-
'আজকের দিনে 'ভিটামিন ডি ঘাটতি' শরীরের একটি বড় সমস্যা'
ডিসেম্বর ০২, ২০২২ ১০:৪৮আপনি কি জানেন ভিটামিন ডি শরীরের জন্য কেন প্রয়োজন? কতটা গুরুত্বপূর্ণ এই ভিটামিন ডি। এর অভাবে বড় বড় রোগ হতে পারে এবং যা সারাজীবন বয়ে বেড়াতে হতে পারে! ভিটামিন ডি ঘাটতি জনিত রোগব্যাধী এবং করণীয় নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাজাদা সেলিম বললেন' আজকের দিনে ভিটামিন ডি 'ম্যাজিক ড্রাগ'।