বাংলাদেশে বৃষ্টিতে ৫ থেকে ১০ শতাংশ চামড়া নষ্ট হওয়ার আশংকা
(last modified Fri, 30 Jun 2023 14:00:36 GMT )
জুন ৩০, ২০২৩ ২০:০০ Asia/Dhaka
  • বাংলাদেশে বৃষ্টিতে ৫ থেকে ১০ শতাংশ চামড়া নষ্ট হওয়ার আশংকা

বাংলাদেশে ২০১৭ সালের পর থেকে কাঁচা চামড়ার কদর কমেছে। ধারাবাহিকতায় এবারও একই দশা। রাজধানীসহ সারাদেশেই কাঁচা চামড়া নিয়ে বিপাকে পড়েছেন কোরবানি-দাতারা।

অবশ্য কোরবানি-দাতাদের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসায় বিনামূল্যে চামড়া বিতরণ বেড়েছে যেকোনো সময়ের চেয়ে বেশি। রাজধানীর অধিকাংশ মহল্লার মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে এই তথ্য। ঈদের দিন ও আজ ঈদের দ্বিতীয় দিনে বৃষ্টির মধ্যে মাদ্রাসার শিক্ষার্থীরা চামড়া সংগ্রহ করছে। একইভাবে রাজধানীর পোস্তা এলাকায় আড়তগুলোতে সংগ্রহ করা চামড়া জমা দিতে দেখা যায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষকে।

বেশ কয়েকজন কাঁচা চামড়ার আড়তদারের সঙ্গে কথা বলে জানা গেলো, ফড়িয়া বা মৌসুমি চামড়া ব্যবসায়ীদের জায়গায় এখন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা স্থান করে নিয়েছে। আড়তদারদের বক্তব্য হলো, পুঁজির অভাবে রাজধানীর অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়া সংগ্রহ করা ছেড়ে দিয়েছেন। শুধু রাজধানীই নয়, গ্রাম-গঞ্জেও অনেক ফড়িয়া চামড়া কেনা ছেড়েছেন। সিরাজগঞ্জের হামিদুল একসময় কোরবানির মৌসুমে কাঁচা চামড়া সংগ্রহ করে আড়তে বিক্রি করতেন। কিন্তু গত দুই বছর তিনি আর এই ব্যবসা করছেন না। কারণ হিসেবে বলেছেন, ২০১৭ সালের পর থেকে চামড়ার দাম এতো কমে গেছে যে কোনও লাভ হয় না।ফড়িয়া ও মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, চামড়া কিনে মূল বাজারে তা বিক্রি করতে পারবেন কি না, সেই শঙ্কা রয়েছেন তারা।

মৌসুমি ব্যবসায়ীদের বুঝে শুনে চামড়া কেনার পরামর্শ দিয়েছেন পুরাণ ঢাকার পোস্তার কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিনস মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বিএইচএসএমএ)সংগঠনের সভাপতি আফতাব খান। তিনি  বলেন, সরকারের বেঁধে দেওয়া লবণযুক্ত চামড়া দামের চেয়ে বেশি দামে চামড়া কিনা ঠিক হবে না।

এদিকে বৃষ্টির কারণে চলতি বছর ৫ থেকে ১০ শতাংশ চামড়া নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন চামড়া ব্যবসায়ীরা। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সহ সভাপতি মিজানুর রহমান বলেন, প্রত্যন্ত অঞ্চলে ব্যবসায়ীরা চামড়াগুলো সঠিক সময়ে সংরক্ষণ না করলে সেখানেও চামড়া নষ্টের সম্ভাবনা রয়েছে। তাই সঠিক নিয়মে চামড়া সংরক্ষণের পরামর্শ দিয়েছেন তিনি। #

পার্সটুডে/বাদশাহ রহমান

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ