মার্চ ২৮, ২০২১ ১৭:২২ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৮ মার্চ রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • সরাইলে থানায় হামলা, সংঘর্ষের পর ২ লাশ উদ্ধার-প্রথম আলো
  • হেফজতের হরতালে উত্তপ্ত ঢাকা- চ্ট্গ্রাম মহাসড়ক,অন্তত ৫ টি গাড়িতে আগুন, গুলিবিদ্ধ ১-ইত্তেফাক
  • ২০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি-পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় নিন্দা, উদ্বেগ– মানবজমিন
  • সতর্ক অবস্থানে বিএনপি-কালের কণ্ঠ
  • অপতৎপরতা এড়াতে সতর্ক নিরাপত্তাবাহিনী-বাংলাদেশ প্রতিদিন
  • আটকে গেল হাজি-যুগান্তর
  • মুরগির বাজারে আগুন-সমকাল

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • প্রথম দফার ৩০ আসনের মধ্যে ২৬টিই জিতবে বিজেপি, দাবি অমিত শাহর -সংবাদ প্রতিদিন
  • প্রথম দফার ভোটে অভিযোগের পাল্লা ভারী তৃণমূলের-কার ঝুলিতে বেশি বোট পড়ল-আজকাল

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর।

হেফাজতের হরতাল

হেফাজতের হরতাল সম্পর্কিত খবর আজকের প্রায় সব দৈনিকে বিশেষ গুরুত্বসহ প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর খবরে লেখা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ হেফাজতে ইসলামের হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর দুটি লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে গন্ডগোলে সিলেট-চট্টগ্রামের ট্রেন বন্ধ। সরকারি স্থাপনায় আগুন, ট্রেন ও প্রেসক্লাবে হামলা চালিয়েছে হরতাল সমর্থকরা।ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, উত্তপ্ত ঢাকা-চ্ট্রগ্রাম মহাসড়ক। অন্তত ৫ টি গাড়িতে আগুন, গুলিবিদ্ধ হয়েছে ১ জন। মানবজমিনের খবরে লেখা হয়েছে, হেফাজতের হরতাল, সড়ক অবরোধ, অবস্থান, বিক্ষোভ সংঘর্ষ।সিলেটে রাজপথে হেফাজতের নেতাকর্মীরা, যান চলাচল বন্ধ। হেফাজতের দাবি গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় ৮ জন নিহত হয়েছে। 

এদিকে আজকের হরতালে সতর্ক অবস্থানে বিএনপি বলে খবর দিয়েছে কালের কণ্ঠ। আর ইত্তেফাকের খবরে হেফাজতের হরতাল সম্পর্কে লেখা হয়েছে, রাজধানীতে ঢিলেঢালা হরতাল, চলেছে গণপরিবহন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

অন্যদিকে প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, উচ্ছৃঙ্খল আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তা না হলে জনগণের জানমাল ও সম্পদ রক্ষায় সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি। আসাদুজ্জামান খান কামাল বলেন, গত দুই দিন ধরে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ও গোষ্ঠী ধর্মীয় উন্মাদনায় চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল ও আশুগঞ্জ উপজেলায় সরকারি সম্পত্তি ধ্বংস করেছে।

২০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি-পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় নিন্দা, উদ্বেগ-মানবজমিন

দেশের ২০ জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে অভিযোগ করেছেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সরকার সংকীর্ণভাবে ও দলীয় দৃষ্টিকোণ থেকে উদযাপন করেছে। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্ক থাকায় তাঁকে বাদ দিয়ে ভারতের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো সংগত হতো বলেও তারা মনে করেন। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, গতকাল  পরশু ছিল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এই গৌরবময় দিনটি সরকার সংকীর্ণভাবে ও দলীয় দৃষ্টিকোণ থেকে উদযাপন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কয়েকজন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের সাহায্য বা সহযোগিতার কথা মনে রেখে ভারতের কোনো উপযুক্ত প্রতিনিধিকে এই দিবস উদযাপন উপলক্ষে আমন্ত্রণ করা প্রত্যাশিত ছিল। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে বিরাজমান বিভিন্ন বিতর্কের কারণে ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হলে তা সংগত হতো।

বিবৃতিদাতারা মনে করেন, বাংলাদেশ বিরোধী বিভিন্ন কর্মকা- বক্তব্যের অভিযোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার প্রতিবাদ করার অধিকার বাংলাদেশের নাগরিকদের রয়েছে।

তারা বলেন, এই প্রতিবাদ করতে গিয়ে গত কয়েক দিনে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেভাবে পুলিশ ও ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হয়েছেন, তা উদ্বেগজনক। হাটহাজারীতে এমন একটি ঘটনায় পুলিশের গুলিতে কয়েকজন মাদ্রাসাছাত্রের নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাঁরা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ী পুলিশ সদস্য, কর্মকর্তা ও ব্যক্তিদের বিচার দাবি করেন।বিশিষ্ট এই নাগরিকেরা বলেন, ‘আমরা মনে করি, এসব হামলার মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে এবং আমাদের স্বাধীনতার উৎসবকে কালিমালিপ্ত করা হয়েছে। নিয়মতান্ত্রিকভাবে যেকোনো প্রতিবাদ করার সাংবিধানিক স্বাধীনতা ও অধিকার জনগণের রয়েছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তির সময়ে গুলি চালিয়ে ও নির্যাতন করে এই অধিকার রুদ্ধ করার অপচেষ্টা এ দেশের স্বাধীনতার লক্ষ্য ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি নির্মম উপহাস। আমরা এর তীব্র প্রতিবাদ ও গভীর ক্ষোভ জানাচ্ছি।

বিবৃতিদাতারা হলেন এম হাফিজ উদ্দিন খান, আলী ইমাম মজুমদার, জাফরুল্লাহ চৌধুরী, পারভীন হাসান, আনু মুহাম্মদ, বদিউল আলম মজুমদার, সি আর আবরার, সৈয়দা রিজওয়ানা হাসান, সারা হোসেন, আসিফ নজরুল, শহিদুল আলম, হাসনাত কাইয়ুম, নূর খান, শিরীন হক, জাকির হোসেন, লুবনা মরিয়ম, শারমীন মুরশিদ, ফেরদৌস আজিম, নায়লা জামান খান ও রেহনুমা আহমেদ।

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে,শান্তিপূর্ণ প্রতিবাদ হয়ে উঠতে পারে সহিংস, হরতাল ঘিরে যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা সতর্কতা। বিস্তারিত খবরে লেখা হয়েছে, হেফাজতে ইসলামের ডাকা রোববারের হরতালকে কেন্দ্র করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এবং নাগরিকদের ই-মেইলের মাধ্যমে এ ব্যাপারে অবগত করা হয়।কূটনৈতিক এলাকার বাইরে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীদের সমস্ত ভ্রমণ প্রয়োজনীয় কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং দূতাবাসের কর্মীরা এই সময়জুড়ে কূটনৈতিক এলাকার মধ্যে তাদের চলাচল সীমাবদ্ধ রাখবেন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ শান্তিপূর্ণ প্রতিবাদও সহিংস হয়ে উঠতে পারে।

অন্যদিকে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের একাধিক নাগরিক মানবজমিনকে নিশ্চিত করেছন, তাদের দূতাবাস থেকে প্রেরিত ই-মেইলের মাধ্যমেও অনুরূপভাবে সতর্ক করা হয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে এমন কিছু শিক্ষাপ্রতিষ্ঠানও হরতালকে কেন্দ্র করে তাদের কার্যক্রম বন্ধ রাখবে বলে সংশ্লিষ্ট অভিভাবকদের নিশ্চিত করেছে।।

ঢাকা ছেড়ে গেলেন মোদি-তিস্তা সমস্যা সমাধান নিয়ে কোনো ‘মন্তব্য’ নেই, -ইত্তেফাক/মানবজমিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ঢাকা এবং ঢাকার বাইরে ব্যস্ত কর্মসূচিতে কাটিয়ে বহুল আলোচিত দু’দিনের বাংলাদেশ সফর শেষ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাত সাড়ে ৯টার দিকে তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান। পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন বিমানবন্দরে তাকে বিদায় জানান। সফরের দ্বিতীয় দিন শনিবার মোদির সবচেয়ে তাৎপর্যপূর্ণ কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক। দ্বিপক্ষীয় ওই শীর্ষ বৈঠকে ৫টি সমঝোতা সই হয়েছে। উদ্বোধন হয় ৯টি প্রকল্প। বাংলাদেশ সফর এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বিষয়ে মোদি এক টুইট বার্তায় বলেন, আমার সফরকালে বাংলাদেশের জনগণ যে আন্তরিকতা দেখিয়েছে তার জন্য আমি তাঁদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তাঁর উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই।

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি (ফাইল ফটো)

আমার বিশ্বাস, এই সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ফলপ্রসূ হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা ভারত-বাংলাদেশ সম্পর্কের সকল বিষয়ে বিস্তৃত পর্যালোচনা করেছি এবং ভবিষ্যতে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ আরও গভীর করার উপায়গুলো নিয়েও আলোচনা করেছি। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন- তিস্তা সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করেননি নরেন্দ্র মোদি। মন্ত্রী জানান, সীমান্তে আর একজন বাংলাদেশিও যেনো বিএসএফ কর্তৃক নিহত না হয়, তা নিশ্চিতের জোরালো দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সীমান্তে শান্তি, সম্প্রীতি ও স্থিতাবস্থা বজায় রাখার লক্ষ্যে কম্প্রিহেনসিভ বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যানের আওতায় বিজিবি ও বিএসএফকে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাবার নির্দেশনা দিয়েছেন দুই প্রধানমন্ত্রী।

তাণ্ডব চালানো সবাই বিএনপির পৃষ্ঠপোষক: ওবায়দুল কাদের-ইত্তেফাক

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতে গতকাল শুক্রবার (২৬ মার্চ) দেশের বিভিন্ন জেলায় যারা তাণ্ডবলীলা চালিয়েছে তারা সবাই বিএনপির পৃষ্ঠপোষক।

গতকাল শনিবার (২৭ মার্চ) সকালে নিজ সরকারি বাসভবনে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, ‘সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে।’ ওবায়দুল কাদের মনে করেন, ‘বায়তুল মোকাররমের ভেতরে সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালিয়েছে সেগুলোর জবাব দেবে জনগণ। অন্য এক প্রসঙ্গে কাদের বলেন, ক্ষমতার পরিবর্তন কেবলমাত্র নির্বাচনই। তাই বিএনপিকে অপেক্ষা করতে হবে আগামী নির্বাচন পর্যন্ত।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

প্রথম দফার ৩০ আসনের মধ্যে ২৬টিই জিতবে বিজেপি, দাবি অমিত শাহর

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভোটের ফল বেরনোর কথা ২ মে। কিন্তু অমিত শাহ (Amit Shah) ততদিন অপেক্ষা করতে রাজি নন। প্রথম দফার ভোটের পরের দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একপ্রকার ফলাফল ঘোষণা করে দিলেন। দিল্লিতে ঘটা করে সাংবাদিক বৈঠক করে দাবি করলেন, প্রথম দফার ৩০টি আসনের মধ্যে ২৬টি আসনেই জিতবে গেরুয়া শিবির। শাহর দাবি, বিজেপি নিজেদের পূর্ব নির্ধারিত ২০০ আসনের টার্গেট পূরণ করতে চলেছে। আর প্রথম দফা ভোটের পরই সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছে। গতকাল রাজ্যের ৩০ আসনের নির্বাচনে প্রত্যাশা ছাপিয়ে গিয়েছিল ভোটের হার।  গতবারের তুলনায় ভোট পড়েছে অনেকটাই বেশি। ৫ জেলায় ভোট পড়েছিল প্রায় ৮৮ শতাংশ। সাধারণত বেশি ভোটের হার প্রতিষ্ঠান বিরোধিতার ইঙ্গিত দেয়। আর সেটাই মূল ভরসার জায়গা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

বহু বছর পর শান্তিপূর্ণ ভোট, নির্বাচন কমিশনের পরিচালনা ‌দেখে আপ্লুত বিজেপি‌-আজকাল

শান্তিপূর্ণ ভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাল গেরুয়া শিবির। অপরাধীদের বন্দি করা হলেই পরের দফা থেকে আরও শান্তিতে এবং অবাধে ভোট করা যাবে, প্রথম দফার নির্বাচনের দিন বেলা গড়াতেই কমিশনের দ্বারস্থ একথাই জানাল বঙ্গ বিজেপি নেতৃত্ব। 

নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানান, ‘বিগত চার দশকে এমন শান্তিপূর্ণ নির্বাচন দেখেনি পশ্চিমবঙ্গ। প্রথম দফাতে অবাধে ৯০% সাধারণ মানুষ ভোট দিয়েছেন। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত গোলমাল হয়েছে। অপরাধীদের বন্দি করা হলে পরের দফা থেকে তাও হবে না।’

বাড়িতে বসে ভোটে আগ্রহ নেই অশীতিপরদের, ‘ফ্লপ’ কমিশনের পোস্টাল ব্যালট আনার উদ্যোগ

জেলায় ৮০ বছরের উর্ধ্বে ভোটার রয়েছেন ৩৫ হাজারেরও বেশি। কিন্তু কমিশনের ১২ নম্বর ফর্ম পূরণ করে বাড়িতে বসে ভোটদানের জন্য আবেদন করেছেন মাত্র আড়াই হাজার ভোটার! নির্বাচন কমিশনের এই অভিনব উদ্যোগ কার্যত ‘ফ্লপ’ হতে চলেছে। কিন্তু কেন? মালদহ জেলা প্রশাসনের এক শ্রেণির আধিকারিকের মতে, বাড়িতে বসে ভোট দিলে তাঁর ভোটটা (West Bengal Assembly Elections 2021) অন‍্যরা জেনে যেতে পারেন বলে বয়স্ক ভোটাররা আশঙ্কা করছেন। তাই তাঁরা বুথে গিয়ে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ