ফুটবলের ভালোবাসায় দূরত্ব ঘোচালো আর্জেন্টিনা-বাংলাদেশ, অর্থনৈতিক সমৃদ্ধির প্রত্যাশা
https://parstoday.ir/bn/news/bangladesh-i120216-ফুটবলের_ভালোবাসায়_দূরত্ব_ঘোচালো_আর্জেন্টিনা_বাংলাদেশ_অর্থনৈতিক_সমৃদ্ধির_প্রত্যাশা
দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর ঢাকায় ফের দূতাবাস চালু করেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। সোমবার বিকেলে রাজধানীর বনানীর বি ব্লকের ২৩ নম্বর সড়কের ৫০ নম্বর প্লটের একটি ভবনে এই দূতাবাস উদ্বোধন করেন ঢাকায় সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১৪:৫৩ Asia/Dhaka

দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর ঢাকায় ফের দূতাবাস চালু করেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। সোমবার বিকেলে রাজধানীর বনানীর বি ব্লকের ২৩ নম্বর সড়কের ৫০ নম্বর প্লটের একটি ভবনে এই দূতাবাস উদ্বোধন করেন ঢাকায় সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের প্রতি আর্জেন্টিনার ভালোবাসা আছে। যে কারণে এখানে দূতাবাস খোলা হলো। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডও গতি পাবে। এটা শুধু দুই দেশের রাজনৈতিক-অর্থনৈতিক-কূটনৈতিক সম্পর্কের উন্নয়নই নয়, বরং দেশের জনগণের আবেগেরও বিষয় রয়েছে বলেই জানান এই লাতিন রাজনীতিক।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারো বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়, কয়েক বছর পর জান্তা সরকারের সময় ১৯৭৮ সালে তা বন্ধ হয়ে যায়। কিন্তু বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার জন্য অনবরত ভালোবাসা দেখিয়ে গেছে। তারা আর্জেন্টিনাকে ভুলে যায়নি, সে জন্যই আবারও বাংলাদেশে দূতাবাস চালু করা হয়েছে।

ফুটবলের প্রতি ভালোবাসা যে হাজার হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে দুই দেশকে অনেক কাছে নিয়ে এসেছে, সে কথা উল্লেখ করে  বাংলাদেশেরপররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, ভৌগোলিক দূরত্বের বাধা পেরিয়ে দুই দেশের জনগণ হৃদয়ের বন্ধনে আবদ্ধ। বাংলাদেশে আর্জেন্টিনার মিশন পুনরায় চালু হওয়ার মধ্য দিয়ে আমাদের সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে তৈরি হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার প্রতিক্রিয়ায় বলেছেন, এরপরে মেসির দেশে বাংলাদেশের দূতাবাস করে দু'দেশের সম্পর্ক আরো বাড়ানোর কাজ চলবে।

ডক্টর আমেনা মহসীন

ম্যারাডোনা-মেসিপ্রেমীদের আবেগের সাক্ষী এ দূতাবাস আগামীতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সম্মৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসীন। পুনরায় দূতাবাস চালুর ফলে দুই দেশের সম্পর্কে ব্যাপক উন্নতি হবে বলেও মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. আমেনা মহসিন। তিনি বলেন,  একটি দেশের আন্তর্জাতিক পরিমণ্ডলের সম্পর্ক যত বেশি হবে তার উন্নয়ন সম্প্রসারণ তত বাড়বে।

মেসিপ্রেমী বিভিন্ন বয়সী দর্শকরাও উচ্ছসিত নতুন করে শুরু হওয়া দূতাবাস চালুর খবরে। তাই তো কুড়িগ্রামের ভুরুঙ্গামারী খামারপত্র নবীশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কুদ্দুস মনে করেন, এই আনুষ্ঠানিক নতুন সম্পর্ক নতুন প্রজন্মের কাছে মেসি ম্যারাডোনাকে জানাতে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে নতুন জোয়ার আনবে। যা সত্যিই উচ্ছ্বাসের বলেই মনে করেন উত্তর জনপদের এই সাবেক শিক্ষক। 

আর চট্টগ্রামের নো-এক্সিট টেক্সটাইল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক (ইনচার্জ চট্টগ্রাম) মো: জাকারিয়া চৌধুরী যুবরাজ বলেন, ফুটবলের প্রেমে অর্জিত সম্পর্ককে অর্থনৈতিক ভিত্তিকে রুপান্তর করে অবশ্যই দেশ দুটি লাভবান হবে।

দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে ফুটবল এবং কৃষিতে সহযোগিতাসহ চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। #

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/২৮

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।