তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎকার। পর্ব-১
https://parstoday.ir/bn/news/bangladesh-i102096-তেহরানে_নিযুক্ত_বাংলাদেশের_রাষ্ট্রদূতের_সাক্ষাৎকার_পর্ব_১
প্রিয় দর্শক, পাঠক ও শ্রোতাবন্ধুরা! বাংলাদেশ এ বছর পালন করছে স্বাধীনতা ও বিজয়ের পঞ্চাশতম বার্ষিকী বা সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষে বিচিত্র বিষয়ে রেডিও তেহরানের সঙ্গে কথা বলেছেন তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. এফ. এম. গওসোল আযম সরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৪, ২০২২ ১৭:৫০ Asia/Dhaka

প্রিয় দর্শক, পাঠক ও শ্রোতাবন্ধুরা! বাংলাদেশ এ বছর পালন করছে স্বাধীনতা ও বিজয়ের পঞ্চাশতম বার্ষিকী বা সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষে বিচিত্র বিষয়ে রেডিও তেহরানের সঙ্গে কথা বলেছেন তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. এফ. এম. গওসোল আযম সরকার।

সোনার বাংলা গড়ার স্বপ্ন ও তার বাস্তবায়নের অবস্থা, বাংলাদেশের সামনে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো কাটিয়ে ওঠার উপায়, বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি ইত্যাদি বিষয়ে রাষ্ট্রদূত মন খুলে কথা বলেছেন। তাঁর এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন নাসির মাহমুদ। সাক্ষাৎকারটি দীর্ঘ হওয়ায় আমরা দুই পর্বে আপলোড করেছি। দেখুন প্রথম পর্ব।

পার্সটুডে/নাসির মাহমুদ/৪

সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব দেখতে এই লিংকে ক্লিক করুন।