ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত হয়ে উঠছে ঢাকা: যানজট নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য
টানা চার দিন ঈদের ছুটি শেষে আজ থেকে খুলেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, ব্যবসা-বাণিজ্য, শেয়ারবাজার। ছুটি শেষে কর্মব্যস্ত হয়ে উঠছে রাজধানী।
গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি। রবিবার (১০ জুলাই) সারা দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রবিবার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি।
টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য মতে, ঈদুল আজহা উপলক্ষে গত ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬টি মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছিল।
ছুটি শেষে গতকাল সোমবার রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। সময় স্বল্পতা এবং ভোগান্তি এড়াতে অনেকে স্ত্রী, সন্তানদের রেখে একাই ফিরছেন ঢাকায়। অনেকে সপরিবারেই ফিরেছেন। তবে আজ (মঙ্গলবার) ভোর থেকে ঢাকায় ফিরছেন অনেক কর্মজীবী।
তবে, পদ্মা সেতুর কল্যাণে এবারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলার মানুষদের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক। আর দুর্ভোগ পোহাতে হয়েছে যমুনা সেতু পারাপারকারী যাত্রীদের। এ পথে ঈদ যাত্রায় অনেকের ৭-৮ ঘণ্টার পথ পাড়ি দিয়ে সময় লেগেছে ২৮-৩০ ঘণ্টা।
সব জায়গায় সড়কের অবস্থা ভালো ছিল: কাদের
এদিকে, সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, এবারের ঈদে সব জায়গায় সড়কের অবস্থা ভালো ছিল। ঈদ যাত্রায় সড়কের কারণে কোথাও যানজট হয়নি।
আজ (মঙ্গলবার) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, উত্তরাঞ্চল রুটে সমস্যা বেশি হয়েছে। কিন্তু সেটি হওয়ার কথা ছিল না। যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে।
দেশের ইতিহাসে সর্বোচ্চ দুর্ভোগ পোহাতে হয়েছে: রিজভী
তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ইতিহাসে সর্বোচ্চ দুর্ভোগ পোহাতে হয়েছে এই ঈদে। এবারের ঈদে একশ টাকার ভাড়া ৫শ টাকা গুণতে হয়েছে। ৫ ঘণ্টার পথ ৩০ থেকে ৩২ ঘন্টায়ও শেষ হয়নি। অনেক মানুষকে ঈদ করতে হয়েছে রাস্তাতেই, কেউ ঈদের দিন দুপুরে বাড়িতে পৌঁছাতে পেরেছেন।
আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
এ সময় রিজভী আরও বলেন, বাংলাদেশে উন্নয়নের নামে হরিলুট করে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করে দেশকে ফোকলা করে দেওয়া হয়েছে। বিদ্যুতের যে জ্বালানির প্রয়োজন সেটি একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। বিদ্যুৎ উৎপাদন না করে আমদানিমুখী হলে সরকারের এই অবস্থাই হয়। এই সরকার ক্ষমতায় আসার পর গ্যাস উত্তোলন না করে তারা আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। এখন কয়লা, গ্যাসসহ জ্বালানি সংকটে দেশে বিদ্যুত সংকট ভয়াবহ রূপ ধারণ করেছে।
অস্ট্রেলিয়ায় ১০ ঘন্টা বা কোথাও কোথাও ১৮ ঘন্টা লোডশেডিং হয়- তথ্যমন্ত্রী হাছান মাহমুদের বক্তব্যকে ‘উদ্ভট’ খবর হিসেবে অভিহিত করে মন্ত্রীর কঠোর সমালোচনা করেন বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, তাঁতী দলের আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল কবির প্রমুখ।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।