মোনাজাতে আত্মশুদ্ধি ও নিরাপত্তা কামনা; ফিরতি পথে সংকটে মুসল্লীদের ভোগান্তি
https://parstoday.ir/bn/news/bangladesh-i118770-মোনাজাতে_আত্মশুদ্ধি_ও_নিরাপত্তা_কামনা_ফিরতি_পথে_সংকটে_মুসল্লীদের_ভোগান্তি
আত্মশুদ্ধি, ইহ ও পারলৌকিক কল্যাণ, মাগফিরাত ও মুসলমানদের নিরাপত্তা চেয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হল দাওয়াতে তাবলিগের ৫৬তম বিশ্ব ইজতেমা। মুসলিম উম্মাহ'র সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় টঙ্গির তুরাগ তীরে আখেরি মোনাজাতে অংশ লাখ লাখ মুসল্লী। আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয় ময়দান ও আশপাশের এলাকা।  মোনাজাত পরিচালনা করেন, ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ২২, ২০২৩ ১৮:৪১ Asia/Dhaka

আত্মশুদ্ধি, ইহ ও পারলৌকিক কল্যাণ, মাগফিরাত ও মুসলমানদের নিরাপত্তা চেয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হল দাওয়াতে তাবলিগের ৫৬তম বিশ্ব ইজতেমা। মুসলিম উম্মাহ'র সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় টঙ্গির তুরাগ তীরে আখেরি মোনাজাতে অংশ লাখ লাখ মুসল্লী। আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয় ময়দান ও আশপাশের এলাকা।  মোনাজাত পরিচালনা করেন, ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ।

আজ রোববার দুপুর সোয়া বারোটায় শুরু হওয়া আখেরি মোনাজাত শেষ হয়, দুপুর পৌনে একটায়। আখেরি মোনাজাতকালে গোটা ইজতেমা ময়দান আল্লাহু আকবর ধ্বনীতে মুখরিত হতে থাকে। এ সময় মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি, দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য, দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করেন তারা।

এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ এসো জড়ো হয় ইজতেমা ময়দান এলাকায়। ময়দানে স্থান সংকুলান না হওয়ায় অনেকে অবস্থান করেন আশপাশের এলাকার ভবন ও বিভিন্ন মার্কেটের ছাদে। আখেরি মোনাজাতে ইজতেমাস্থল,উত্তরা,কামারপাড়া ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

মোনাজাত শেষে মুসল্লিরা যেনো নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম। মেট্রোরেলের পাশাপাশি অতিরিক্ত বাস সার্ভিসেরও ব্যবস্থা রাখা হয়েছিল। 

তবে আখেরি মোনাজাত শেষে একসঙ্গে এত মানুষ ফিরতে গিয়ে বিড়ম্বনায় পড়েন মুসল্লিরা। যানবাহন সংকটে অধিকাংশ মুসল্লিই হেঁটে বাড়ির পথ ধরেন। যারা যানবাহন পেয়েছেন তাদের গুনতে হয়েছে কয়েকগুণ বেশি ভাড়া।#

 

পার্সটুডে/নিলয়/ বাবুল আখতার/ ২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।