সরকারই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে: অভিযোগ বিএনপির
মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: ওবায়দুল কাদের
-
জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওবায়দুল কাদের
বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ (শুক্রবার) সাভারে জাতীয় স্মৃতিসৌধে, দলের নেতাদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এসময় বিজয়ের ৫১ বছরের অর্জন সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বিজয়কে নস্যাৎ করতে, সাম্প্রদায়িক শক্তি এখনও তৎপর। তাই তাদের রুখে দিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবন্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এদিকে, স্মৃতি সৌধে ফুলের শুভেচ্ছা দেয়ার পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছে। তাদের হাত থেকে দেশের জনগণ মুক্তি চায়।
আর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, বিজয়ের ৫১ বছরে এসেও দেশে রাজনৈতিক সৌহার্দ্য তৈরি হয়নি। চলছে বিভেদ হানাহানি। তাই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সরকারকে উদ্যোগ নিতে হবে বলে মনে করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

অপর দিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে স্বাধীনতার পাঁচ দশকেরও পরে স্বাধীনতাবিরোধী অপশক্তি আজকে আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বিদেশিদের কাছে দেশ সম্পর্কে নানা ধরনের ভুল তথ্য দিচ্ছে। দেশে-বিদেশে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী।
বিজয় দিবস উপলক্ষে আজ (শুক্রবার) সকালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। #
পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/১৬