ বলে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। করোনা সঙ্কটে পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালিয়ে রেল ৪২৯ কোটি টাকা ঘরে তুলেছে বলে জানা গিয়েছে। তা নিয়েই কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন রাহুল। তাঁর অভিযোগ, বিপর্যয়ের সময়েও ফায়দা তুলতে ব্যস্ত মোদী সরকার।
জোড়া কৌশলে চীনকে চাপ দিতে চায় দিল্লি-দৈনিক আনন্দবাজার পত্রিকা
বিস্তারিত খবরে লেখা হয়েছে, ভারত সরকারকে পণ্য বা পরিষেবা দেওয়ার দরপত্রের ক্ষেত্রে চীনের সংস্থাগুলির প্রবেশের পথ কার্যত গতকালই বন্ধ করে দিয়েছে দিল্লি। অন্য দিকে ভারতকেই বিশ্বাসযোগ্য বাণিজ্য-বন্ধু হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরতে চাইছে তারা। আপাতত এই সাঁড়াশি আক্রমণেই বাণিজ্য-যুদ্ধে চীনকে চাপে রাখতে চায় দিল্লি।
ভারতে করোনার আপডেট খবর: ভারতে করোনায় মোট আক্রান্ত ১৩ লাখ ৩৬ হাজার ছাড়াল। এ সময় মারা গেছেন ৭৫৭ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৯১৬ জন। আনন্দবাজারসহ প্রায় সব দৈনিকে পরিসংখ্যানটি পারিবেশিত হয়েছে।
দৈনিক আজকালের খবরে লেখা হয়েছে, করোনায় আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি কোয়রান্টিনে আছেন। এই প্রথম ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হলেন। এদিকে দৈনিক আনন্দবাজার পত্রিকার একটি খবরে লেখা হয়েছে, দেশে প্রথম করোনার পরীক্ষামূলক টিকা নিলেন দিল্লির এই যুবক। এর ফলের উপর নজর রেখেই স্থির হবে পরীক্ষার পরবর্তী ধাপ।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫