টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম জয় পেল বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i120526
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এটি। 
(last modified 2025-07-24T06:12:35+00:00 )
মার্চ ০৯, ২০২৩ ১৮:২৯ Asia/Dhaka
  • মাত্র ২৭ রানে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি হাঁকিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান নাজমুল হোসেন শান্ত
    মাত্র ২৭ রানে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি হাঁকিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান নাজমুল হোসেন শান্ত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এটি। 

আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং পেয়ে বাটলারের ৪২ বলে ৬৭ রানে ১৫৬ পর্যন্ত করতে পেরেছিল ইংলিশরা। ওই রান ২ ওভার আগেই টপকে যায় বাংলাদেশ।

রান তাড়ায় উত্তাল শুরু আনেন দুই ওপেনার। বিশেষ করে দলে ফেরা রনি তালুকদার ছিলেন তেতে। আগ্রাসী শুরুর সুর বেধে দেন তিনিই। লিটন দাস শুরুতে বাউন্ডারি পেলেও এক পাশে থেকে দেখছিলেন রনির আগ্রাসন। প্রথম ৩ ওভারে ৩২ রান তুলে ফেলে বাংলাদেশ। ১৪ বলে ৪ বাউন্ডারিতে ২১ রান করে আউট হন রনি তালুকদার। লিটন দাস ফেরেন ১২ রানে। এরপর বিধ্বংসী ফিফটি হাঁকান নাজমুল হোসেন শান্ত। ৩০ বলে ৮ বাউন্ডারিতে ৫১ রান নেন তিনি। অভিষিক্ত তৌহিদ হৃদয় ফেরেন ২৪ রানে। এরপর ২৪ বলে ৬ বাউন্ডারিতে ৩৪ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক সাকিব আল হাসান। আফিফ হোসেন করেন ১৩ বলে ১৫।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড়ের আভাস দেন জস বাটলার-ফিল সল্ট। এই দুজনের জুটি ভাঙার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন অধিনায়ক সাকিব নিজেই। নাসুম আহমেদের বলে ১৯ রানে থাকা বাটলারের লোপ্পা ক্যাচ ফেলে দেন তিনি। জীবন পেয়ে পরে ৪২ বলে তিনি করেন ৬৭ রান।

ইংলিশ দুই ওপেনার প্রথম ৬ ওভারে তুলেছিলেন বিনা উইকেটে ৫১ রান। পাওয়ার প্লের শেষ ওভারে সল্ট ও বাটলার দুজনই সাজঘরে ফিরতে পারতেন। কিন্তু সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। সল্টের ফিরতি শট নাসুমের জন্য ধরা ছিল কঠিন। খানিক পর অবিশ্বাস্যভাবে বাটলারের ক্যাচ ফেলে দেন সাকিব।

প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে দল জেতান ডাভিড মালানকে লম্বা সময় থাকতে দেয়নি বাংলাদেশ। সাকিবের বলে ছক্কা পেটাতে গিয়ে লং অনে ধরা দেন তিনি। এই ধাক্কা সামলে দলকে টানছিলেন বাটলার। হাসানকে টানা দুই ছক্কায় উড়িয়ে ১৮০ রানের দিকেই ইঙ্গিত করছিলেন। ৩২ বলে ফিফটির পর তাকে দেখাচ্ছিল আরও ভয়ঙ্কর। বাটলারের হাতে মার খাওয়া হাসানই পরে তাকে থামান। টাইমিংয়ে গড়বড় করে ইংল্যান্ড অধিনায়ক ক্যাচ তুলে দেন শান্ত হাতে।

বাটলারের বিদায়ের পরই বদলে যেতে তাকে চিত্র। স্যাম কারান, ক্রিস ওকসরা মেটাতে পারেননি পরিস্থিতির দাবি। ইংল্যান্ডের ডানা ভেঙে নাগালেই বেধে রাখে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ২৬ রানে দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

২৯ বলে ৫১ রানের ইনিংসে বাংলাদেশের ম্যাচ জেতানোর নায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে এসে তিনি জানান, 'এই সিরিজের একটাই বার্তা ছিল, ব্যাটসম্যানরা যে যেভাবে স্বাভাবিক খেলা খেলে, ওভাবেই খেলবে। একদম ফ্রিডম নিয়ে খেলবে।'

দারুণ ছন্দে থাকা বাঁহাতি শান্ত জানালেন, স্বাধীনভাবে খেলার লাইসেন্স পেয়ে যাওয়ায় সবই তাদের ধীরে ধীরে উন্নতি হবে, 'ইমপ্যাক্ট-ইন্টেন্ট যেটা বললেন ওটা তো বলার পর দিনই করা সম্ভব না। এটার জন্য একটা সময়ের প্রয়োজন। আর অনেক সময় উইকেট, পরিস্থিতি একেক সময় একেক রকম থাকে। সবাই এমন (আগ্রাসী) খেলারই চেষ্টা করে। কিন্তু আমার মনে হয় এখন ব্যাটাররা অনেক ফ্রিডম নিয়ে খেলছে। ইমপ্যাক্ট দেখবেন আস্তে আস্তে আরও ভালো জায়গায় যাচ্ছে।'#

পার্সটুডে/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।