লিটন-সাকিবের নৈপুণ্যে আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে সিরিজ জিতল বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i121268
লিটন দাসের দ্রুততম ফিফটি ও সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৭ রানে জিতল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিশাল এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ২৯, ২০২৩ ১৮:৪০ Asia/Dhaka
  • লিটন-সাকিবের নৈপুণ্যে আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে সিরিজ জিতল বাংলাদেশ

লিটন দাসের দ্রুততম ফিফটি ও সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৭ রানে জিতল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিশাল এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা।

আজ (বুধবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নিশ্চিতের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ৮৩ রান এসেছে লিটনের ব্যাট থেকে। জবাবে নির্ধারিত ১৭ ওভার ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে আয়ারল্যান্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম (১৮ বলে) ফিফটি করা লিটনই রাঙিয়েছেন বেশি। ৪১ বলে ১০ চার, ৩ ছক্কায় তিনি করেন ৮৩ রান। তার সঙ্গে রেকর্ড ১২৩ রানের জুটিতে ২৩ বলে ৪৪ করেন রনি। হৃদয় ১৩ বলে ২৪ আর সাকিব ২৪ বলে অপরাজিত থাকেন ৩৮ রানে। আয়ারল্যান্ড ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই উইকেট পাওয়া শুরু সাকিবের। ৪ ওভার হাত ঘুরিয়ে ২২ রান দিয়ে তিনি নিয়েছেন ৫ উইকেট। তিনি বোলিং শুরু করেছিলেন টিম সাউদির চেয়ে ৩ উইকেট পিছিয়ে থেকে। দুই ওভারের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে তৃতীয় ওভারে চতুর্থটিও তুলে নেন সাকিব। আর তাতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আবারও সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যান বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।   

এর আগেও একবার আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন সাকিব। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে লাসিথ মালিঙ্গার ১০৭ উইকেট টপকে যান তিনি। এক বছর পর ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের ১২২ উইকেট ছাড়িয়ে যান নিউজিল্যান্ডের সাউদি। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে নেওয়ার আগে সাকিব অবস্থান করছিলেন ১৩১ উইকেটে, সাউদির ১৩৪।

আজ বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন পল স্টার্লিং। অফ স্টাম্পের বাইরে তাসকিনের করা গুড লেন্থের বল ডিফেন্স করতে গিয়ে বলের লাইনে ব্যাট রাখতে পারেননি। বলে সামান্য সুইং থাকায় বল তার ব্যাটের বাইরের কানায় লেগে চলে চায় উইকেটের পেছনে, সেখানে ডানদিকে লাফিয়ে পড়ে বল গ্লাভসবন্দি করেছেন লিটন। তাতে গোল্ডেন ডাক খেয়েছেন এই অভিজ্ঞ ওপেনার।

পরের ওভারে আক্রমণে এসে আঘাত হেনেছেন সাকিবও। এই স্পিনারের প্রথম বলটি ছিল লেন্থ ডেলিভারী। সেখানে সুইপ করতে গিয়ে রনি তালুকদারের হাতে ধরা পড়েন লরকান টাকার। সাজঘরে ফেরার আগে ৫ বল খেলে ৬ রান করেন টপ অর্ডার ব্যাটার।

প্রথম দুই ওভারে দুই উইকেট হারালেও তৃতীয় ওভারে নাসুমকে পেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন হ্যারি ট্যাক্টর। এই স্পিনারের প্রথম ওভার থেকে দুই ছক্কায় সংগ্রহ করেন ১৪ রান। তবে পরের ওভারে আক্রমণে এসে আবারও প্রথম বলে উইকেট তুলে নেন সাকিব। এবার তার আর্ম বলে পুরোপুরি পরাস্ত রস অ্যাডায়ার। বল তার ব্যাট-প্যাড ফাঁকি দিয়ে সরাসরি আঘাত হানে স্টাম্পে। সাজঘরের ফেরার আগে ৬ রান এসেছে তার ব্যাট থেকে।

অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাকিব আল হাসান

উইকেট দিয়ে শুরু করা নিজের দ্বিতীয় ওভারের শেষটাও উইকেট দিয়ে করেছেন সাকিব। তার শেষ বলে ফ্লাইট দিয়েছিলেন। আর তাতে সাড়ে দিয়ে শট খেলতে যান গ্যারেথ ডেলানি। ব্যাটে-বলে টাইমিং না হলে উইকেটের পেছনে ধরা পড়েন ৬ রান করা এই ব্যাটার।

নিজের প্রথম দুই ওভারে তিন উইকেট পাওয়ার পর নিজের তৃতীয় ওভারে জোড়া আঘাত হেনেছেন সাকিব। ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলটি ব্যাটে খেলতে পারেননি ডকরেল, সরাসরি তার প্যাডে আঘাত হানে। তাতে আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নেন সাকিব। ফলে আউট দিতে বাধ্য হন আম্পায়ার।

একই ওভারের শেষ বলে সাকিবের আর্ম ডেলিভারীতে বোল্ড হয়েছেন ট্যাক্টর। এই ব্যাটারকে ২২ রানে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন সাকিব। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় ফাইফার। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ডও নিজের করেছেন সাকিব।

৪৩ রানে ৬ উইকেট হারানোর পর ক্যাম্পার এবং মার্ক অ্যাডায়ারের ব্যাটে ঘুরে দাড়ানোর চেষ্টা করে আইরিশরা। তবে  ক্যাম্পার ৫০ রানের বেশি করতে পারেননি। আর লেজের সারির ব্যাটাররা চেষ্টা করলেও সেটা কেবলই ব্যবধান কমিয়েছে। হার এড়াতে পারেনি আইরিশরা।

ব্যাট হাতে ২৪ বলে ৩৮ রান এবং বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯