বিশ্ব বেতার দিবস পালন করল আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা
বাংলাদেশ বেতারের সদর দপ্তর প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব বেতার দিবস-২০২৩ পালন করেছে 'আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা'।
২০১২ সাল থেকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো প্রতিবছর ১৩ ফেব্রুয়ারিকে 'বিশ্ব বেতার দিবস' হিসেবে পালন করে আসছে। এবারের প্রতিপাদ্য- 'রেডিও এবং শান্তি'। বিশ্বের অন্যান্য দেশের সাথে তালমিলিয়ে বাংলাদেশেও দিবসটি যথাযোগ্যভাবে পালন করে আসছে সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠান ও সংগঠন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বেতার জাঁকজমকপূর্ণভাবে নিয়মিত দিবসটি উদযাপন করে আসছে। বিশেষকরে বাংলাদেশ বেতার দিনব্যাপী নানা আয়োজনে হাজারো শ্রোতাদের সাথে নিয়ে দিবসটি পালন করে থাকে।

নবগঠিত আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা এই দিবসটি কেন্দ্র করে ৱ্যালি, শ্রোতা সমাবেশ, আলোচনা সভা ও মতবিনিময়ের আয়োজন করেছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন - ক্লাবের ক্ষুদে সদস্য শ্রোতা- সোহেল মুরাদ স্নিগ্ধ। স্বাগত বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সেক্রেটারী মোঃ সোহেল রানা হৃদয়।

আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি ও রেডিও তেহরানের বাংলাদেশ মনিটর মোঃ শাহাদত হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যের শুরুতেই তিনি 'আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা' প্রতিষ্ঠার তৃতীয় দিনেই এ ধরনের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। এসময় তিনি ঢাকার আশেপাশের জেলার শ্রোতাদেরকে আগ্রহী করতে ক্লাবের পরিচালনা পর্ষদের প্রতি আহ্বান জানান।
আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার সভাপতি বিশিষ্ট ডি-এক্সার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম রিপন তার বক্তব্যে কর্মসূত্রে ঢাকায় বসবাসরত শ্রোতাদের সমন্বয়ে গঠিত আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার উত্তরোত্তর সাফল্য কামনা করে উপস্থিত শ্রোতাবন্ধুদেরকে সবাইকে শুভেচ্ছা জানান। সেইসাথে পরবর্তী যেকোনো আয়োজনে সাথে থাকার জন্য আহ্বান জানান তিনি।

সংগঠনটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডি-এক্সার এটিএম আতাউর রহমান রঞ্জু আজকের বিশেষ দিনটি সম্পর্কে বলেন, বেতার শ্রোতাদের কাছে দিবসটির গুরুত্ব বেশ। তবে শ্রোতাদের জন্য রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক কোন পৃষ্ঠপোষকতা নেই। তবুও বেতার শ্রোতারা নিজেরা মনের খোরাক মেটাতে জাতীয় ও আন্তর্জাতিক বেতারের বিভিন্ন অনুষ্ঠান শুনে মতামত এবং রিসিপশনমান রিপোর্ট পাঠিয়ে থাকেন।
এসময় তিনি বলেন, 'রেডিও সম্প্রচার বন্ধের ভিড়েও রেডিও তেহরান শর্টওয়েভে তাদের আন্তর্জাতিক সম্প্রচার চালিয়ে যাচ্ছে, এটা ডি-এক্সারদের জন্য সুখের খবর।
অনুষ্ঠানে বেতার শ্রোতা ফাউন্ডেশন, নরসিংদী'র এডমিন হোসাইন মুসা বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। রেডিও তেহরানের অনুষ্ঠানের প্রচার ও প্রসারে খুব শীঘ্রই নরসিংদীতে আইআরআইবি ফ্যান ক্লাব গঠনের কথা বলেন তিনি।
অনুষ্ঠান উপস্থিত অন্যান্য সদস্যরা তাদের বক্তব্যে বেতার দিবসের প্রতিপাদ্য নিয়ে নানান বক্তব্য তুলে ধরেন
আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন- সহ-প্রচার সম্পাদক- শামীম উদ্দিন শ্যামল, সহ-ক্রীড়া সম্পাদক- মোঃ সাগর মিয়া, সংস্কৃতি/অনুষ্ঠান সম্পাদক- আতাউর রহমান রঞ্জু, সহ-সংস্কৃতি/অনুষ্ঠান সম্পাদক- খন্দকার এরফান আলী, নারী ও শিশু বিষয়ক সম্পাদক- মোছাঃ রওশন আরা লাবনী, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক- আলো আহমেদ৷

এছাড়াও উপস্থিত ছিলেন- আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের অর্থ সম্পাদক শরিফা আক্তার পান্না, রহমত উল্লাহ সরকার, জাহাঙ্গীর আলম, আজহারুল ইসলাম তামিম, আতিকুল ইসলাম, রবিউল আওয়াল, মিতু ফারিয়া, মুসলিমা আক্তার, লিটন ভূঞা, খোকন মিয়া, হাবিবুর রহমান হাবিব, আয়নুল হক হৃদয়, এমদাদুর রহমান, আরিফুল ইসলাম, মুগ্ধ ও স্নিগ্ধ। ভারত থেকে আগত শ্রোতাবন্ধু আনারুল ইসলাম, বুলবুল শেখ এবং আশানুর জামান।
নবগঠিত ক্লাবের কার্যকরী কমিটিতে ক্রীড়া সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম রানাকে মনোনীত করা হয়।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার পথচলা শুরু হয়। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের প্রচার-প্রসারে ক্লাবটি নানা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। যার প্রথম আয়োজিত অনুষ্ঠান এটি। বিশেষ দিনে ক্লাবটির কার্যক্রম শুরু করতে পেরে সংগঠনের সকলে বেশ উৎফুল্ল। সারা বছর নানা আয়োজনে রেডিও তেহরানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ক্লাবটির পরিচালনা পর্ষদ ও সকল সদস্য।
বার্তা প্রেরক:
সোহেল রানা হৃদয়
সেক্রেটারি, আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৩